-
ফরেক্স মার্কেটে কি ঝুকিপুর্ণ মার্কেট। এখানে যে কোন সময়ে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ হলো কোন ট্রেডার না বুঝে মার্কেট এনালাইসিস না করে ট্রেডে অংশগ্রহণ করা। ফরেক্স মার্কেটের দক্ষতা অর্জন না করে দেবে অংশগ্রহণ করে কোনভাবেই লাভবান হওয়া সম্ভব না। না বুঝে ট্রেডে অংশগ্রহণ করলে বরং লসের সম্ভাবনা আরও বেশি। ফরেক্স ট্রেডিংয়ে একাউন্ট জিরো যাতে না হয় সে দিকে একজন ট্রেডারের নজর রাখতে হবে। তাহলেই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে।,,,,ধন্যবাদ।
-
আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট না না কারনে জিরো হতে পারে তবে আমার দৃষ্টিতে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারন হল ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকা সত্ত্ব্ও ফরেক্সে ট্রেড করা আর আতিরিক্ত প্রফিট বা মুনফা লাভের লোভে ট্রেডিং জ্ঞানকে এবং মানিম্যানেজমেন্ট ে অগ্রাহ্য করে ফরেক্সে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যেকোনো সময় জিরো হয়ে যেতে পারে।
-
একাউন্ট জিরো হওয়ার বড় কারন হল বড় ভলিউমে ট্রেড করা আমরা না জেনে বড় ভলিউমে ট্রেড করি এরপর সামান্য মার্কেট আমাদের বিপরীতে গেলে একাউন্ট জিরো হয়ে যায় তাই আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
-
আমি যেটা মনে করি তা হল একাউন্ট জিরো হবার অন্যতম কারণ হল দুটি । প্রথমত আমরা যারা ট্রেড করি তারা যদি অদক্ষ ও অনভিজ্ঞ হয়ে থাকি তবে আমাদের অদক্ষতার কারণে একাউন্ট জিরো হতে পারে । আবার দ্বিতীয়ত যে কারণে হয় তা হল কোন সময় যদি মার্কেট বেশি প্রতিকূলে অবস্থান করে তখন অনেক বেশি পরিমাণে লস বহন করতে হয় ।
-
একাউন্ত জিরো বিভিন্ন কারনে হয়ে থাকে,একাউন্ট জিরো হবার সব থেকে বড় কারন হয়ছে,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করা এবং স্টপ লস এন্ট্রি এর সাথে না ব্যবহার করা,বেশিরভাগ ট্রেডার এর ব্যালেন্স জিরো হয়,স্টপ লস ব্যবহার না করার ফলে,আমি নিজেও অনেক বার আমার ব্যালেন্স জিরো করে ফেলছি আমার এন্ট্রি তে স্টপ লস ব্যবহার না করে,একাউন্ট জিরো হবার বড় কারন হয়ছে স্টপ লস ব্যবহার না করা।
-
আমার মনে হয় ব্যালেন্স জিরো হবার সবচেয়ে বড় কারণ হলো লোভ এবং ফরেক্স সম্পর্কে অজ্ঞতা। আমরা যদি নিজেদের লোভ বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি এবং ফরেক্স সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করতে পারি এবং তা বাস্তবে মেনে চলি তাহলে অবশ্যই ব্যালেন্স জিরো হবার কথা নয়।
-
রেকর্ড শূন্যের পিছনে উদ্দেশ্যটি ফরেক্স সম্পর্কে কম অজানা। আরও কি, অন্য ব্যাখ্যা আছে। উত্সাহ মানুষের ক্ষয়কে ডেকে আনে। ফরেক্সে অতৃপ্ত হতে আপনার নিজের ঝুঁকি নিয়ে আসতে চায়। ফরেক্স এক্সচেঞ্জিং হ'ল ফোরেক্স কাজের আশেপাশে আপনি লোভনীয় এবং কেন্দ্র হতে পারবেন না। আপনি অযত্নে বিনিময় ইভেন্টে, একদিন আপনি দেখতে পাবেন যে আপনার রেকর্ডটি শূন্য।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী। তবে লোভ আর অধৈর্য্য এই দুটি কারন সব থেকে বেশি দায়ী বলে আমি মনে করি।তাই একাউন্ট জিরো এর হাত থেকে বাঁচাতে হলে লোভকে পরিহার করে ধৈর্য্য ধরন করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ অ্যাকাউন্ট জিরো হওয়ার মূল কারণ হলো ফরেক্স ট্রেডিং সম্পর্কে অদক্ষতা ও লোভ এর কারণ । এখানে অনেক ট্রেডার আছেন যারা ফরেক্স মার্কেটে ভালোভাবে দক্ষ না হয় কাজ করা শুরু করেন এবং লোভের বশবর্তী হয়ে ট্রেড করা শুরু করে যার ফলে তাদের অ্যাকাউন্ট গুলো জিরো হয়ে যায় ।এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে তার মধ্যে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করা নিউজ বুঝতে না পারা মার্কেটের ট্রেনগুলো বুঝতে না পারা ইত্যাদিও অ্যাকাউন্ট জিরো হওয়ার কারণ হতে পারে ।
-
মানি ম্যানেজমেন্ট ও পজিশন সাইজিং করে ট্রেড করলে একাউন্ট কখনো জিরো হবেনা।মানি ম্যানেজমেন্ট এর বেস্ট নিয়ম হল প্রতি ট্রেড এ ২% রিস্ক নেয়া। আর ২% করে তিনটির বেশি রানিং ট্রেড দেওয়া উচিৎ নয়।