-
লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন ।আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।
-
বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।
-
ফরেক্স সম্পর্কে না বুঝে যারা ফরেক্স মার্কেটে কাজ করবে তারা বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করবে কারণ ফরেক্স হলো এমন একটি মার্কেট যেখানে অর্থনৈতিক মুদ্রা লেনদেনের বেচাকেনা হয় যেখানে বিশ্বের সকল দেশের লেনদেন করে এবং অর্থনৈতিক বাজারে খুব স্বাভাবিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে কেউ যদি না বুঝে কাজ করে তাহলে ফরেক্স থেকে শেষ করবে
-
বেশীর ভাগ ট্রেডার যেসব কারনে ফরেক্সে এ লসú
,,,,,,,,,,,না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনা ১০০% । আর না বুঝে ট্রেড করার কারনেই অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয় । তাছাড়া ধৈর্যহীনতা অন্যতম একটি কারন । অল্প সময়ে অধীক প্রভিট করতে গিয়ে লসের সম্মুখীন হয় । বিশেষ করে টেনএজাররাই এই ভুলটি করে থাকেন। অ্যানালাইসিস না করে অচেতনে ট্রেড করলেও লস হবার সম্ভাবনা ৯৯%।।
-
একমাত্র অভিজ্ঞতাই পারে সাফল্যের শিখরে পৌছে দিতে। তাই ফরেক্সে আসুন, দেখুন, বুঝুন ও ধৈর্য্য ধরুন তাহলেই দেখবেন ভাল ফল পাবেন।
-
ফরেক্স ট্রেডিং করা অনকে সহজ কিন্তু ডলার ইনকাম করা অনেক কঠিন। আমরা অভিজ্ঞ বড় ভাই অথবা অভিজ্ঞ ট্রেডারের কাছ শুনে থাকি ফরেক্স এ প্রায় ৯৫ শতাংশ ট্রেডার লস করে থাকে। তার কারণ হল ফরেক্স এনালাইসিস না করা ও ফরেক্স রিয়েলে আসার আগে ডেমো প্রাকটিস না করা।
-
বেশি লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার করনে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে । সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। মোটকথায় বলা যায় ট্রেডাররা অভিজ্ঞতার অভাবেই প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে।
-
আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে তাদের নিজের দোষের কারণে। প্রথমত কারণ হচ্ছে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। এভাবে যদি আপনি দীর্ঘদিন ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি এই মার্কেটে লসের বিনিময়ে প্রফিটের অংশটাই বেশি করবেন।
-
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।
-
কোন কাজ করার পরে বেশিরভাগ লোক বুঝতে পারে যে বিষয়টা আসলে কি। আর ফরেক্স সম্পর্কে না জেনে রিয়াল ট্রেড করা উচিৎ না। অনেকেই ডেমো আকাউন্টে মনের খুশি মত ট্রেড করে অনেক প্রফিট করে ফেলে এবং সাথে সাথে মন স্থির করে যে আমি রিয়াল ট্রেড করবো। তখনই তারা লস করে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন। ধন্যবাদ