আসলে আমি মনে করি যে ফোরামের এই বোনাস পেমেন্ট আমাদের জন্য খুবি কল্যাণকর। আর তা দিয়ে রিয়েল ট্রেড করার ক্ষেত্রে আমি কোন অসুবিধা দেখতে পারছি না। এখানে দেখা যাচ্ছে আমি কম সময় আর খুবি অল্প পরিশ্রমে নিজের রিয়েল ক্যাপিটাল জুগার করতে পারছি। এবং ভাল ট্রেড করতে পারলে আমি প্রফিট পাচ্ছি যা এক সময় কল্পনা ও করি নি। তাই আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা নেই।