-
ফরেক্স এ আমি রোজ ই সময় দিই। আমি যখন বেশী ফ্রি থাকি তখন আমি ফরেক্স এ বেশী সময় দিয়ে থাকি। আর আমার প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে থাকি। আমি দিনে বাহিরে কাজ কর্ম সেরে রাতে বেশী সময় দিয়ে থাকি। ফরেক্স এ যত বেশী সময় দেওয়া যাবে তত বেশী জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যাবে। তাই আমি ফরেক্স এ বেশী সময় দিয়ে থাকি এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করছি। ধন্যবাদ।
-
আমি ফরেক্সে প্রতিদিন পর্যাপ্ত সময় দিতে পারি না । যার কারন হল আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে আমাদের নিজেকে গড়ে তোলার কোন বিকল্প নেই । কোনও ব্যবসায়ীর মূল বুনিয়াদ হল জ্ঞান ফরেক্স একটি খুব ভাল ব্যবসা তবে কেবল যাদের সঠিক জ্ঞান এবং অভিজ্ঞ ট্রেডার রয়েছে তাদের পক্ষে এটি অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত।
-
আমি যেহেতু ফুলটাইম ফরেক্সে দেওয়ার চেষ্টা করছি সেহেতু বলা যায় প্রয়োজনীয় কাজ ছাড়া সব সময় ফরেক্সে আছি। সব সময় যে ট্রেড করছি তা ঠিক নয়, অন্যান্য কাজ করার পাশাপাশি ল্যাপটপে মাঝে মাঝেই চেক করি,ট্রেড ক্লোজ করি এবং নতুন এ্যান্ট্রি দিই। এভাবে চলতে থাকে ফরেক্স বিজনেস। এজন্য বলা কঠিন ফরেক্সে কত সময় দেয়া হয়। অবশ্য গড়ে ৫-৬ঘন্টা বলা যায়। ফরেক্স সম্পর্কে যত জানতেছি তত শিখতেছি। শেখার পাশাপাশি অভিজ্ঞতা-দক্ষতা ও বাড়ানোর চেষ্টা করছি।
-
আমি ফরেক্স এ বেশি সময় দিতে পারি না কারন আমি একটা জব করি তার পাশাপাশি ফরেক্স করি। তবে আমার চিন্তা ফরেক্সএ আমি যেহেতু নতুন তাই এটা আয়ত্ত করতে আমদের কিছুটা কষ্ট হলেও আমাদের মঙ্গলের জন্য সে কষ্ট স্বিকার করতেই হবে।
-
আসলে আমার ফরেক্সে সময় দেয়ার ব্যপার টা ঠিক নির্দিষ্ট নয়। একেক দিন এখানে একেক রকম সময় দেয়া হয়। কোনোদিন হয়তো বেশি সময় দেই আবার কোন দিন হয়তো একটু কম সময় দেই। কোনো ঠিক ঠিকানা নেই। আসলে স্টুডেন্ট তো তাই প্রতিদিন সমান্ সময় দেয়া হয় না।
-
ফরেক্সে সময় দেওয়ার কোন নির্দিষ্ট সময় নেই। কাজের ফাঁকে একটু একটু সময় দিয়ে থাকি। অল্প সময়ের জন্য মার্কেটে ঢুকে মার্কেট এনালাইসিস করে বের হয়ে যাই। ট্রেড করার পূর্বে মার্কেটে ঐ দিন একটু বেশিই সময় দিয়ে থাকি। ট্রেড করা হয়ে গেলে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে বের হয়ে যাই। তখন আমাকে আর খুব বেশি ভাবতেও হয়না। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 4/5 ঘন্টা সময়ই যথেষ্ট।
-
ফরেক্স এ আমি প্রায় ২ বছর হল জয়েন করেছি। এর মধ্যে আমি প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে থাকি। যখন আমি অনেক ফ্রি থাকি তখন আমি ৬ থেকে ৭ ঘন্টা ও সময় দিয়ে থাকি। একটি কথা জানা থাকা দরকার যে ফরেক্স এ যে যত বেশী সময় দিবে সে তত বেশী ফরেক্স এ উন্নত। তাই বেশী বেশী করে সময় দিয়ে ফরেক্স করুন ফরেক্স ভাল শিখতে পারবেন। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট নিয়ে আমি অনেক দিন থেকে ট্রেডিং করার পাশাপাশি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সাথে সাথে ফরেক্স মার্কেটে প্রায় ৪ থেকে ৩ ঘন্টা সময় ব্যয় করে আসছি ফরেক্স মার্কেটের ভাল ট্রেডার হতে চাইলে আমাদের ফরেক্স মার্কেটে আমাদের অবসর সময় ব্যয় করে কিছু অর্থ উপার্জন করতে পারি। আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় ফরেক্সে দেয়া ও নিয়মিত বাংলাদেশ ফরেক্স ফোরামে সময় দেয়া । এই সময়টা আমাদের মুনাফা বা ডলার রূপে ধরা দিবে যখন আমরা শিখতে ও জানতে পারবো ও সবসময় সব খুজঁখবর থাকবে আমাদের মাথায় ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের শনি ও রবি বার ছাড়া বাকি পাচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আমরা আমাদের সুবিধা মতন সময় বের করে যখন ইচ্ছা তখন নিজের ইচ্ছামতন সময়ে এই মার্কেটে ট্রেডিং করতে পারি। এটা এই মার্কেটের সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটি। যখনই অবসর পাই তখনই ফরেক্স করি। আমার ইচ্ছে ফরেক্স কে আমার ফুল টাইম পেশা হিসেবে নেয়ার। তাই ফরেক্স নিয়েই বেশি এ্যানালাইসিস করে থাকি।
-
ফরেক্স এ কত সময় লাগেব তা আপনি ভালো বুজবেন। অনেকেই আছেন যারা ১০ ১৫ মিনিট এনালাসিস করে ট্রেড করে। যা অনেক ফলপ্রসু। আবার অনেকেই আছে যারা ঘন্টা খানেক সময় এনালাইসিস করে। ফরেক্স এ কত সময় লাগবে তা নির্ভর করবে আপনার ফরেক্স জ্ঞান ও অভিজ্ঞতার উপর।