যেকোনো ট্রেড অপেন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট। আমরা যদি এ দুটি সেট করে দেই তাহলে আমাদের ট্রেডে বড় ধরণের লোকসানের সম্ভাবনা থাকবে না। একই সাথে কাঙ্খিত লাভের জায়গায় আসলে অটোমেটিকালি ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। এতে করে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজনও হয় না।