লোভ করে ট্রেড করবেনতো যেকোনো সময় আপনাকে মার্কেট থেকে বড় ধরনের লসের মধ্য দিয়ে বের হয়ে যেতে হতে পারে কারন লোভ আপনাকে সকল ট্রেডিং দক্ষতার উদ্ধে গিয়ে ট্রেড করতে উতসাহিত করবে যার ফলে লস হওয়ার সম্ভাবনা সুনিশ্চিত।আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷এজন্য লোভকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। ধন্যবাদ।