-
ফরেক্স হালাল না হারাম? এব্যাপারে বলতে গেলে মুলত যেহেতু এখানে সুদ আছে তাই হারাম । অন্য দিকে ফরেক্স আপনাকে সুদ মুক্ত একাউন্ট করার সুযোগ দিচ্ছে তাই আপনি চাইলে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন । যদি সুদ মুক্ত একাউন্ট করেন তাহলে এখানে হারাম হওয়ার কিছু নেই বলে আমি মনে করি।
-
আমার জানা মতে ফরেক্স একটি হালাল ব্যবসা । কারন ফরেক্স এ লাভ লস আছে । আর যে ব্যবসায় লাভ লস আছে সেই ব্যবসা হালাল । ফরেক্স হলো একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্সে ইনভেস্ট করা লাগে । আর ফরেক্সে লাভ লস আছে ।ফলে ফরেক্স একটি হালাল ব্যবসা ।
-
সুদের যে কোন কাজই হারাম।সুদযুক্ত যে কোন কাজ না করাই ঠিক। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করার অপশন রয়েছে। তাই সুদ নেওয়া না নেওয়া দুটোই আপনার উপরই নির্ভর করে। আপনি যদি সুদযুক্ত একাউন্ট করেন তাহলে তো সেটা আর হালাল থাকলো না। কিন্তু আপনি যদি সুদ মুক্ত একাউন্ট করেন তাহলে অবশ্যই আপনি হালাল ব্যবসার অন্তর্ভুক্ত হবেন।তাই আপনি হালাল নাকি হারাম ব্যবসা করবেন সেটা নির্ভর করে একান্তই আপনার উপর বলে আমি মনে করি।
-
ফরেক্স কি হালাল নাকি হারাম এ ব্যাপারে অনেক মতো বিরোধ রয়েছে,কিন্তুু আমার মত অনুসারে ফরেক্স একটি হালাল ব্যাবসা, কেননা আমাদের ধর্মানুসারে সুদকে হারাম বলা হয়েছে কিন্তুু ব্যাবসা করার অনুমতি আছে, তাই আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট খুলে ব্যাবসা করতে পারবেন,আর যেহেতু ফরেক্সে সকল ব্যাবসার মতোই লাভ, লসের ঝুকি নিয়ে ব্যাবসা করতে হয়,এবং নগত টাকা বিনিয়োগ করে,নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে ব্যাবসা করার মাধ্যমে উপার্জন করতে হয়,তাই ামি মনে করি যে ফরেক্স একটি হালাল ব্যাবসা।
-
ফরেক্স ট্রেড করার আগে আপনার সামনে দুটি অপশন থাকে যার একটি হলো সুদ মুক্ত এবং অপরটি সুদ যুক্ত।ব্যবসা হালাল হারাম নির্ভর করবে আপনার মন মানসিকতার উপর।ব্যবসায় লাভ লস থাকবেই।আপনি যদি লসমুক্ত ব্যবসা করতে চান তাহলে সেটা হচ্ছে সুদের ব্যবসা।সুদ কথাটা মুখ দিয়ে উচ্চারণ করাটাও পাপ।সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে যিনা করা সমান যা পবিত্র কুরআন এ উল্লেখ করা আছে।
-
ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে।*ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে।*সুদ মুলত কোন কারণে হারাম হয়েছে এটা আগে জানতে হবে। সুদ হল টাকাই টাকা বাড়ে ক্ষতির কোন বালাই নাই এ কারনে সুদ হারাম। ফরেক্স হল একটা পরিশ্রমী ব্যবসা। তাই ফরেক্স হালাল ব্যবসা।
-
ফরেক্স একটা হালাল ব্যবসা।কারণ এটাতে লাভ-লস দুটোই রয়েছে।ইসলামের দৃষ্টিতে যেখানে লাভ লস থাকবে সেটাকেই হালাল ব্যবসা বলা যাবে।সুতরাং ফরেক্স কেন হালাল বললাম বুঝা গেছে।আর একাউন্ট খোলার সময় অবশ্যই সুদমুক্ত একাউন্ট খুলতে হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট সম্পর্কে আসলে আমাদের প্রকৃত বাস্তব কোনো পরিষ্কার ধারনাই নাই৷তাই নানা রকম ফালতু কথা অনেকেই বলে থাকে-"ফরেক্স ব্যাবসা কোনোও ব্যাবসা নয়,ফরেক্স অবৈধ,ফরেক্স হারাম,ফরেক্স সুদের ব্যাবসা,ফরেক্স জুয়াখেলা,ফরেক্স একটা গেইম..." ইত্যাদি অসংখ্য নেগেটিভ মন্তব্য মানুষ করে থাকে৷অথচ তারা কিন্তু ফরেক্সের চেহারাই কোখোনোও দেখে নাই৷ফরেক্স মার্কেটে কখোনোও "মিনিটেই লাভ,মিনটেই লস" হয় না-আপনার এই কথা সম্পূর্ণই ভূল৷ফরেক্স মার্কেট হচ্ছে চলমান আন্তর্জাতিক মূদ্রা বাজার৷মিনিটে নয় বরং সেকেন্ডে কয়েকবার প্রাইস ক্রমাগত মুভমেন্ট করতে থাকে৷আর আপনার সঠিক জ্ঞানের অভাবে আপনি যদি বার বার ভূল এন্ট্রী করেন তাহলে প্রতিবারই আপনি লস করবেন৷এতে মার্কেটের কোনোও সমস্যা নয়,সমস্যা আপনার৷আপনি মিনিটে মিনিটে ভূল এন্ট্রী না করলে মিনিটে মিনিটে আপনার লাভ/লসও হবেনা৷
-
সুদ মুলত কোন কারণে হারাম হয়েছে এটা আগে জানতে হবে। সুদ হল টাকাই টাকা বাড়ে ক্ষতির কোন বালাই নাই এ কারনে সুদ হারাম। ফরেক্স হল একটা পরিশ্রমী ব্যবসা। ফরেক্স লাভ যেমন আসে তেমন লসস ও আএ। তাই ফরেক্স হালাল ব্যবসা।
-
ইসলামের দিক দিয়ে ফরেক্স হালাল ।আপনি সুদ নিয়ে বিজনেস না করলেই সেই বিজনেস হালাল হবে আর ফরেক্স এ কোন সুদ নাই ।আর ফরেক্স হল এক্তা বিজনেস আর ইসলামে বিজনেস করার নিয়ম আসে তাই আমর মনে হয় ফরেক্স হালাল।