-
বাংলাদেশের নেটওয়ার্ক ব্যাবস্থা ভাল না এটা আপনি ভূল বল্লেন। আমি মনেকরি,বাংলাদেশের নেটওয়ার্ক ব্যাবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল। বাংলাদেশে ফরেক্স ব্যাবসা সবার জন্য আসির্বাদসরুপ। আমাদের দেশের বেকারত্ব সমস্যা একটা বিরাট ব্যাধি। তাই সেই সমস্যা দুর করতে ফরেক্স আমাদের অনেক সহায়ক হবে।
-
আমি বলবো ফরেক্স বাংলাদেশের সকল শেণী ও পেশার মানুষের জন্য আশীর্বাদ।কারন ফরেক্স এ কাজ করার মাধ্যমে অনেক লোকের করমসন্থান হয়েছে।তাই আমি ফরেক্স কে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ বলে মনে করি,কিন্তু বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর জন্য অনেক সমস্যায় পরতে হয়,কারন তাদের লাইনের অনেক সমস্যা থাকে অনেক সময় নেট কেটে কেটে যায় দেখা যায় সেই সময় অনেক ভালো ট্রেড পাইলেও করা যায়না।গ্রাম বাংলার মানুষরা ত ইন্টারনেট সার্ভিস পায়না তাই তারা ফরেক্স ব্যবসা করতে পারেনা।
-
ফরেক্স বাংলাদেশ ট্রেডার দের জন্য আসিরবাদ সরুপ। আমাদের দেশের সব চেয়ে বড় সমস্যা হল বেকারত্ব। ফরেক্স আমাদের বেকারত্ব দুরিকরনে অনেক সহায়ক হতে পারে। এর জন্য আগে ফরেক্স সমন্ধে ভালভাবে শিক্ষালাভ করতে হবে।।।।।।।।
-
আমার তো মনে হয় ফরেক্স মার্কেটে বাংলাদেশিদের জন্য অনেক ভাল কারন বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি আর সেই তুলানায় বেকার সংখ্যা অনেক বেশি তাই ফরেক্স মার্কেটে যদি অরা ট্রেড করে কিছু ইনকাম করতে পারে তবে আমদের দেশের বেকার সংখ্যা কিছুটা হলেও দূর হবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা িএটি যথাযথ ভাবে করতে পারলে আমরা আনেক বৈদেশিক মূদ্রা ্অর্জন করতে পারবো ।বাংলাদেশ থেকে ফবেক্স করা পূর্বে ্অনেক কঠিন ছিল কিন্ত বর্তমানে তা ্অনেক সহজ,কারন এখন ঈন্টারনেটের স্পীড এখন ্অনেক বেশী ।
-
একজন ফরেক্স ট্রেডারের মাথায় এই বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো আমি কোনমতএই লস দিবনা । তাই তাকে সব সময় অপেক্ষা করতে হবে লাভজনক একটি চ্যানেলের জন্ন অপেক্ষা করেতে সেটা যত সময়ই লাগুক না কেন ।
-
আমি মনে করি যে বাংলাদেশীদের জন্য ফরেক্স বেশ সহায়ক একটা মার্কেট, কারণ এদেশের অর্থনৈতিক উন্নয়নে এই মর্কেট বেশ ভূমিকা রাখতে পারবে। আমাদের দেশের বেকার জনগোষ্টির বেকারত্ব দূর করতে ফরেক্স মার্কেট বেশ সহায়ক ভুমিকা পালন করতে পারে।
-
বাংলাদেশের ইন্টারনেট এর অবস্থা দুরবঅল হলেও এটাকে নিয়েই আমাদের ব্যাবসা করতে হবে বাদ দেয়া যাবেনা । তাই বাংলাদেশের অবস্থা খারাপ বলা যাবে না ।
-
বাংলাদেশীদের জন্য ফরেক্স বেশ সহায়ক বলে আমি মনে করি। আপনি বলছেন যে বাংলাদেশে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল।কিন্তু ফরেক্স এমন একটা ব্যবসা যেটা সাধারন মানের ২ g নেটওয়ার্কেনেটওয়ার্কেও সম্ভব। আর বাংলাদেশে প্রচুর বেকার রয়েছে যারা কাজের সন্ধান পাচ্ছে না তারা ইচ্ছা করলে ফরেক্সে জয়েন করতে পারেন।ফরেক্স মার্কেটে যে কেউ স্বীয় ইচ্ছায় জয়েন করতে পারেন কোনো বাধা নেই।
-
যেকোন পেশার বা যেকোন দেশের বা যেকোন বয়সের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । এটি একটি আর্ন্তজাতীক ব্যবসায় । ফরেক্স নির্দিষ্ট কোন গোত্র বা পেশার লোকদের জন্য নয় । যে কেউই এই মার্কেটে ট্রেড করতে পারে । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস । বাংলাদেশের জন্য ফরেক্স মার্কেট অনেক সহায়ক বলে আমি মনে করি ।