-
আসলে একাউন্ট জিরো হবার বিভিন্ন কারন থাকতে পারে তবে আমার মতে এই দইটা কারনে একাউন্ট বোশ জিরো হয় যেমন ১) যদি আপনি ট্রেড ওপেন করার আগে আপনার ইক্যুইটি বিবেচনা না করে বড় লট ব্যবহার করেন, কারন আ্পনার নেওয়া ট্রেড যে কোন কারনে ১০০-১৫০ পিপস বিপরীদে যেতে পারে আর অন্যটা হল লোভে অন্ধ হয়ে মার্কেট বিচারের ক্ষমতা হারালে।
-
ফরেক্স এ যে কারনে একাউন্ট জিরো হয়ে থাকে তা হল:
১) লোভ করা
২) পরিশ্রম ও ধৈয্য অভাব
৩) বেশী লটে ট্টেড করা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) ও মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
-
একাউন্ট জিরো হবার মুল কারন হল মার্কেটে বেশি পরিমান লোভ করা আর ভিত্তিহিন ট্রেড করা।বেশির ভাগ ট্রেডার লস করার মুল কারন হল মার্কেটে এনালাইসিস বাদে ট্রেড ওপেন করা।আর বেশি পরিমান লটে ওপেন করা।
-
একাউন্ট জিরো হওয়ার সব থেকে বড় কারণ হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা এছাড়া খুব ভালো করে মার্কেট এনালাইসিস না করে ফরেক্স মার্কেটে ট্রেড করা এছাড়া ট্রেড করে খুব বেশি লোভ করা এটা হল ফরেক্স মার্কেটে লসের একটা বড় কারণ
-
যে কারনে একাউন্ট জিরো হয় তা হল:
১) লোভ করে কাজ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্যের অভাব
৪) মার্কেট এনালাইসিস না করে ভুল ট্টেড করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
-
একাউন্ট জির হবার জন্যে যে জিনিষ্টি বেশি দায়ি তা হলো অতিরিক্ত লোভ করা ।ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা যাবে না ।মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা যাবে না ।তাহলে একাউন্ট জিরো হবে না ।
-
সত্যি বলতে একাউন্ট জিরো হয়নি এমন কোন ট্রেডার আমার জানামতে নেই। একাউন্ট জিরো হবার প্রধান কারন লোভ। বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে এবং একাউন্ট জিরো হয়। এছাড়া স্টপ লস টেক প্রফিট একাউন্ট জিরো হবার অন্যতম কারন।
-
যে কারনে একাউন্ট জিরো হয় তা হল:
১) লোভ করা
২) না বুঝে ট্টেড করা
৩) বেশী লটে ট্টেড করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা ও
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদির কারনে ব্যালেন্স জিরো করে থাকে।
-
আমার মেনে হয় ফরেক্স ট্রেডিং এ শতকরা নব্বই ভাগ ট্রেডার এই ভুলটাই করে । অথার্ৎ লট সাইজ বড় ব্যবহার করে ট্রেড করে ্। আমি নিজেও এরকম করে কয়েকবার ধরা খেয়েছি । আমার আপনার আইডিয়াটা ভাল লেগেছে ।
-
ফরেক্স মার্কেটে একউন্ট জিরো করে নাই এমন ট্রেডার হয়ত হাতেগোনা কিছু থাকতে পারে। বলা হয়ে থাকে ফরেক্সে ৯০% নতুন ট্রেডার লস করে। আর এই লস করে মূলত অজ্ঞতার কারনে। একজন ফরেক্স ট্রেডার যে কারনে একাউন্ট জিরো করে সেগুলো যেমন: ওভার ভলিউমে ট্রেড করা, মানিম্যানেজম্যান্ট না করে ট্রেড করা, ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস ব্যবহার না করা,ইমোশনাল ট্রেড করা ইত্যাদির কারনে একজন ট্রেডার তার একউন্ট জিরো করে ফেলে।