-
অনেক অর্থ থাকলে আমবা ফরেক্স সম্পর্কে ভালো ভাবে যানতে পারি। কারন ফরেক্স কাজ করতে গেলে আমাদের কিছু ধারনা লাগবে। ধারনা পেতে হলে আমাদের কাজ করতে হবে প্রথমে জদি লছ হয় তবে তা থেকে আমরা শিখতে পারি শিখে গেলে আমরা এখান থেকে সফল হতে পারি।তাই অধিক মুনাফা ফরেক্সেটিকে থাকতে সাহায্য করে।
-
হ্যা ভাই, ফরেক্স এ বড় মূলধন টিকে থাকতে সহায়তা করে থাকে। ফরেক্স মার্কেট এ যার বড় মূলধন আসে সে ফরেক্স এ টিকে থাকবে যদি সে ফরেক্স এ ঠিকঠাক নিয়ম করে ফরেক্স করে। ফরেক্স এ খুব কম লটে এ ট্টেড করে এবং ফরেক্স এ সঠিক মত করে করে তাহলে তার মূলধন টিকে থাকবে। কারন বেশী লটে ট্টেড করলে এবং অনিয়ম ভাবে যারা ট্টেড করে তাদের মূলধন কমতে বেশী একটা সময় লাগে না। তারাতারি তা কমে যায় এবং ফরেক্স এর একাউন্ট জিরো হয়ে যায়।
-
আসলে বড় মূলধন আমাদের মনে একটা সাহস য়োগায়। বড় মূলধন হলে আমরা ট্রড করে সাহস পাই। আর ফরেক্স ট্রড করা আগে আমরা যদি মানিম্যানেজম্যান্টের দিকে না তাকাই তাহরে আমাদের ফরেক্স অনেক ক্ষতি হতে পারে।
-
যেকোনো ব্যবসাতেই সবথেকে বড় সম্পদ হলো মুলধন।তাছাড়াবড় ধরনের মূলধন আপনাকে ফরেক্স এ টিকে থাকতে তখনিই সাহায্য করবে যখন আপনি ডেমো ট্রেডিং এর মাধ্যমে দ্রুত নিজেকে মার্কেট সর্ম্পকে অজ্ঞ করে তুলতে পারেবেন। তবে নুতনদের জন্য অবশ্যই বড় ধরনের ইনভেস্ট থেতে বিরত থাকা উচিত।
-
আমি মনে করি না যে বড় মূলধন দিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই তাকে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্যন করতে হবে এবং বেশি বেশি এনালাইসিস করতে হবে । তবে বড় মূলধন তখনি সাহায্য করবে যখন সে মার্কেট ভাল করে বুঝবে । সব মিলিয়ে বলা যায় যে বড় মূলধন থাকার পশাপাশি নিজেকে মানুষিক ভাবে প্রস্তুত করতে হবে এবং জ্ঞান থাকতে হবে । তহাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাোয়া যাবে ।
-
আমি মনে করি ফরেক্স বিজনেসে বড় ধরনের মূলধন আপনাকে ফরেক্সে টিকে থাকতে সাহায্য করে।কারন আপনি ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে দ্রুত নিজেকে ফরেক্স মার্কেট সর্ম্পকে অভিজ্ঞ তুলবেন।তখন আপনি লস করলে ও আবার ট্রেড করে লাভ করতে পারবেন আর যদি আপনার মুলদন কম থাকে তাহলে লস করে ফেললে তখন আপনার মুলদন থাকবে না।আর আমি মনে করি বড় মুলদন থাকলে আপনি রিক্স নিয়ে ও ট্রেড করতে পারবেন
-
বড় মূলধন কখনোই অাপনাকে টিকিয়ে রাখতে পারে না । কারণ যার যত এ্যাকাউন্ট বড় সে তত বেশী লোভী । অতএব বেশী লোভ অামরা কখনোই করব না । অামরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা টিকে থাকতে পারব । কেহই দক্ষতাহীন কাজ করবেন না ।
-
বড় একাউনট এ ট্রেড করলে একাউন্ট এ সহজে লসে পরিনত হয় না। ফরেক্স এ অল্প মূলধন দিয়েও ভাল কিছু করা যায়। কিন্তু ফরেক্স এ বড় মূলধন দিয়ে বেশি প্রফিট করা সম্ভব। আর প্রফিট ধরে রাখার জন্য বড় মূলধন অব্যশই প্রয়োজন আছে।
-
আমার মতে ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে থাকতে পারবেন না।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে বড় মূলধনী হোক আর ছেট মূলধন হোক সেটা কোন বিষয় না। কারণ আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ না হন তাহলে আপনার ছোট বড় মূলধন এখানে টিকিয়ে রাখতে পারবে না। যেহেতু এটা আন্তর্জাতিক মানের মার্কেট এখানে ঝুকিটাই বেশি। তাই আমি মনে করি আপনার দক্ষতার উপরি নির্ভর করে ফরেক্স মার্কেটে কিভাবে টিকে থাকতে পারবেন।