-
বাংলাদেশ একটি উন্নয়শীল দেশ হিসেবে ফরেক্স মার্কেটের গুরুত্ব অত্যাধিক বলে *আমি মনে করি । বাংলাদেশ ফরেক্স মার্কেটের একটি সম্ভাবনাময় দেশ । প্রতিদিনই ফরেক্স মার্কেটে নতুন নতুন বাংলাদেশী ট্রেডার যুক্ত হচ্ছে । বাংলাদেশের ব্যাপক বেকার সমস্যা দূরীকরণে ফরেক্স মার্কেট সহায়তা করতে পারে । সরকারের ও উচিত ফরেক্স মার্কেটকে সকলের কাছে পৌছে দেওয়ার জন্য অনুকোল পরিবেশের সৃষ্টি করা ।
-
বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ এদেশে মনুষের তুলনায় কাজের অভাব অনেক বেশি যারা এখনও কোন কাজ পাইনি তারা বাড়ি বসে এটা খুব ভালভাবে করতে পারে তাতে যেমন একদিকে বা্ংলাদেশের বেকার এর স্ংখা কমবে অন্য দিকে তারা ঘরে বসে কিছু টাকা আয় করতে পারবে। আমি মনে করি যে বাংলাদেশীদের জন্য ফরেক্স সবচেয়ে ভালকাজ।
-
বাংলাদেশে ফরেক্স এর ভবিষৎ খুব ভাল তা বলা যায় না । কারন এখানে সরকারী নীতি এখনও ফরেক্স এর অনুকুলে নেই । এছাড়াও সরকারের পক্ষ থেকে কোন রকম সহযোগীতার কোন সম্ভাবনা নেই । আসলে এসব বিষয় বোঝার মত সরকারে এখনও পযন্ত কোন যোগ্য লোক নেই । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং বাংলাদেশে ভবিষৎত খুব ভাল নয় ।
-
ফরেক্স খুবই লাভজনক এবং সুবিধাজনক বিজনেস । বাংলাদেশের বেকার সমসসা সমাধান করার জন্য ফরেক্স এর দরকার অনেক বেশি । তাই আমি মনে করি ফরেক্স কে সরকারের সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার ।
-
বাংলাদেশে ফরেক্স এর গুরুত্ব অনেক বেশি তার কারণ হল এই যে, বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ এদেশে মনুষের তুলনায় কাজের অভাব অনেক বেশি ।আর একটা বড় কারন হল বাংলাদেশে জব অনেক কষ্টকর যা এত সহজে পাওা যাই না আর মানুষ এখন অনেক টা মুক্ত হয়ে কাজ করতে চাই যার জন্য বলা যাই বাংলাদেশে ফরেক্স এর ভবিষ্যৎ অনেক ভাল বলে আমি মনে করি ।
-
ফরেক্স শুধু বাংলাদেশের ব্যাবসা নয় এটা একটি আন্ত্রযাতিক তাই এখানে সরকারের নিষেধ করার কিছুই নাই । তা ছাড়া সরকারের তো লস নাই যে সরকার এটা বন্ধ করবে ।
-
আপনি আজ থেকে ঠিক বেশ কয়েকবছর আগে চিন্তা করলেও দেখতে পাবেন যে বিগত বছরগুলোতে বাংলাদেশের ফরেক্স অবস্থা খুব একটা ভালো ছিল না । কিন্ত বর্তমানে ফরেক্স এর অবস্থা অনেক বেশি পরিমানে অগ্রগতি সম্পন্ন । আমি মনে করি যে ভাল প্রচার প্রসার থাকলে অল্প কদিনেই দেশে অনেক বেশি ফরেক্স এর প্রসার ও ব্যাপকতা বৃদ্ধি পাবে ।
-
যথাযথ প্রচারনার অভাবে যদিও বাংলাদেশে ফরেক্স এখনো তেমন জনপ্রিয় হয়নি, তবে খুব দ্রুত এইদেশের বেকার সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাতে ভাল ট্রেডার হতে পারি তার জন্য আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হয় ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি যা দিয়ে আমাদের দেশ অনেক উন্নতি হবে।তাই আমি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে সুনাম অর্জন করতে চাই।
-
ফরেক্স বাংলাদেশে সবে মাত্র এসলো। আমাদের দেশে এই ফরেক্স মার্কেট এখনো প্রচার হয় নি ও ফরেক্স মার্কেট কী তাও ভাল করে জানে না নতুনরা। আমাদের এই বাংলাদেশে এমন একদিন আসবে যে ফরেক্স বাংলাদেশ হয়ে যাবে।