অবশ্যই লস ট্রেডের অংশ । কারণ আমরা জানি যে ফরেক্স একটি ব্যবসা । আর ব্যবসায় লাভ লস উভয়টি থাকে । তাই লস হলেও মেনে নেওয়া উচিৎ । তবে কেউই চায় না যে নিজের ব্যবসায় লস হউক । অনাকাঙ্ক্ষিত ভাবে এটি ঘটে । তাই আমরা সব চাই যাতে লভ হউক । এর জন্য আমাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । বুঝতে হবে ফরেক্স কি জিনিস । তবেই বেশিরভাগ লস এড়ানো সম্ভব ।