-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের একাউন্টকে সুরক্ষা প্রদান করা। একাউন্টকে ঝুঁকিতে ফেলে কোন কাজ করা ঠিক নয়। বড় রিস্ক নিয়ে ট্রেড করার ফলে হয়ত আপনি দ্রুত প্রফিট করবেন কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে প্রতিদিন ট্রেড আপনার পক্ষে থাকবে না। ধরুন ৫ দিন ট্রেড আপনার পক্ষে আসলো কিন্তু ১ দিন বিপক্ষে চলে গেলো। এই ১ টি ট্রেডই আপনার ব্যালেন্স কে জিরো করে দিতে যথেষ্ট। এই কথাটা মাথায় রেখে আমাদের ট্রেড করা উচিত সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব।
-
প্রত্যেকটা কাজেই মানুষকে কমবেশি ঝুঁকি নিয়ে অগ্রসর হতে হয় তবে ঝুঁকি গ্রহণের পূর্বে অবশ্যই সফলতার পাল্লা কতটা নিজের অনুকূলে ভারী হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করার কোনো বিকল্প নেই। ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা প্রত্যেকেই এ বিষয়ে অবগত রয়েছি যে ফরেক্স মার্কেটে সফলতার প্রধান হাতিয়ার এবং চালিকাশক্তি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং ট্রেডিং অভিজ্ঞতা আর এগুলোর আলোকে যখন ট্রেড করা হয় তখন ঝুঁকি থাকে এটি যেমন সত্য ঠিক তেমনি ঢুকিয়ে সহনীয় পর্যায় পর্যন্ত থাকে অর্থাৎ ট্রেডিং সিদ্ধান্ত ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ভালোভাবে মার্কেট পর্যালোচনা বা এনালাইসিস করে গৃহীত হয়ে থাকে ফলে সেখানে ঝুঁকি সর্বনিম্ন হয়। কিন্তু ও যদি কোন ট্রেডার স্বল্প ট্রেডিং জ্ঞান অভিজ্ঞতা অর্জন করার পর অধিক প্রফিট অর্জনের আশায় মানি ম্যানেজমেন্ট মার্কেট এনালাইসিস প্রভৃতি বিষয় সমূহ উপেক্ষা করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করে তবে সে ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ লস এর সম্ভাবনা অনেক অংশে থাকে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে ট্রেডিং জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি পরিপূর্ণভাবে আয়ত্ত করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করলে সে ক্ষেত্রে ঝুঁকি কে সর্বনিম্ন করা সম্ভব।
-
অনুগামী সন্দেহজনক হতে শুরু করলেন, এবং অবশেষে তিনি চাপের মধ্যে পড়ার মতো অবস্থাটি আবিষ্কার করলেন e আমরা শোম্যানের মতো শেষ করতে চাই না, তারপরে জনপ্রিয়তা এবং চাটুকার ব্যবসায়ীদের খুব বেশি গুরুত্ব দেব না
-
এ জাতীয় বিপুল সংখ্যক ব্যক্তির বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের সাথে অন্তর্ভুক্ত রয়েছে। আরও কী, যখন আমরা এটি সাবধানতার সাথে পর্যবেক্ষণ করব, আমরা দেখতে পাব যে এই ব্যবসায়ের দিকে তাদের মধ্যে যা সত্যই টানছে তা হ'ল ব্যবসায়ের ব্যতিক্রমী ফলনের সম্ভাবনা রয়েছে যদিও অনেক লোক ব্যতিক্রমী ফলনের ব্যবসা হ'ল এটি বুঝতে অবহেলা করেন অতিরিক্ত উচ্চ ঝুঁকি। নতুন বণিকরা ফরেক্স মার্কেটের উচ্চ ঝুঁকির অংশের দিকে মনোনিবেশ করে না এবং তাই তারা উচ্চ ঝুঁকির কোণটি যথাযথভাবে মোকাবেলা করতে অবহেলা করে m আরও অনেক ডিলার বিদেশী বৈদেশিক মুদ্রার ঝুঁকির দিকটি বুঝতে পারে এবং তা খুঁজে বের করতে পারে এমন পরিস্থিতিতে বিদেশী থাকবে কীভাবে সেই সাথে মোকাবিলা করতে হবে আমি অতিরিক্তভাবে স্বীকার করি যে ফরেক্স বাজারটি বিশেষত ঝুঁকিপূর্ণ তবে আমরা যদি এই বাজারটি আরও বুঝতে পেরে বুঝতে পারি এবং আমরা ক্রমবর্ধমান আরও ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করি তবে আমাদের এই বাজার থেকে অর্থ সংগ্রহের বিকল্প থাকবে। আমরা এখানে এই পয়েন্টের এই বাজারে নিরাপদ করার বিকল্প থাকতে পারে।
সোজা বাস্তবতা হ'ল ফোরেক্স ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং আমি মনে করি এটি এমন একটি বিষয় যা প্রত্যেকেই চেনে। যাইহোক এমন একটি রুট রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের ঝুঁকির স্তর সীমাবদ্ধ করতে পারি। একাকী হওয়ার সুযোগটি আমরা একটি অঙ্গ নিয়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করব, সেই সময়ে বৈদেশিক মুদ্রা আমাদের জন্য ব্যতিক্রমী উচ্চ ঝুঁকির ব্যবসা হবে না প্রত্যেকেই বুঝতে পারে যে, ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বেনিফিট অর্জন করা এতটা সমস্যাজনক।এ জাতীয় বিপুল সংখ্যক লোক গোষ্ঠীগুলি ফরেক্স ট্রেডিংয়ের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে সত্ত্বেও, মাত্র কয়েক জন সুবিধা পাচ্ছেন। ডিলারদের হারিয়ে যাওয়া ফরেক্স সম্পর্কে যথেষ্ট ভাবেন না, এমনকি তাদের আরও এনকাউন্টার প্রয়োজন। ফরেক্সে চরম সংখ্যক ব্রোকার তাদের অর্থের দুর্ভাগ্য এই কারণেই। বৈদেশিক মুদ্রার পরিমাণ হ'ল ঠিক আছে কম বেনিফিট এবং উচ্চ ঝুঁকিযুক্ত উচ্চ বেনিফিট।
-
রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা অনেক বেশি ফরেক্সের ব্যসায়ে লাভ লস দুটোয় আছে তবে যেন লস কম হয় সেদিকে খেয়াল থাকতে হবে যদি কোন কিছু না বুঝে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনি সব কিছু হারিয়ে জিরো হয়ে যাবেন যে কোন কাজ বড় রিস্ক নিয়ে না করে অল্প রিস্ক নিয়ে করা উচিত আমি বলব ফরেক্স আপনার জন্য নয় আপনি এখানে যদি ব্যবসা করতে চান তাহলে রিস্ক কম নেন ভাল করে মার্কেট এনালাইস করেন মার্কেট কতটুকু মুভ করছে তার উপর নির্ভর করে ট্রেড করেন দেখবেন লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তাই রিস্ক কম নেওয়া উচিৎ।
-
বড় রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার ভয়াবহতা খুবই খারাপ । তার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী আমি নিজেই । আমি অনেক বার লচের সম্মুখীন হয়েছি । তাই এখন আর এই ভুলটা করি না বা আর কখনো করতে ও চাই না ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাকে অনেকেই টাকার মেসিন মনে করে।আবার অনেকে ফরেক্স ট্রেডিং ব্যবসাকে জুয়া মনে করে।আমি আমার মতে বলতে পারি ফরেক্স ট্রেডিং ব্যবসাকে আমরা ভালোভাবে শিখে এখাকে পেশা হিসেবে নিয়ে ক্জ শুুরু করি।বড় রিক্স না নিয়ে আমরা স্বভাবিক ভাবে এবং লট সাইজ কম নিয়ে আমরা ট্রেড করব।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ মানিম্যানেজমেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।আপনি মানিম্যানেজমেন্ট না মেনে যদি ট্রেড করেন তাহলে খুব দ্রুত আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই ট্রেড করার আগে অবশ্যই মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে।আপনার ব্যালেন্স কম থাকলে আপনি যদি বড় বড় ট্রেড অপেন করেন তখন যদি মার্কেট আপনার বিপরীতে মুভ করে তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে।একটা কথা মাথায় রাখতে হবে প্রতিদিন লস না করে অল্প অল্প লাভ করলেই আপনি মাস শেষে বড় অংকের টাকা পেতে পারেন।কিন্তু বড় বড় ট্রেড ধরলে একদিন লাভ করলেন কিন্তু ২ দিন লস করলেন তাহলে আপনার ব্যালেন্স এর উপর এফেক্ট পড়তে পারে।তাই বড় বড় ট্রেড অপেন করার আগে অবশ্যই মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিন।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা করকে হলে বগ কোন রিক্স নেওয়া ঠিক না।ফররক্স ব্যবসা হলো ধর্য্যর ব্যবসা।যে ধর্য্য ধরে ফরেক্স ব্যবসা করতে পারবে সেই ভালো কিছু করতে পারবে।ফরেক্স ভালো করে শিখুন এবং ধর্য়্য ধরে ট্রেড করুুন।
-
আমাদের লোভ থেকে ভলিউম বাড়িয়ে ট্রেড করার চিন্তা এসে যায়। আর বেলেন্স অনুযায়ী ৭০-৮০% রিস্ক নিয়ে ট্রেড শুরু করা হয় আর অতিতারাতাড়ি বেনেন্স খালি হয়ে যায়। ৯৫% ট্রেড্রার ফরেক্স ট্রেডিং এ পুজি হারায়। তাই ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড করুন।