আগে ডিমো তে সময় দিন। ৬ মাস বা ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে হবে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লসের বেবহার করতে হবে। ডেইলি কেন্ডেল দেখে ট্রেড নিতে হবে।
Printable View
আগে ডিমো তে সময় দিন। ৬ মাস বা ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে হবে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লসের বেবহার করতে হবে। ডেইলি কেন্ডেল দেখে ট্রেড নিতে হবে।
আপনি যদি নতুন ট্রেডার হন তবে আপনার উচিত হবে প্রথমে ফোরামের গুরুত্বপূর্ণ পোস্ট পড়ে নেওয়া কারন এর থেকে আপনি ফরেক্স এর বেসিক বিশয়গুলি সম্পর্কে ভালভাবে জানতে এবং বুঝতে পারবেন । যে ফোরামের সাথে যত বেশি সম্পৃক্ত থাকবে তত বেশি পরিমাণে ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হবে বলে আমি মনে করি । কেননা এটা আমার বাস্তবিক জ্ঞান যে আমি যতটুকু ফরেক্স সম্বন্ধে আজ পর্যন্ত জেনেছি তার শতকরা নব্বই ভাগই জেনেছি ফোরামের মাধ্যমে ।
ফরেক্স শিখতে হলে আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ রাখতে হবে যে আপনি কি আপনার লোভকে নিয়ন্ত্রন করতে পারছেন,আপনি কি ডেমো ব্যবহার করতে পারছেন এবং ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করছেন তো এগুলোর উপর নজর রাখতে পারলেই আপনি ভাল ট্রেডার হতে পারেন।
ফরেক্স শিখতে হলে সবপ্রথম ইন্টারনেট কানেকশন দেওয়া কম্পিউটার বা মোবাইল ফোন দরকার।তারপরই লাগবে ফরেক্স বিষয়ে জ্ঞান থাকা।বেশী করে প্র্যাকটিস করা।আরোও দরকার ধৈর্য্য,মেধা,সততা, ধ্যবসয়,পরিশ্রম করার মন মানোসিকতা।দৃঢ়তা। িজের ওপর আস্থা বিশ্বাস রাখা।সহজেই হতাশ না হওয়া।যেকোনো কাজ করার আগে এনালাইসিস করে করা।বেশী করে ডেমো ট্রেডিং করা।ভালো ব্লাউজারে কাজ করা।ভালো ব্রোকার সাথে সংযুক্ত হওয়া
ভাইরে ফরেক্স করতে হলে পড়াশোনা তো করতে হবে কিন্তু শুধু পড়াশোনা করলে তো আর ফরেক্স করা যায় না আপনাকে টেকনিক জানতে হবে , ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অনেক বেশি দক্ষ ও কার্যকারী টেকনিক ব্যাবহার করতে হবে । যত বেশি টেকনিক জানবেন তত বেশি আয় করতে পারবেন
ফরেক্স শিখতে সবপ্রতথম আগ্রহ থাকতে হবে।তারপর কোন টেডার এর সরাপন্ন হতে হবে।আমাদের দেশে যহুতো বৈধ নয় সেহুতো কোন টেডার খুজে পাওয়া কস্ট।আপনি ফরেক্স শিখতে হলে প্রথম আপনাকে ব্যাসিক কিছু শিকতে হবে।লিবারেজ টেড মানিম্যানেজেমেন্ এগুলো সম্পকে জানতে হবে
ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকলে ফরেক্সে কাজ করে যেমন মজা পাওয়া যায় তেমনি অনেক টাকা আয় ও করা যায় ফরেক্সে ট্রেড সম্পর্কে ধারনা থাকলে ও ভালো প্রাকটিস থাকলে ফরেক্স থেকে ভালো কিছু আয় করা সম্ভব যেটা দিয়ে আমি আগামী মাস থেকে ট্রেড করব আর বাকি যে দুইটা আছে সেগুলো আমি কোন এফিলিয়েট দিয়ে খুলি নি সেগুলো আমি রিয়াল ডলার ঢুকানোর জন্য রেখে দিয়েছি আমি লাভ করে সেগুলোতে আমার ডলার ট্রান্সফার করে দিব ।
ভাইরে ফরেক্স করতে হলে পড়াশোনা তো করতে হবে কিন্তু শুধু পড়াশোনা করলে তো আর ফরেক্স করা যায় না আপনাকে টেকনিক জানতে হবে , ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অনেক বেশি দক্ষ ও কার্যকারী টেকনিক ব্যাবহার করতে হবে । যত বেশি টেকনিক জানবেন তত বেশি আয় করতে পারবেন
ফরেক্স ট্রেডিং শিখতে হলে আমাদের প্রথমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু বিষয় ইন্টারনেট ঘেঁটে জেনে নিতে হবে । তারপর ডেমো ট্রেডিং প্লাটফর্ম ইন্সটল করে ডেমো ট্রেডিং শুরু করতে হবে আর সাথে সাথে ফরেক্স ট্রেডিং এর যাবতীয় সকল বিষয় বোঝার চেষ্টা করতে হবে এবং সেগুলো ডেমোতে অনুশীলন করতে হবে । আপনি যদি এভাবে শিখতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করে লাভ করতে পারবেন ।
ফরেক্স শিখতে হলে সরব প্রথম কিছু টুলস প্রয়োজন এক্যা না হলে শিখা যাবে না যেমন কাগক ,কলম,এছাড়া কম্পিউটার থাকলে তো আর অনেক ভাল কারন ফরেক্স এর মূল কাজ সব কম্পিউটার দ্বারা পরিচালিত,যা না হলে ফরেক্স ব্যবসা একদম অচল।তারপর প্রয়োজন অন্যান্য কাজ গুলো যেমন ফরেক্স এর উপর ভাল জ্ঞান বা বেশি ট্রেড করা ইত্যাদি।