-
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স মার্কেট এ অল্প ঝুকি নিয়ে ট্টেড করা ভাল। ফরেক্স এমন কিছু সময় আছে যে ফরেক্স মার্কেট এ বেশী লটে ট্টেড করলে লস হয়। আবার কম টাকা দিয়ে ট্টেড করলে লাভ হয়। যাই হোক ফরেক্স মার্কেট এ অল্প টাকা দিয়ে ট্টেড করলে আমাদের ঝুকিটা কম থাকে এবং লাভ ও করতে পারি।
-
হ্যা আপনি সথিক বলেছেন ফরেক্স থেকে আয় করার জন্য অল্প রিক্স নিয়ে ট্রেড করলে আপনি পরবতিতে লাভ করতে পারবেন | ফরেক্স আপনি যত বেশি রিক্স নিবেন আপনি তত লাভ অথবা লস করতে পারেন | আমার মনে হই আপনি লস এর পরিমান বেশি করবেন |
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব বড় একটা ব্যাপার । ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায় । তাই অল্প রিষ্ক নিয়ে ট্রেড করুন সফলতা লাভ করতে পারবে।
-
আমরা জানি ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
-
যে কোনো ব্যবসায় লাভের আশায় ঝুকি নিতেই হয় তবে তা মূল্ধনের সাথে সংগতি রেখে।কারন আমরা যারা অতুন ট্রেডার তারা অনেক বেশি ইনভেস্ট করে ট্রেড করতে পারি না তাই অল্প লস হলেই আমাদের একাউন্ট টিকীয়ে ড়াখা কষ্টকর হয়ে পড়ে।তাছাড়া আমাদের ভুল সীদ্ধান্তের কারনে একাউন্ট জিরো হয়ে গেলে খুবী খারাপ অবস্থায় পড়তে হবে।তাই সবসময় অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।তবে যারা অনেক বেশি ডিপোজীট করে ট্রেড করে তারা অনেক বেশিউ ঞ্ঝুকি নিয়ে ট্রেড করে, কারন তাদের লস হলেও পরের ট্রেড থেকে অনেক বেশি প্রফিট করতে পারে।
-
আমার ্েট্রডিং কৌশল আপনাদের সাথে শেয়ার করছি। ডেইলি চার্টে যদি বাই সিগন্যাল পাই তখন ৪ঘন্টার চার্টে ফিরে আসি এবং ৪ঘন্টার চার্টেও যদি বাই সিগন্যাল পাই তবেই ট্রেডে এন্ট্রি করি। এক্ষেত্রে কোন স্টপলস ব্যবহার করি না। যখন ৪ঘন্টার চার্ট সেল মুডে চলে যায় আমার ট্রেড ক্লোজ করে দেই লসে থাকলেও। অপেক্ষা করতে থাকি আবার কখন ৪ঘন্টার চার্ট এবং ডেইলি চার্ট একমুখি সিগন্যাল দিবে।
-
ভাই ফরেক্সে লস খাওয়ার অন্যতম প্রধান কারন হচ্ছে আপনি ফরেক্সে এখনও যতেষ্ঠ পরিমান দক্ষতা অর্জন করতে পারেননি।আপনাকে এখনও ডেমো প্রাক্টিস চালিয়ে যাওয়া উচিত ছিল।ডেমো প্রাক্টিস এর মাধ্যমে আপনি যখন রিয়েল ট্রেড করার জন্য নিজেকে উপযুক্ত মনে করবেন কেবস তখনি রিয়েল ট্রেড করা শুরু করবেন।এখন যেহেতু আপনি রিয়েল ট্রেড শুরু করেছেন তাই আপনার উচিত হবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করা।ধর্য সহকারে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে আপনি আবশ্যই লাভবান হবেন।
-
আমাদের সকলকেই একটা কথা মনে রাখতে হবে ফরেক্সে শুধু লাভ নয় লসও হয়।তাই লোভে পরে বেশি লাভের আশায় বেশি রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো।বিশেষ করে যারা নতুন তাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। তাহলে অনেকদিন টিকে থাকার সম্ভবনা থাকবে।আর টিকে থাকতে পারলেই সার্থকতা। তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভালো
-
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স মাকেটে অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হবে ফরেক্স মাকেটে আপনই যদি বেশি রিক্সি নেন তবে আপনি ফরেক্স থেকে আয় এর বদলে লস হতে পারে বেশি | ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি অল্প অল্প করে ফরেক্স থেকে লাভ করা ভাল তবে ফরেক্স থেকে এক সময় ভাল লাভ করা যাবে |
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব বড় একটা ব্যাপার । ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায় । তাই অল্প রিষ্ক নিয়ে ট্রেড করুন সফলতা লাভ করতে পারবে।