হ্যা অবশ্যাই তাই। কিন্তু আপনাকে শুধু লাভের চিন্তে করলে হবেনা তার আগে আপনাকে ফরেক্র সম্পকে ভাল ভাবে ঞান জ্রন করতে হবে।
Printable View
হ্যা অবশ্যাই তাই। কিন্তু আপনাকে শুধু লাভের চিন্তে করলে হবেনা তার আগে আপনাকে ফরেক্র সম্পকে ভাল ভাবে ঞান জ্রন করতে হবে।
আমার জানা মতে ফরেক্স মার্কেট থেকে আয় করা সহজ নয়।
কারন এই মার্কেট থেকে বিভিন্ন এনালাইস করে তারপর আয় করা সমম্ব।
তাই আমি বলব ফরেক্স মার্কেট থেকে আয় করা খুবই সহজ নয়।
ফরেক্সে আয় করা যেমন সহজ তেমন কঠিন। ফরেক্স না মেনে ত্রেদ করলে লস হবেই।
হ্যাঁ ফরেক্স থেকে আমরা আয় করতে পারি,কিন্তু কতটা সহজে তা বলা মুশকিল।তবে আমরা যদি সঠিক নিয়ম মেনে ট্রেড করি এবং সফল ট্রেডাদের অনুসরন করি,সেক্ষেত্র হয়ত অপেক্ষাকৃত সহজে লাভ করতে পারি।তবে আর জন্য অনেক পরিশ্রম ও সাধনার প্রয়োজন।
ফরেক্স এ ট্রেড শুরু করা মানেই আয় শুরু করা।অল্প বিদ্যা সব সময় ভঙ্কর ই হয়ে খাকে ।ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।ফরেক্স অন্যান্য সকল বিজনেস এর মতই ঝুকিপুর্ণ কিন্তু বুঝে শুনে ট্রেড করলে এর ঝুকিও অনেক কমিয়ে আনা যায়।
ফরেক্স ট্রেডিং দেখে আয় করা যতটা সহজ মনে হয় আসলে বাস্তবে ততটা সহজ নয়।ফরেক্স ট্রেডিং করে আয় করতে হলে বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস ভালভাবে পর্যবেক্ষন করে আয় করতে হবে।কোন এনালাইসিস ছাড়া ফরেক্স করে সফলতা অর্জন করা যায়না,বিভিন্ন্ এনালাইসিস প্রক্রিয়া অবশ্যই করতে হবে।তাই আমি মনে করি ফরেক্স এতটা সহজ নয়।
আমি মনে করি যে ফরেক্স ট্রেড করা সহজ নয়,কারন ফরেক্স সম্পর্কে আগে ভালভাবে জানতে হবে বুঝতে হবে,না বুঝে ট্রেড করলে লস গুনতে হবে , আর লস হলে ট্রেড এর উপর অনিহা আসবে ।তাই ফরেক্স ট্রেড করা সহজ নয়।
আমি মনে করি ফরেক্স থেকে আয় করা খুব সহজ, কারন ফরেক্স একটি আন্তরজাতিক ব্যবসা প্রতিষ্ঠান।
ফরেক্স ট্রেডিংয়ে আয় দেখে যতটা সহজ মনে হয় আসলে বাস্তবে ততটা সহজ নয়।ফরেক্স ট্রেডিং করে আয় করতে হলে চাই প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা।অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন না করতে পারলে ফরেক্স ট্রেডিংয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়।তাই ফরেক্স ট্রেডিং এতটা সহজ নয়,বরং অনেক কঠিন বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেট এ টাকা আয় করা মোটেই সহজ না, আপনাকে ফরেক্স মার্কেট এ সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স সম্পর্কে আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে, মার্কেট সম্পর্কে সব ধরনের তথ্য আপনাকে জানতে হবে। তারপর আপনাকে দেখেশুনে ট্রেড করতে হবে। তাই যারা মনে করে ফরেক্স মার্কেট এ টাকা আয় করা খুব সহজ, তারা বোকার স্বর্গে বাস করছেন।