-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি নিজের অ্যনালাইসিস থেকে বড় আর কিছু হতে পারে না।আমরা কম প্রফিট করব।তবুও নিজের স্ট্রাটেজি দিয়ে ট্রেড করব।এতে আমাদের কনফিডেন্ট বাড়বে এবং আরো ভালভাবে ফরেক্স শিখা হবে।আমরা যদি আমাদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে বড় কিছু আশা করতে পারি।যা আমাদের জন্য একটা আশাসরুপ বাণী।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অবশ্যেই এনালাইসিস করে ট্রেড করতে হবে । কেননা ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে নিজের ইচ্ছামত ট্রেড করলে নিজের টাকাই লস করে লুজার হতে হবে । তাই আমাদেরকে ট্রেড করার পূর্বে টেকনিকেল এনলাইসিস করে ট্রেড সম্পর্কে ভালভাবে ধারণা নিতে হবে । আর ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিকেল এনালাইসিস এর সমন্বয় করে যদি ট্রেড করা যায় তবে ভাল একটা ফলাফল আসবে । আর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে ।
-
আপনি অনেকটা ঠিক বলেছেন।আমরা বাঙালিরা নিজেদের বিশ্বাস করিনা কিন্তু অন্যকে বেশি সঠিক মনে করি বলেই এমনটি হয়।আসলে নিজের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করলে এবং সামান্য লস হলে মননে হয় ভুল ট্রেড নিয়েছি তাই ক্লোজ করি। কিন্তু অন্যের অ্যানালাইসিস ফলো করলে মনে হয় ধৈর্য্য ধরতে হবে এজন্য সামান্য লস হলেই ট্রেড ক্লোজ করার প্রয়োজন নেই।
-
ফরেক্স মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হলে এই মার্কেট এনালাইসিস। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা মানে আন্দাজে ট্রেডিং করা। ফরেক্স মার্কেটে আন্দাজে ত্রেইং করার ফল কখনই ভাল হয় না। এইভাবে ট্রেডিং করতে থাকলে অল্প কয়েকদিনের ভিতরে ব্যালেন্স জিরো হবার সম্ভাবনা আছে। তাই মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করা উচিত।
-
ফরেক্স মার্কেটে এনালা্সিস করা অত্যন্ত প্রয়োজন । এনালা্সিস ছাড়া এ মার্কেটে সফল হওয়া সম্ভব নয় । এনালা্সিস দু প্রকার । ফান্ডামেন্টাল এনালা্সিস এবং টেকনিক্যাল এনালা্সিস । এনালা্সিস ছাড়া ট্রেড করলে বেশিরভাগ ট্রেডে লসের সম্ভাবনা থাকবে । এনালা্সিস করা অত্যন্ত প্রয়োজন।
-
মার্কেট অ্যানালাইসিস হল ফরেক্স ট্রেডিংয়ের প্রান এটি আমি এই কারনে বললাম কারন প্রান ছাড়া যেমন একজন মানুষের পক্ষে বেচে থাকা সম্ভাব না ঠিক তেমনি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত ভাল প্রফিট করতে হলে ট্রেড করার পূর্বে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই অ্যানালাইসিস জ্ঞান যার যত বেশি সে এখানে তত ভাল ফল করতে পারবে।
-
আমি মনে করি নিজের অ্যনালাইসিস থেকে বড় আর কিছু হতে পারে না।আমরা কম প্রফিট করব।তবুও নিজের স্ট্রাটেজি দিয়ে ট্রেড করব।এতে আমাদের কনফিডেন্ট বাড়বে এবং আরো ভালভাবে ফরেক্স শিখা হবে।আমরা যদি আমাদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে বড় কিছু আশা করতে পারি।যা আমাদের জন্য একটা আশাসরুপ বাণী।
-
পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভাল। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব দিকে নজর রেখেই ট্রেড শিখতে হবে। এমনতো নয় যে আমরা লস ছাড়াই ট্রেড শিখতে পারব। লস যখন দিতেই হবে তখন এই লসটা যত কমে আনা যায় ততই ভাল।
-
ট্রেড তা নিজের এনালাইসিস দিয়েই করা উচিত.কারণ এনালাইসিস জিনিষটা অভিজ্ঞতার ভিত্তিতে তৈরী.তাই আপনি অন্নজের এনালাইসিস দিয়ে ট্রেড করে সুবিধা পাবেন কিনা জানিনা কারণ তার এনালাইসিস তার অভিজ্ঞতার ভিত্তিতে তৈরী যা সে ট্রেডিং এ উপলব্ধি করেছে.ঠিক তেমনি আপনি যা উপলব্ধি করেছেন তা দিয়ে তৈরী এনালাইসিস কে কাজে লাগান.
-
আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন । অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।