-
স্টপ লস ট্রেডিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবার পক্ষে সবসময় মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব হয় না যে কারণে স্টপ লস ব্যবহার করা একান্ত জরুরি। মার্কেট এ অনেক সময় ঝড় আসে যার ফলে বিশাল ক্ষতির মুখে পরতে হয় এই ক্ষতির হাত থেকে বাঁচতে স্টপ লস ব্যবহার করা হয়। একাউন্ট কে সেভ রাখতে স্টপ লসের গুরুত্ব অপরিসীম।
-
স্টপ লস হল ফরেক্স ট্রেডিং এর সেই সিস্টেম যার মাধ্যমে আপনি একটি ট্রেড থেকে লসের পরিমাণকে নির্দিষ্ট মানে সেট করে দিতে পারেন। অর্থাৎ একটি ট্রেডে আপনি কি পরিমাণ রিক্স নিতে চান বা কি পরিমান লস হলে ট্রেড টি অটোমেটিক্যালি ক্লোজ হবে তা স্টপ লস এর মাধ্যমে সেট করে দিতে পারবেন। মার্কেট যখন সেই নির্দিষ্ট প্রাইসে পৌঁছাবে তখন ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এতে বাড়তি বা অতিরিক্ত লস এর হাত থেকে আপনার ট্রেডিং একাউন্ট রক্ষা পাবে। যেমন আপনি যদি gbp/usd তে একটি ট্রেড 2800 তে সেলে ওপেন করেন এবং স্টপ লস যদি 2850 এ সেট করেন তাহলে মার্কেট যদি কখনো 2850 এ পৌঁছায় তাহলে ট্রেডটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আমরা অনেক সময় ট্রেডে স্টপ লস ব্যবহার করিনা যার কারণে আমাদের অতিরিক্ত লস হয়ে যায়। সে ক্ষেত্রে আমরা যদি ট্রেডে স্টপ লস ব্যবহার করতাম তাহলে আমাদের লস অনেক কম হতো।
-
স্টপ লস চালু থাকলে জিরো ব্যালেন্স এর হাত হতে রক্ষা পাওয়া যায় । মানুষ মাত্রয় কিছু না কিছু ভুল করে থাকে আর এই ভুলে চরম লস যেন না হয় সে জন্য স্টপ লস চালু করা হয়ে থাকে । তাই আমি বলব সকলের একাউন্ট সুরক্ষিত রাখতে স্টপ লস চালু রাখা উচিত ।
-
স্টপ লস ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি একাউন্ট যখন অল্প পরিমাণে এর ডিপোজিট করে তাদের ট্রেনিং করা হয় তখন সে একাউন্ট এর সকল টাকা লস হতে হতে শেষ হয়ে যেতে পারে এবং সব সময় তো সম্ভব নয় বসে থাকা এর জন্য একটা সেট করে দে আপনি গুরুত্ব পারেন প্রয়োজনে যখন আপনার লাভ হবে তখন আপনি করতে পারেন আবার যখন অতিরিক্ত লস হয়ে যাবে সেইমাত্র আপনি লাগিয়ে নিতে পারেন যার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
-
স্টপ লস ফরেক্স মার্কেটে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্টপ লস চালু থাকলে মার্কেট আপনার ট্রেডের বিপরীত দিকে গেলেও বেশি লস হাওয়ার ঝুকি থাকে না। কারন ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে স্টপ লসের কারনে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে স্টপ লস দেওয়টা অনেক গুুরুুত্ব।কারণ আপনি ট্রেড ওপেন করেছেন কিন্তুু স্টপ লস না দিয়ে রাতে ঘুমিয়ে গেলেন।সকালে উঠে দেখলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে।তাই আমার মতে ট্রেড ওপেন করলেই স্টপ লস দেওয়া ভালো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সময় স্টপ লচ ব্যবহার করা খুবই ভালো । তাতে করে কোনো ট্রেড লচের সম্মুখীন হলে তা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অটোমেটিক ক্লোজ হয়ে যায় । তবে যে সকল ট্রেডারগণ ফরেক্স মার্কেটে বেশি সময় প্রদান করে তাদের জন্য স্টপ লচ ব্যবহার না করলে ও চলে । কারন তারা সবসময় মার্কেটের মুভমেন্ট লক্ষ্য করে থাকে এবং যদি কোনো ট্রেড লচের সম্মুখীন হয় তখন সেই ট্রেড সাথে সাথে ক্লোজ করে দিতে পারে,,,,, ধন্যবাদ ।
-
ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি স্টপলস ব্যাবহার করেন, তাহলে আপনার হইত লস হতে পারে। কিন্তু আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আমার মনে হয় সবার স্টপলস ব্যাবহার করা উচিৎ। আমি নিজেও স্টপ লস ব্যাবহার করি। কারণ আমি জানি এতে আমার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
-
একাউন্ট সুরক্ষিত রাখার জন্য স্টপ লস ব্যবহার অত্যান্ত গুরুত্বপূর্ণ। যেমন একটি ট্রেড এন্ট্রি দেওয়ার পর সেটি আপনার পক্ষেও যেতে পারে আবার বিপক্ষেও যেতে পারে, স্টপ লস দেওয়ার কারনে যদি বিপক্ষে যায় তাহলে আপনার একাউন্টএ যেখানে স্টপ লস দেওয়া আছে সেখানে ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর তাতে একাউন্ট নীল হয়ে যাওয়ার আশঙ্খা থাকেনা।
-
স্টপ লস হল এমন একটা ট্রেডিং সহায়ক টুলস যা আপনার নেওয়া ট্রেডের সাথে সেট করলে যদি কোন করনে মার্কেট বিপরীদ দিকে ঘুরে গেলেও আপনার ট্রেড সামান্ন লসে বন্ধ হয়ে যাবে এবং আপনার একাউন্ট বড় লস হতে বেচে যাবে।