-
আমার বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি কোনও লাভ করতে পারেন তবে আমার মনে হয় আপনার প্রতিটি লাভের জন্য একটি দুর্দান্ত ব্যবসা করা উচিত you আপনার যদি লাভ হয় তবে আপনার লাভও ভাগ করে নেওয়া উচিত। এবং যদি আপনি আঘাত পান তবে আপনার ক্ষতিটি আমাদের সাথে ভাগ করে নেওয়া উচিত we আপনার পরিবার তুরস্ককে ভয় পান যাতে এমনটি চালিয়ে যান
-
যাইহোক, একটি নির্দিষ্ট কিছু বিবেচনা করুন, যদি লক্ষণগুলি আসলে ক্রমাগত দুর্দান্ত হত, সাইন সরবরাহকারীরা কী কারণে তাদের বিক্রি করছে? নিজেকে বিনিময় করে তিনি বিল গেটস হয়ে উঠতে পারেন। এইভাবে, কারও সাথে টিউন করে বা গ্রাফটিতে জাঁকজমক নিয়ে বিনিময় করবেন না। আপনি যা বুঝতে পেরেছেন তার সাথে বিনিময় করার চেষ্টা করুন। অতিরিক্ত খুঁজে বের করার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞাসা করুন,
-
আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে । তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয় । ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সম্পর্কে চুল পরিমান ভুল করা যাবেনা তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারব ৯৫% ট্রেডার লসের সম্মুক্ষিন হয় এই কথাটার সাথে আমি সম্পুর্ন একমত হতে পারলাম না আমি বলবো যারা সম্পুর্ন ফরেক্স না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করে মূলত তারাই লসের সম্মুক্ষিন হয় তবে একথা ঠিক যে এটা বেশিভাগ বিগেনার ট্রেডারদের মাঝেই লক্ষ করা যায় ।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়
-
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।
-
ফরেক্সে লসের কিছু কারণ রয়েছে। যে কারণগুলো হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে বেশি বেশি ট্রেড করে থাকে। যার ফলে লস হয়। এছাড়া ট্রেড করার সময় অনেকেই ধৈর্য্য হারা হয়ে পড়ে এবং বেশি বেশি ট্রেড করে। যার কারণে বেশিরভাগ লোকেই ফরেক্স মার্কেটে এসে লস বহন করে। পরে ফরেক্স মার্কেটকে দোষারোপ করে।এই জন্য ফরেক্স মার্কেটে কাজ করতে হলে এসব থেকে এড়িয়ে চলতে হবে ।
-
মানিমেনেজমান্ট না করা। ভুল এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। ভলিউম বাড়িয়ে ট্রেড করা। এনালাইসিস ভালো করে না করা। লোভ করে ট্রেড নেওয়া। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা। ট্রেড করার সময়ে টিপি আর স্টোপ লস ইউজ না করা। অন্যর সিগনালের উপরে নির্ভর করা।
-
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে।হ্যাঁ ভাই সব বিজনেস এ লাব লস উভইটি রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।যেমন-ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করতে হবে,বুজে শুনে ট্রেড করতে হবে,বেশি বেশি ট্রেড করা জাবেনা,লোব করা জাবেনা।
-
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।