-
আমার মনে হয় না প্রথম ট্রেডের অভিজ্ঞতা কেউ কখনো ভুলতে পারে। এখনো মনে আছে প্রথম ডিপোজিট ছিল ২০ ডলার। এবং প্রথম ট্রেড করেছিলাম .১০ সেন্ট। প্রথম ট্রেড ওপেন করার পরে সারারাত ঘুমাতে পারিনি। সারারাত কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম হতে উঠে দেখি ৪.৩০ ডলার লাভ। উঠেই সাথে সাথে ট্রেড ক্লোজ করে দেই। অবশ্য সে ডিপোজিট বেশি দিন ধরে রাখতে পারিনি। খুব তাড়াতাড়িই লস করে ফেলি।
-
আমি প্রথম ট্রেড বলতে আমি তো ট্রেড করিনি। আমি ফরেক্সে নতুন আমি ডেমোতে ট্রেড করি। আমি প্রথম পোস্ট করি এবং যা বোনাস ডলার পায় তা দিয়ে এক বড় ভাইকে দিয়ে ট্রেড করিয়ে ৫ ডলার প্রফিট করি। তিনি যখন আমাকে প্রফিট এর টাকা আমাকে দিয়েছিল আমার খুব ভাল লাগছিলো।
-
আমি অনেক দিন ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করি আমার মনে আসে আমি আমার প্রতম ট্রেড এ ১০.৩০ ডলার লাভ করে ছিলাম । অনেক বুজে আমি আমার প্রতম ট্রেড করে ছিলাম ট্রেড ওপেন করার পর ট্রেড যখন লস এ জাসচিল তখন অনেক ভয়ে এ সিলাম।
-
প্রথম ট্রেড সর্বদা রোমাঞ্চকর । মনে অনেকটা অজানা ভয় এবং এক ধরনের চাপা উত্তেজনা কাজ করে । আমার প্রথম ট্রেডটা খুব সুখকর ছিল না কেননা আমি বুঝে শুনে ট্রেড দিই নি যার কারণে আমি এটার জন্য অনেক বেশি পরিমাণে দুর্ভোগে পড়েছি এবং একাউন্ট জিরো করেছি যেহেতু দক্ষতা এবং বিনিয়োগ উভয়ে ছিল অনেক কম । তবে বর্তমানে ডেমোকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি ।
-
আমি যখন প্রথম ট্রেড করি তখন আমার সথিক মনে নেই তবে মনে হয় আমি লস করেছিলাম | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি অভিগতা ছারা আয় করা অসম্ভব | ফরেক্স থেকে আপনি যদি লস করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারেন ফরেক্স আপনাকে ফরেক্স এর অভিগতাই আপনাকে আয় দিবে আমি মনে করি |
-
আমার রিয়েল একাউন্ট এ প্রথম 50 ডলার দিয়ে প্রথমে ইনভেস্ট করেছিলাম। আমি 13 ডলার লাভ করেছিলাম। আর এখন আমার লাভ হচ্ছে না। যেই ট্টেড করি অমনি তা লসের দিকে যায়। আর এর জন্যই অনেকটা দেরি হচ্ছে লাভ হতে।
-
ভাই আমি প্রথম রিয়েল একাউন্টএ ট্রেড করে ৯ ডলার লস করি।আমি আজ ৪ মাস ধরে লস করছি তারপরও আমি হতাশ হয়নি।কারন ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে পারলে অনেক আয় করা সম্ভব।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি গত এক বছর ধরে আমার ফরেক্স বিজনেস এর উপর কাজ করছি আর আমি মনে করি এখন ও আমার অনেক কিছু বাকি আছে শিক্ষার তাই আমি এখন ও আমার ট্রেড করছি আর আমি মনে করি এইটা আনার জন্য অনেক ভাল একটা রাস্তা ফরেক্স এ অবিজ্ঞতা অর্জন করার জন্য আর আমি ফরেক্স কে অনেক ভালবাই তাই এখন ফরেক্স করি।
-
আমি যখন প্রথম ট্রেড করি তখন আমি ফরেক্স থেকে লস করি তবে এখন আর ফরেক্স থেকে লস করি না ফরেক্স এ লস করতে করতে আমি অনেক বেশি লস করছি | ফরেক্স মাকেট থেকে আমি আমার দক্ষতা দিয়ে আয় করছি ফরেক্স মাকেটে থাকব আর ফরেক্স মাকেট করব |
-
আমি প্রথম ট্রেডেই বড়মাপের একটি লস খেয়েছিলাম প্রায় ১০ ডলার। যদিও যার কাছে থেকে শিখেছিলাম সেই বলেছিলো লস খেলেই নাকি বেশি ভালো শিখতে পারবো কারন প্রথম ট্রেডেই লাভবান হলে বিষয়টাকে অনেক সহজ মনে হতে শুরু করবে যা কখনই উচিত না।