অনেক ট্রেডার বেশি সময় দিয়ে ট্রেড করতে পারে না । কারন তারা বারে বারে ট্রেড দেখতে থাকে এবং তারা সিদ্ধান্ত নিতে পারে না ট্রেডটি কন্টিনিউ করবে না করবে না । এর জন্য তারা অনেক সময় তাদের লসে থাকা ট্রেডটিও অফ করে দেয়। এভাবে করতে করতে তাদের ট্রেডিং এর উপর একপ্রকার অনীহা সৃষ্টি হয়।