প্রতিমাসের মতো এই মাসে ও আমার ইনকাম টার্গেট হচ্ছে 5 থেকে 10 হাজার টাকা।আমি প্রতি মাসে এমন একটি টার্গেট সেট করি যা সব সময় সম্পূর্ণ হয় না আবার কোন কোন মাসে সম্পূর্ণ হয়ে যায়।যেমন আমি কিছু মাস ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত আবার এটি একেবারেই ক্ষতি তেমনটি নয় কিছু প্রফিট হচ্ছে আর বাকিটা লস হয়ে যাচ্ছে। কিন্তু একেবারেই মার্জিন কল যাচ্ছে না। আশা করি এই মাসে টার্গেট ফিলাপ করতে পারব।