-
এটি আসলে কিছু প্রতারক চক্রের কাজ। যারা সাধারনত অল্প পরিমাণ ফরেক্স জানে কিন্তু লাভ করতে পারে না তারাই এসব প্রতারক চক্রে নাম লেখায়। অন্নদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। কথায় বলে অল্প বিদ্যায় ভয়ঙ্করী। সেইরকমই হয়েছে এদের অবস্থা। আর এইসব মানুষ থেকে সবাই দূরে থাকবেন।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব এটা যাম্ন সবাই জানে , তেমনি এটা সবাই জানে ফরেক্স মার্কেট একটা রিস্ক জায়গা । এখান থেকে আয় করা অনেক সহজ আবার অনেক কঠিন । আর একটি কথা ফরেক্স বিজনেস েথকে আয় করতে হলে আপনাকে লোভ পরিহার কতে হবে , লোভ নিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব না । আপনি মার্কেট নিয়ে ভাবেন মার্কেট আপনাকে আয় করা সিখাবে ।
-
এরকম প্রতারণার শিকার আমিও হয়েছি । কেননা লোভনীয় প্রচার দেখিয়ে এবং কোটি টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করা হয় । আর যে কোন কাজেরই ভাল খারাপ উভয় দিক আছে । ফরেক্সের *কিছূ অসাধু লোক নান পন্থায় মানুষকে ঠকাচ্ছে ফরেক্সকে ব্যবহার করে । এতে করে ফরেক্স সম্পর্কে মানুষের মনে নেতিবাচক চিন্তা চলে আসে ।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে কত আয় করা যাবে এর উত্তর আপনি নিজেই । ফরেক্স মার্কেট থেকে আয় করার কোন নির্দিষ্ট সীমা নাই । এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনা করতে হবে । মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট আপনি যত তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এর সুফল পাবেন । তবে এটিও মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে আয়ের পাশাপাশি লসও রয়েছে । তাই আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে । ধন্যবাদ ।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে লাভ করা যাবে না।
-
ফরেক্সে অনেক বেশি টাকা আয় করা সম্ভব । তবে নিজেকে সেভাবে প্রস্তত করতে হবে তার পরে আয় । তা না হলে লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে লাভতো দুরের কথা ।
-
ফরেক্স সম্ভন্ধে সকলকে উতসাহ দেয়া উচিত । নিরুত সাহিত করা উচিত নয় আবার বেশি লোভ দেখানোও উচিত নয় । এখানে ভাল্পভাবে না শিখলে লস হবার ভয় আছে সেটাও জানাতে হবে ।
-
আমি বলবো ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি। এখান থেকে যারা বর্তমান লাভবান হচ্ছে তারা কিন্তু অনেকদিন ধরে ফরেক্স এর সাথে লেগে ছিল বলে তাদের এতটুকু আসা সম্ভব হয়েছে। কিন্তু এখান থেকে তাড়াতাড়ি যারা লাভ করতে চেয়েছে তারা কিন্তু লুজার হয়েছে।
-
ফরেক্সে সবাই আসে মুলত আয় করার জন্য। এখানে কেউ সফল হয় আবার ব্যার্থ হয় এর মুল কারন হল এটা একটা ব্যাবসা। ব্যাবসায় লাভ এবং লস থাকবেই। ফরেক্সে একজন ভাল ট্রেডার না হতে পারলে আয় করা খুব কঠিন। একজন ভাল ট্রেডারই পারে ফরেক্স থেকে নিয়মিত আয় করতে, আমি তাই মনে করি।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক আয় করতে পারি তার জন্য আমাদের ফরেক্স মার্কেটের ট্রেডিং করে প্রফিট করার কলাকৌশল ভাল ভাবে শিখে নিতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারি ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে পারলে ভাল আয় হবে। তবে আমাদের মার্কেটে টিকে থাকতে হবে।