ফরেক্স মার্কেটে মাঝে মাঝে খুবই মনযোগী হতে হয় বিশেষ করে মার্কেটের যখন খুব উত্থান পতন হয়। এই সময় নিরিবিলি ট্রেড করতে না পারলে ট্রেডে সম্পূর্ণ মনযোগী হাওয়া যায় না। এই জন্য একটি অফিস নিয়ে নির্দিষ্ট সময় ধরে ট্রেড করাই উত্তম।
Printable View
ফরেক্স মার্কেটে মাঝে মাঝে খুবই মনযোগী হতে হয় বিশেষ করে মার্কেটের যখন খুব উত্থান পতন হয়। এই সময় নিরিবিলি ট্রেড করতে না পারলে ট্রেডে সম্পূর্ণ মনযোগী হাওয়া যায় না। এই জন্য একটি অফিস নিয়ে নির্দিষ্ট সময় ধরে ট্রেড করাই উত্তম।
আপনি পারিবারিক কারনে বা অন্য কোন কারনে যদি অস্ন্তুষ্ট বা উত্তেজিত থাকেন তবে সে সময়ে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে । কারন মন যদি ভালোনা থাকে আপনি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন না বা সামান্য ভুলে আপনি বিরাট ক্ষতির সম্মূখিন হতে পারেন । যদি আপনি ফরেক্স মার্কেটে কে পেশা হিসাবে বেছে নেন তাহলে আলাদা কোন বাসা বা অফিস নিয়ে ট্রেড করতে পারেন ।
ফরেক্স টেড করার সময় মাথা ঠান্ডা ও বাড়ি কোন চিন্তা নিয়ে টেড ওপেন করা ঠিক নয়।মাথায় বাড়তি টেনশন নিয়ে এনালাইসিস ভাল করা যায় না।তাই মাকেটএ যতটুকু সময় আমরা দিবো ততটুকু যে ফ্রেশ মাইডে দিতে পারি এ দিকে খেলায় রাখবো।
আপনি খুবই ভালো একটি কথা বলেছেন আসলেই ট্রেডিং করার জন্য একটি ভালো পরিবেশ দরকার যেখানে ভালো করে সময় দিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যাবে। কারন অন্য সবার মাঝে বসে ফুল মাইন্ড সেটআপ করা সম্ভব না যেটা নিরিবিলি করা সম্ভব।
ফরেক্স একটি বৈশ্বিক ব্যবসা। আমরা ঘরে বসে এতে যুক্ত হতে পারি। যদি আপনি এটিকে ফুল্টাইম বিজনেস হিসাবে নেন বা আপনার টিম থাকে তবে একটি অফিস করে নিলে ভাল।সে ক্ষেত্রে আপনার আলাদা করেই কোন রুমে যাওয়ার প্রয়োজন পড়ে না । মনে করুন আপনার বাসায় সমস্য হচ্ছে তবে আপনি ল্যাপটপ নিয়ে নদীর পাড়ে বসে বসেও ট্রেড করতে পারেন । কেননা আমরা জানি যে ফরেক্সে ট্রেডিং করে সফল হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে এই মার্কেটের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করতে হবে ।
ফরেক্স ট্রেড বাসায় বা এর জন্য অফিস দুটোতেই করা যায়। তবে বাবসা এমন এক জিনিস সুধু ফরেক্স ট্রেড নয় যে কোন বাবসায় বা অমনোযোগী হলে এক্তা সমস্যার সৃষ্টি হয় । আর ফরেক্স মার্কেট ত হল চলমান মার্কেট যেখানে ২৪ ঘণ্টা মার্কেট ওপেন থাকে তাই এখানে আরও একটু বেশি সময় দিতে হয়। নতুবা ফরেক্স ট্রেড এর জন্য রাতের বেলাকেই আমি উত্তম বলে মনে করি।
আপনার ধারনা টা একেবারে ঠিক ফরেক্স মার্কেট যখন বেশী উথান পতন হয় তখন মার্কেট থেকে মন অন্যদিকে দিলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে । তাই পরিবার থেকে আলাদা হয়ে কোন অফিস নিয়ে ট্রেড করতে পারলে অনেক ভাল । তবে যারা অল্প পুজি নিয়ে ট্রেড করেন তাদের প্রয়োজন নেই ।
ফরেক্স ব্যবসা মূলত মেধা ও জ্ঞানের ব্যবসা। ফরেক্স এ একটি ট্রেড করার পূর্বে মার্কেটের প্রতিটি কারেন্সি সম্পর্কে অনেক অনেক এনালাইসিস করতে হয়। বাসায় যখন একা থাকেন তখন এনালাইসিস করা সহজ হয়।বিশেষ করে মার্কেটের যখন খুব উত্থান পতন হয়। এই সময় নিরিবিলি ট্রেড করতে না পারলে ট্রেডে সম্পূর্ণ মনযোগী হাওয়া যায় না। এই জন্য একটি অফিস নিয়ে নির্দিষ্ট সময় ধরে ট্রেড করাই উত্তম।
[u]আপনি ফরেক্স ট্রেডিং করার জন্য আলাদা কোন/u]
ফরেক্স হল একটি স্বাধীন ও সম্ভাবনাময় একটি পেশা। এর মাধ্যমে বিশ্বের যে কোন জায়গা থেকে যে কেউ ফরেক্স পড়তে পারেন। শুধু আমাদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে ফরেক্স বিষয়। ফরেক্স করতে আপনাকে ঘরের বাইরে বের হতে হবে না ঘরে বসেই আপনি ফরেক্স করতে পারবেন। তার জন্য প্রয়োজন ইন্টারনেট সম্পৃক্ত কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইল। তাহলে আপনি ফরেক্স করতে পারবেন। ফরেক্স ক্ষেত্রে মূল উদ্দেশ্য থাকা উচিত জ্ঞান অর্জন করা। তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন।
ফরেক্স ব্যবসা আমি ঘরেই বসে করি আর ঘরেই আমার ভালো মনে হয়। কারন ফরেক্স আপনি ট্রেডটি মনোযোগ সহকারে ওপেন করা টাই মেন তারপর আপনি লস খেতে পারেন বা লাভো করতে পারেন এখানে কোন বাধা নেই। এজন্য আপনার ট্রেডিং করার জন্য একটা নিরিবিলি জায়গা দরকার যেখানে আপনি অফিস করে খুবই ঠান্ডা মাথাই ট্রেডিং করতে পারবেন।এটা আপনার ট্রেডিং এ সফলতা আসবে।