ফরেক্স ট্রেডিং এর জন্য লোভের কোন স্থান নেই । লোভ করবেন তো আমি ফরেক্স মার্কেটে বেশী সময় টিকে থাকতে পারবেন না ।বরং আপনি লোভের স্থানটা ধৈর্য্য কে দিন তাহলে তাহলে আপনার জন্য মঙ্গল জনক হবে । আপনি ফরেক্স ট্রেডিং েএ লোভ করবেন তো পতন নিশ্চিত ।
Printable View
ফরেক্স ট্রেডিং এর জন্য লোভের কোন স্থান নেই । লোভ করবেন তো আমি ফরেক্স মার্কেটে বেশী সময় টিকে থাকতে পারবেন না ।বরং আপনি লোভের স্থানটা ধৈর্য্য কে দিন তাহলে তাহলে আপনার জন্য মঙ্গল জনক হবে । আপনি ফরেক্স ট্রেডিং েএ লোভ করবেন তো পতন নিশ্চিত ।
লোভের ফল হচ্ছে পতন। দ্রুত উপরে উঠতে গেলে পরে যাবার ভয় থাকে। ফরেক্স এ মানি ধীরে ধীরে গ্রো করতে হয়। একবারে সব আয় করে নিয়ে যাবো এমন মনোভাব শুধু ক্ষতির ই কারণ হতে পারে। লোভের কারণে ফরেক্স থেকে অনেকেরই বিদায় হয়েছে খারাপ অভিজ্ঞতা নিয়ে। তাই আমাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত। বেশি আয় করার থেকে একাউন্ট সেফ রাখতে শিখুন দেখবেন আপনাআপনি মুনাফা চলে আসছে।
ফরেক্স এ লোভের কোন স্থান নেই আমার মতে যে ট্রেডার লোভ করবে তার পতন ঘটবে। সে এই মার্কেটে টিকে থাকতে পারবে না। একজন ভাল ট্রেডার সে লোভ করবে না। সে তার আয়ের উপর সে সন্তুুষ্ট থাকবে। এটা তার একটা গুন।
কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সত্যি সত্যি মৃত্যু হতে পারে কম ইনভেস্টমেন্টের ট্রেডারের। কারণ লোভ করে বেশি লাভ নিতে গিয়ে একাউন্ট শূন্য হয়ে যেতে পারে। সেটা বেশি লট নেওয়ার জন্য হতে পারে, আবার বেশি পিপস অর্থাৎ টিপি নেওয়ার জন্যও হতে পারে। গুঁটি গুঁটি পায়ে এগিয়ে যাওয়াই ভাল, সময় বেশি লাগুক লক্ষ্যে পৌঁছাতে পারলেই হল।
আমার মনে হয় ফরেক্স এ সফলতার জন্য সবচেয়ে বড় একটি বাধা লোভ ।ফরেক্স এ সবাই সফল হতে পারেনা কারন এই লোভের কারনে।লোভ আপনাকে কখনো সফল হতে দিবেনা কারন লোভ করে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি খেয়াল ডলার এর দিকে আর চার্ট দিকে থাকবেনা।তাছাড়া লোভে পড়ে মানিম্যানেজমেন্ট এর নিয়ম ভঙ্গ করা হয় , যার ফলে বড় বড় লস হয়ে থাকে। তাই সবসময় লোভ কন্টোলে রাখার চেষ্টা করবেন।
বেশিরভাগ মানুষেরই অন্যতম বাজে একটা গুন হলো লোভ। লোভ মানুষ কে ধ্বংস করে দেয়। লোভি মানুষ কখনোই উন্নতি করতে পারেনা। লোভ জিনিস টা সবার মাঝে থাকে। কিন্তু সবাই নিয়ন্ত্রন করতে পারেনা। যারা পারে তারা গেইনার হয় আর যারা পারেনা তারা হয় লুজার। ফরেক্সে লোভ করলে টিকে থাকা সম্ভব নয় ।
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে লোভ টাই হল সবচেয়ে বড় বাধা কারন ফরেক্স মার্কেটে অনেক লোক ঝড়ে যায় শুধু লোভের কারনে। অনেক মানুষ আছে যারা ফরেক্স মার্কেট নিয়ে কাজ করতে চায় কিন্তু তাদের মধ্যে একটা লোভ কাজ করে সব সময় যে কারনে তারা বেশি দিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তাই ফরেক্স মার্কেটে লোভ কে পরিহার করতে হবে।
আমার জানামতে ফরেক্সের সবচেয়ে বড় বাধা হলো লোভ। যদি কেউ লোভ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ফরেক্সে সফল হওয়া সম্ভব।
আমাদের সকলের মধ্যে লোভের পরিমাণ রয়েছে তবে এটি অন্য স্তরে নিয়ে যাওয়া হয়, বিশেষত ফরেক্স ট্রেডিংয়ে এটি বিষাক্ত হয়ে যায়। লোভ হ'ল কারণটি কিছু ব্যবসায়ী খুব সহজেই তাদের অ্যাকাউন্টগুলি জ্বালিয়ে দেয়; যখন তারা একটি ওয়াইনিং ট্রেডে থাকে এবং বাজার তাদের দিক থেকে বিপরীত হয় তারা আশা করে যে বাণিজ্যটি তাদের পক্ষে ফিরে যাবে
লোভ খুবই খারাপ জিনিস। অতিরিক্ত লোভ মানুষের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে লোভকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি যদি লোভকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে সফলতা পাবেন। কিন্তু আপনার যদি অতিরিক্ত লোভ থাকে তাহলে এখানে বেশিদিন টিকে থাকতে পারবেন না। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই লোভের বশে বেশি প্রফিট এর আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করবেন ওই পজিশন থেকে মার্কেট অতিরিক্ত বিপরীতে গেলে আপনার ব্যালেন্স শুন্য হয়েও যেতে পারে। তাহলে লোভ এর পরিণতি ফরেক্স মার্কেটে কতটা ভয়াবহ সেটা বুঝতেই পারছেন। তাই লোভের কোন স্থান ফরেক্স মার্কেটে স্থান নেই।