-
আমি ফরেক্স মার্কেটে খুব অল্প দিন যাবত আছি এবং এরমধ্যে আমি দুই একজনকে ফরেক্স সম্পর্কে জানিয়েছি কিন্তু তাদের কারোরই ফরেক্স একাউন্ট করা নেই কারণ সেই সুযোগটা তারা পায়নি। তবে দুএকজন তাদের মধ্যে দুজন রিয়েল ট্রেড একাউন্ট ওপেন করেছে এবং ফরেক্স মার্কেটে তারা ট্রেড করছে একজন খুব ভাল প্রফিট করেছেন, কিন্তু আরেকজনের লসে অাছে।
-
আমার বন্ধুর কাছ থেকে শিখে পরবর্তীতে আমি আমার অন্য সকল বন্ধুদের বিষয়টি উপস্থাপন করি। আমি যখন নিজে কিছুটা সফলতা পাই তখন আমি আমার বেস কিছু বন্ধুকেও ফরেক্সে নিমন্ত্রন জানিয়েছি এবং তারাও এখন ফরেক্স সম্পর্কে উদ্বুদ্ধ হয়। আমি সবমময় তাদের সাহায্য করার চেষ্টা করি।
-
অনেক বেশি আগ্রহ ছিল । তারপর ডেমো প্রেক্টিস করতে দিলাম প্রথম ৩ সপ্তাহ খুব ভাল ট্রেড করেছিল । তারপর ৩-৪ মাস পরে ইনভেস্ট করতে বলেছিলাম । আমার কথা না শুনে ১০০ ডলার ইনভেস্ট করে এবং প্রায় ৪৫০ ডলার লাভ করে । পরবরতিতে সব লস করে ০.০০ করে ফেলে। তিনি আমাকে ফরেক্স মার্কেটের প্রাথমিক ধাপগুলো খুব ভাল করেই শিখিয়েছেন। তার কাছ থেকে প্রাথমিক ধারনা নেওয়ার পর বাকি সবকিছু আমি একা একা ডেমো ট্রেড করে শিখেছি।
-
ফরেক্স এ শেখার কোন শেষ নেই।আপনি যত ফরেক্স বিষয়ে অনুশীলন করবেন আপনি তত ফরেক্স শিখতে পারবেন।নতুন নতুন জিনিষ শিখতে পারবেন।আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার।আমি এখনো ফরেক্স শিখে উঠতে পারিনি।ডেমোতে মোটামুটি ট্রেডিং প্র্যাকটিস করছি। ফোরামের সাথে এবং ফরেক্সের সাথে যুক্ত আছি।কিছুটা সফলতা পাওয়ার পর আমি আমার কিছু বন্ধুকেও ফরেক্সে নিমন্ত্রন জানিয়েছি এবং তারাও এখন ফরেক্সে আছে এবং আমি সবমময় তাদের সাহায্য করার চেষ্টা করি।
-
দুই বছর যাবত ফরেক্স ট্রেডিং করে আসছি । আমি সর্ব প্রথম আমার বন্ধুর কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি । এবং আমি তার কাছ থেকে ফরেক্স ট্রেডিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করি । সে আমাকে ফরেক্স শেখার জন্য কিছু বই দেই আমি সেই বই দেখে ফরেক্স ট্রেডিং অনুশীলন করে দেই । তার পর আমি তার কাছ থেকে ফরেক্স ট্রেডিং ভালো করে বুঝাই নেয়ার চেষ্টা করি । ঠিক এই ভাবেই আমার এক বন্ধু আমার কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারে । আমি তাকে ফরেক্স শেখার জন্য কিছু বই দেই সে এখন তা দেখে অনুশীলন করছে এবং আমি যা জানি তাকে সব শেখানোর চেষ্টা করি ।আসলে এই সব কাউকে না শিখানোই উত্তম কেননা এখানে লাভ লস দুটোরই অপশন আছে কিন্তু আমাদের লোকজন খালি লাভ খুজে। লস হলে আপনাকে দুষবে। যাই হোক গত কয়েকদিন আগে এক ছেলে আমাকে নক করে যে ভাই কোন কাজ আছে কিনা? আমি তাকে ফরেক্স সম্পর্কে পড়াশোনা করতে বলি। সে বলে ভাই ঈদের আগেই কি শুরু করা যায় ? আমি বললাম একটু ঘাটাঘাটি করে তার পরে যোগাযোগ করতে।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন সদস্য। আমি ফরেক্স মার্কেট সবে মাত্র কয়েক মাস হল ফরেক্স মার্কেটে জয়েন করেছি। আমি ফরেক্স মার্কেটে এখন যতটুকু পারি এতে আমি আমার এক বন্ধুকে উৎসাহ করে ফরেক্স করার কথা জানিয়েছি। আমার বন্ধু এখন আমার সাথে সময় দিয়ে যতটুকু পারছেন ফরেক্স শিখে যাচ্ছে। আমি আশা করব আমার বন্ধু ও আমি ভাল কিছু করব ফরেক্স মার্কেট থেকে ।
-
আমি এখনও নিজে ফরেক্স সিক্তেছি। আমি অনলাইনে এ গবেষণা করে । আজ এই প্ররজন্ত এশেছি। এবং অনলাইনে বিভিন্ন ওয়েবেনার ট্রেনিং এর মাদ্দমে ফরেক্স সিক্তেছি। সরাসরি কারও কাছ থেকে
ফরেক্স এর ট্রেইনিং করা হয়নাই। যারা নতুন, তারা ও অনলাইন এ ফরেক্স এর ওয়েবিনার করে অনেক কিছু সিকতে পারে। এবং অবশ্যই বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে এখনো সফলতা অর্জন করতে পারেনি তবুও ফরেক্স ট্রেডিং করার প্রতি অদম্য ইচ্ছা আকাঙ্ক্ষা আমার আছে । আর এই কারনেই লাভ-লস যাই হোক না কেন আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করি । বর্তমানে আমি আমার দুইটা বন্ধুকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে শেখাচ্ছি । আসলে আমরা কাউকে শেখাতে পারি তখন যখন আমরা নিজেরা ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে পারে । কারণ আমি নিজে সফল না হয় অন্যকে শেখাতে গেলে অনেক সমস্যা হয় । আমি মনে করি যারা ফরেক্স ট্রেডিং এ সফল তাদের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু ভিডিও আপলোড করা ইউটিউব এ ।আসলে কাউকে শিখানো সম্ভব কিনা জানি না তবে আমি কয়েকজনকে বলেছি এর সম্পর্কে যারা এখন মার্কেট এ ট্রেড করছে এবং বেশ ভাল অবস্থায় আছে। এর পিছনে আমার কত টুকু অবদান আমি জানি না। আমি কিছু পিডিএফ দিয়েছি আর সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, এটা তাদের কি উপকারে লেগেছে আমি জানি না।