-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য কোন ধরনের ভেরিফিকেশন এর প্রয়োজন হয় না । কিন্তু আপনি যখন ফরেক্স মার্কেটে কোন একটি প্রকারের আন্ডারে টাকা ডিপোজিট করতে যাবেন অথবা প্রফিট করার পরে টাকা উইথ ড্র করতে যাবেন তখন আপনাকে অবশ্যই ওই প্রকারের ভেরিফাইড মেম্বার হতে হবে। মানে আপনার একাউন্ট আইডিন্টিটি ইমেইল মোবাইল নাম্বার এবং ঠিকানা ভেরিফাই করতে হবে ভেরিফিকেশন ছাড়া আপনি আপনার টাকা তুলতে বা টাকা ডিপোজিট করতে পারবেন না।
-
আমি মনে করি, যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই ছারাও ট্রেডিং করতে পারছি তারপরে ও আমরা আগে ভেরিফাই এর স্টেপ সেরে নেয়া উচিত। কেন না এই ভেরিফাই এর সমস্যা আমাদের কে হয়ত ভবিষ্যতে পুহাতে হবে। ভেরিফাই ছাড়া আমরা ভালো রকম ট্রেডিং এর সুবিধা পেতে পারব না । আর যেহেতু ভেরিফাই এর অধিকার উনাদের কাছে অব্যাহত থাকে তাই যে কোন সময় উনারা তার জন্য চাপ দিতে পারেন , তখন সঠিক সময়ে সঠিক তত্ত্ব দিতে না পারলে আমাদের অ্যাকাউন্ট এ বড় কোন সমস্যা ও হতে পারেন। তাই আমি করে ভেরিফাই এর কাজ আমাদের আগে সেরে নেয়ে দরকার।
-
মনে হয় সব ব্রোকারেই ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব। আমি ইনস্টাফরেক্স এ নিজেই কাজ করেছি। তাই ইনস্টাফরেক্স এ আমি ১০০% শিউরিটি দিতে পারব। অন্য কোন ব্রোকারের কথা শিউর দিয়ে বলতে পারব না। তবে আপনার লাভ বা ডিপোজিট উত্তোলন করতে গেলে আপনাকে অবশ্যই এ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে।ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় না।কিন্তু কিছু কিছু ব্রোকার হাউজ আছে যেখানে আপনি চাইলে ভেরিফিকেশন ছাড়াও ট্রেড করতে পারবেন।কিন্তু ভেরিফিকেশন নিয়ে ট্রেড করাই ভালো কারন যেকোনো সময় আপনার কাছে তারা আপনার আইডেন্টি ভেরিফিকেশন চাওয়ার ক্ষমতা রাখে।
-
আপনি ভেরিফাই না করে ট্রেড করতে পারেন। কিন্তু ব্রোকার যে কোন সময়েই আপনার ডকুমেন্ট চইতে পারেন এবং আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু আমি মনে করি আপনি ভেরিফাই করেই ট্রেড শুরু করেন। কারণ একদিন আগে আর পরে আপনাকে প্রোফাইল ভারিফাই করাতেই হবে। যদিও ভারিফাই করতে খুব বেশি সময় লাগে না।