-
হ্যাঁ ভাই এই মার্কেটে ব্যবসা বা ট্রেড করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে, প্রফিট করা বা প্রফিট হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার এবং রিজিকের মালিক একমাত্র (আল্লাহ) কেননা একটু লক্ষ করলে বুঝতে পারবেন, আপনার ট্রেডিং পদ্ধতি যতই সিকিউর/নিরাপদ হোক না কেন, আপনার ভাগ্যে/রিজিকে যদি না থাকে তাহলে সেটা সময়ের পূর্বে কখনই পাবেন না । তবে আমাদেরকে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কাজ করে যেতে হবে।
-
প্রফিট আসলে কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ট করে।মাকেট সম্পকে ধারনা ভাল থাকলেও দেখা যায় কিছু সময় মাকেট আমাদের বিপরিতে চলে যায় তখন প্রফিট ভাগ্যের উপর চলে যায়।আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার জন্য ভাগ্য ও কঠোর পরিশ্রম দুটোই প্রয়োজন। আগে চেষ্টা তারপর ভাগ্যের উপর নিরভর করা উচিত।
-
ব্যবসা মানেই লাভ লসের সমষ্টি। ব্যবসাতে যদি লাভ লস না থাকে সেটা ব্যবসা নয়।ফরেক্স যেহেতু একটা ব্যবসা সুতরাং ফরেক্সেও লাভ লস রয়েছে।এমন ও অনেক সময় দেখা যায় একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার ও ফরেক্স এ লস করছেন।এজন্য আমার মনে হয় ব্যবসা কিছুটা ভাগ্যর উপর নির্ভর করে।তবে আপনি ব্যবসাকে সম্পূর্ণ ভাগ্যর দোহাই দিতে পারবেন না।আপনি যদি চেষ্টাই না করেন আপনার ভাগ্য কিভাবে কাজ করবে।ফরেক্স এ আপনি দেখুন যদি আপনি কখন বাই এ ট্রেড করবেন কখন সেল এ ট্রেড করবেন এটাই না জেনে থাকেন ভাগ্য কি করে আপনার সহায় এজন্য।এজন্য ভাগ্য দোষ না দিয়ে আমি বলব আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করুন।ফরেক্স সম্পর্কে আগে দক্ষতা ও অভিজ্ঞ তৈরি করুন ভাগ্য দেখবেন আপনার সাথে চলে এসেছে।তাই ভাগ্যকে দোহাই দিয়ে বসে না থেকে নিজের ভাগ্যকে নিজে গড়ে তুলুন।
-
আসলে অনেকেই মনে করে থাকে যে ফরেক্সে ট্রেড করে প্রফিট অর্জন করা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে থাকে আসলে এটি একটি ভ্রান্ত ধারণা আর এমনটি যে সকল ট্রেডাররা মনে করে থাকে আমার মনে হয় ঐ সকল ফরেক্স ট্রেডারদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অতি সামান্য যে কারণে তারা ট্রেডিং প্লাটফর্ম এ খুব বেশি সফলতা লাভ করতে পারে না তাই অযথা ভাগ্যের ওপর দোষারোপ করে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করে কাঙ্খিত প্রফিটের দেখা পেতে হলে বা ফরেক্স মার্কেট থেকে কাঙ্খিত প্রফিট অর্জনের মূলমন্ত্র একটাই আর তা হল সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা যা একজন ফরেক্স ট্রেডার কে সঠিক ট্রেডিং কৌশল এবং মানি ম্যানেজমেন্ট কে পরিপূর্ণভাবে অনুসরণ করে সঠিক সময়ে ট্রেড করতে উৎসাহিত করে যার ফলশ্রুতিতে কাঙ্খিত প্রফিট অর্জন অনেক বেশি সহজ হয়ে যায়। তাই বলব যারা অযথা ভাগ্যের ওপর দোষারোপ করে থাকেন তাদের উচিত নিজেদের ফরেক্স ট্রেডিং জ্ঞানকে আরো অনেক বেশি সমৃদ্ধ করা তবেই আপনাদের প্রফিট লাভ করা ভাগ্যের বিষয় এই ভ্রান্ত ধারণা দূর হবে এবং সবসময় কাঙ্ক্ষিত প্রফিটের দেখা মিলবে।
-
ফরেক্স এ প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না।ফরেক্সের প্রফিট অর্জন করা ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে।হ্যা তবে ভাগ্য বলতে একটা কথা আছে। কিন্তু তার আগে আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাইসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে এতে তোমার চলার পথ যেন থামে না।বরং পাথরগুলো কুড়িয়ে তৈরী করো সাফল্যের সিড়িঁ।ভাগ্যে বিশ্বাস থাকা ভালো।এটা ইসলামের সাতটা ভিত্তিরর অন্যতম একটা।তবে কোন কাজ না করে বসে থাকলে ভাগ্য কখনোও প্রসূন হবে না।পরিশ্রমের দ্বারা ভাগ্যের পরিবর্তন করতে হবে।আর পরিশ্রমই সৌভাগ্যের ফলপ্রসূতি।
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।পরিশ্রম ওভাগ্য দুই মিলে ভালো কিছু আশা করা যায়।
-
আপনাকে প্রফিট করতে হলে ভাগ্যের উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কিত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।আপনি যদি ফরেক্স মার্কেটে আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর।
-
প্রফিট হচ্ছে পরিশ্রম আর ধৈর্যের ফল। পরিশ্রম সাফল্যের প্রসূতি। যে যত পরিশ্রমী এবং কর্মঠ তার সফল হওয়ার চান্স তত বেশি। পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। ভাগ্য নিজে কিছু পারে না এবং ভাগ্য পরিশ্রমীদের সহায় হয় সবসময়। সুতরাং প্রফিট করতে হলে পরিশ্রমী হতে হবে তাহলে ভাগ্য ও সাথে থাকবে।
-
আমি ফরেক্স মাকেটে নতুন। ডেমো প্রকটিস করি।নতুন শুরু করেছি,তবে মাঝে মাঝে দেখি শিয়র সেল টেড হবে। সেল করি আর মাকেট উপরে ওঠা শুরু, তখন খুব বিরক্তি ধরে।তখন মনে হয় যে প্রফিট মাঝে মাঝে ভাগের উপরও ডিপেন্ট করে।
-
আমি মনে করি, ফরেক্স ব্যবসায় এ প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স ব্যবসায় বোঝার ব্যাপার। ফরেক্স ব্যবসায় ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ব্যবসায় ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন। কিন্তু এটি করা মোটে ও উচিত না। আপনি ফরেক্স ব্যবসায় এ দক্ষতার সহিত ট্রেড করেন দেখবেন আপনি লাভবান হবেন।