-
আমি মনে করি ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে ফনেক দক্ষ হতে হবে কারন এই খানে অান্তর্জাতিক মানের বড় বড় গেমলারেরা রয়েছে। আপনাকে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে তাহলে আপনি এই মার্কেটে ভাল ট্রেডার হতে পারবেন।কেননা কেউ পূর্ণাঙ্গ দক্ষ ট্রেডার হয়ে ফরেক্স মার্কেটে আসে না , সবাই নতুন এসে লস করতে করতে একসময় গিয়ে অনেক লাভ করে । অার ফরেক্স অবশ্যই একটা লাভজনক ব্যবসা যদি আপনি সেই ব্যবসা থেকে লাভ বের করতে পারেন ।
-
যদি ফরেক্স সম্পরকে ভাল বুজতে পারেন তাহলে ভাল করতে পারবেন । ফরেক্স এ জারা কাজ করতে আশে তারা লাভের জন্য আশে তবে সব কিসু তে তো লাভ লস ,হার জিত থাকবে । বুজে টেড করলে অবশই লাভ হবে। ফরেক্স একটি ব্যবসা বলেই এখানে লাভ এবং লস দুটির অস্তিত্ব পাওয়া যায়।এখানে যার নিয়ম মেনে দক্ষতার সাথে ট্রেড করে তার লাভ করে আর যারা এর ব্যতিক্রম কিছু করে তারা লসের ভাগিদার হয়। এক কথায় এখানে লভ না লস করবেন এটা নির্ভর করে আপনার উপর।
-
প্রতিটি মানুষই ব্যবসায় পরিচালনা করে লাভের জন্য লসের জন্য কেউ ব্যবসায় পরিচালনা করে না। তাই ফরেক্স ব্যবসাও অবশ্যই লাভের জন্য করা হয়, লসের জন্য করা হয় না। লস হওয়ার জন্য ট্রেডার নিজেই দায়ী। নিজের কিছু ভুলের জন্য তিনি লস করে থাকেন। লাভ করার জন্য দক্ষ ফরেক্স ব্যবসায়ীদের গাইড লাইন অনুসরণ করা উচিত।
-
ফরেক্স থেকে আপনি লাভ করবেন না লস করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে। ইতিপূর্বে অনেকে বলেছেন আপনি যদি ফরেক্স থেকে অভিজ্ঞতা গ্রহণ করেন তাহলে প্রফিট বা আয় করতে পারবেন। আর যদি অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন না করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে কোন ভাবে ফরেস্ট থেকে আপনি আয় করতে পারবেন না বরং লস হবে। তাই সিদ্ধান্ত আপনার আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করবেন না লস করবেন।
-
প্রতিটি বিজনেসের ক্ষেত্রে লাভ লস থাকে আর ফরেক্স বিজনেস ও এমন লাভ লস আছে।ফরেক্স মার্কেট অনেক ট্রেডার আছে লস মেনে নিতে চায় না তবে এটাই ঠিক আমার মতে প্রতিটি ট্রেডার এর উচিত আগে ফরেক্স, বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।আর বিজনেস মানেই লাভ লসের খেলা।এখানে লাভ লস থাকবেই।তার মধ্যেই টিকে থাকতে হবে
-
এই ফরেক্সে লাভ এবং লস দুটোই আছে এই ফরেক্সের ব্যবসাই লসের কারন হচ্ছে আপনার ভেতরে অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব আপনি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেননি আর ফরেক্সে লাভ করতে হলে আপনাকে বেশি বেশি করে ফরেক্স সম্বন্ধে জানতে হবে। কেননা যে ব্যক্তি যত বেশী দক্ষবান সে তত বেশী সফলবান । সুতরাং আমরা সর্বদা দক্ষতাবান হওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন। আপনি যদি সঠিকভাবে এই মার্কেটের বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন এমনকি ট্রেডিং কৌশল ও টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে দক্ষ হতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে বেশির সময় লাভই করতে পারবেন। আর এজন্য আপনাকে নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ ও নিউজ পড়ে *বুঝে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে হবে।ফরেক্স খেলনার কোন বস্তু নয় সুতারাং লাভ লস হবে স্বাবাভিক তাই ফরেক্সে শুধুই লসই হবে এটা কোন কথা নয়, ফরেক্সে মার্কেট বুঝতে পারলে সহজেও লাভ করা যায়।
-
ফরেক্স এ লাভ লস নিরভর করবে আপনার ওপর। আপনে যদি ফরেক্স সম্পরকে ভাল বুজতে পারেন তাহলে ভাল করতে পারবেন । যদি সঠিক ভাবে ট্রেড করতে না পারেন বা নিজের ইচ্ছা অনুজায়ী ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই লস করবেন। তাই ফরেক্স এ আপনাকে সম্পূর্ন ভাবে দক্ষ হতে হবে ।
-
উত্থান পতন থাকবেই। এটি একটি স্বভাবিক ব্যাপার। ব্যাবসা করতে গেলে যেমন লাভ লস দুটোই থাকে ঠিক তেমন ফরেক্স ট্রেডিং এও আছ। তবে এখানে দেখা যায় অধিকাংশ লোকি লস করে এর কারন একটাই সেটা হলো বুঝেশুনে ট্রেডিং না করা। ফরেক্স ট্রেডিং সম্পর্কে না জেনেই ট্রেড শুরু করে ব্যবসায় লাভ লস থাকবেই তবে যদি এমন হয় আপনি প্রতিনিয়তই লস করে যাচ্ছেন তবে বুঝতে হবে আপনার এনালাইসিস এ ঘাটতি আছে তাই আরও ভালভাবে এনালাইসিসগুলো শিখুন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শও নিতে পারেন
-
ফরেক্স কি লাভের জন্য নাকি লসের জন্য?
ফরেক্স মার্কেটেতো সবাই লাভের জন্যই আসে । তবে এখানে বেশির ভাগ লোকই লস করে । লসতো আর কেউ ইচ্ছা করে করতে চাইনা । নিশ্চই আপনিও চান না । আর অামি তো চাই ই না । কিন্তু আপনাকে লাভ করতে হলে অত্যান্ত দক্ষ ট্রেডার হতে হবে । আর এই জন্য নিয়মিত ফরেক্স নিয়ে পড়াশুনা করতে হবে ।