-
ফরেক্স সম্পূর্ণ একটি বাস্তবতা নির্ভর বিজনেস। এখানে ইমোশনের কোন স্থান নেই। বিশেষ করে যারা আবেগ নির্ভর তারা এখানে সবচেয়ে বেশি লস করে থাকে। কেননা তারা অন্ধ বিশ্বাসে ট্রেড করে। তারা মার্কেট বুঝতে চায় না। তারা সব সময় মনে করে সম্ভবত মার্কেট নামবে অথবা উঠবে। প্রকৃতপক্ষে মার্কেটের নিজস্ব একটি ভাষা আছে। আমাদেরকে এই ভাষাটি বুঝে ট্রেড করতে হবে। কেন সেল দেব অথবা কেন আমি বাই করব সব কিছুরই একটি না একটি কারন আছে।
-
ফরেক্স ট্রেডিং এ আবেগের কোনো বিকল্প নেই। যারা ফরেক্সে ট্রেডিং করে তারা এই বিষয় টা খুব ভালো ভাবে অনুভন কুরতে পারেন।।। আমি নিজেও ফরেক্সে ট্রেডিং এর খেত্রে অনেক আবেগের বসে পরে আমার একাউন্ট জিরো হয়ে গেছে।। তাই ফরেক্স ট্রেডিং এর খেত্রে আবেগ টা কন্ট্রোল করতে হবে ।।
-
ফরেক্স এ আবেগ জিনিস্টা দিয়ে কোন কাজই হয় না। বরং আরো ও লস হয়। কারন যখন আমরা একটি ট্রেডে লস করি তখন আমাদের মন মান্সিকতা যায় খারাপ হয়ে আর তখন বেশি বেশি ট্রেড করি। আর ভলিউম বাড়িয়ে ট্রেড দিয়ে আরো বেশি লস খাই।
-
ফরেক্স মারকেটে আবেগ নিয়নএন করা অতি জরুরী তানা হলে একেবারে জিরো হয়ে যেতে হবে । এখানে বড় ধরুনের লস হয় আবেগ আপ্লুত হয়ে য ট্রেড গুলি দেয়া হয় । দেখি একটা দিয়ে তা হলেই শেষ । সুতরাং যতখন মারকেট ট্রেড অনুকুল না হবে ততখন ট্রড দেয়া যাবে না ।
-
ফরেক্স পৃথিবীর সবচেয়ে বিশাল বিনিয়োগের মার্কেট । ফরেক্স এ বিনিয়োগ করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি । ফরেক্স একজন মানুষের জীবিকা অর্জনের ধারণাকে বদলে দিতে পারে । তেমনি ফরেক্স এ ট্রেড করে অনেকের সর্বনাশ ও হয়েছে । বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত লোভ ও আবেগের বশবতী হয়ে ট্রেড করার কারণে এমন হয়ে থাকে । ফরেক্স এ লোভ ও আবেগের কোনো স্থান নাই । তাই আমাদের উচিত আবেগ দিয়ে কোনো ট্রেড না করা ।
-
রিয়েল ট্রেড শুরু করি নাই। ডেমো ট্রেড করছি। ফোরামে পোস্ট দিচ্ছি এবং থ্রেড পাঠাচ্ছি। মানুষ লাভের সন্ধানে আগ্রহী। ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। যা ভালবাসা যায়না তাকে ঘিরে স্বপ্ন দেখা যায়না।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ফরেক্স এ বিনিয়োগ করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি । ফরেক্স একজন মানুষের জীবিকা অর্জনের ধারণাকে বদলে দিতে পারে । তেমনি ফরেক্স এ ট্রেড করে অনেকের সর্বনাশ ও হয়েছে । বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত লোভ ও আবেগের বশবতী হয়ে ট্রেড করার কারণে এমন হয়ে থাকে । ফরেক্স এ লোভ ও আবেগের কোনো স্থান নাই ।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।