আপনার জন্যে আমার খুব খারাল লাগল এই ভেবে যে আপনি এখনো কোন প্রফিট করতে পারেন নি । তবে আমার মতে সেটা হতেই পারে । কেননা আপনি হয়তো এখনো দক্ষ ট্রেডার হয়ে ওঠতে পারেন নি । তবে আপনি টেনশন করবেন না । আস্তে আস্তে শিখতে থাকুন । সফলতা পাবেন । ইনশা আল্লাহ্ ।
Printable View
ফরেক্সে লাভ করার চেয়ে একাওন্ট টিকিয়ে রাখাটা সবচেয়ে কঠিন।আমি এখন টিকিয়ে রাখার কাজটি করছি।এই কারনে ফরেক্স করে খুব একাটা আর্থিক ভাবে লাভ বান হচ্ছি না।যেই কারনে কোন ওইথড্র এখনো পরযন্ত দেয়া হয় নি।
ফরেক্স মার্কেট হতে মানি উঠাতে পারিনাই কিন্তু আমি যাদের ফরেক্স শিক্ষা দিয়েছি তারা সবাই ফরেক্স হতে মানি উথড্র করতে পেরেছে তাই আমি ফরেক্স নিয়ে প্রক্টিস করে যাচ্ছি যদি কোন দিন ভাল প্রফিট করতে পারি সেই দিন ফরেক্স হতে মানি উঠাতে পারব বলে আমার মনে হয় তাই ফরেক্স করে যাচ্ছি।
ফরেক্স এ আমি একদম নতুন। ফোরামে পোস্টিং আর &ডেমো ট্রেডিংই আমার বর্তমান কাজ। তাই এখনো মানি উইথড্র করার মত সুযোগ আমার হয়নি। তবে আশা করি খুব বেশি দিন নিব না, অল্প দিনেই উইথড্র করার সুযোগ বের করে ফেলব ইন-শা-আল্লাহ। সবাইকে হেল্প করার অনুরোধ রইল।
ফরেক্সে আমি এখনো কোন লাভ করতে পারিনি।। আমি প্রথম বারের মত ফরেক্সে ফোরামের ডলার দিয়ে ট্রেড শুরু করেছিলাম।। তবে আমি ২,৩ দিনের মধ্যেই আমার একাউন্ট জিরো করে ফেলি।। তবে এটা সম্পরকে নিশ্চিত যে বোনাসের ডলার দিয়ে আপনি যা লাভ করবেন তা সহজেই তুলতে পারবেন।।।।
অামি এখন পর্যন্ত বড় ধরনের কোন মানি উথইড্র করতে পারিনি । তাই অ্যামাউন্ট টা উল্লেখ করে নিজেকে লজ্জা দিতে চাইনা । তবে আমি একটা নিদিষ্ট প্লান করে টেড করছি । এবং তার ফলাফল বেশ ভালই পাচ্ছি । তাই আশাবাদী খুব দ্রুত ফরেক্স থেকে একটা কিছু করতে পারবো ।
আমি এখন পর্যন্ত কোন মানি উইথ ড্র দিতে পারি নি ।কারন এ মাসে ১৫ ডলার লাভ করেছিলাম কিন্তু তা উইথ ড্র দেবার আগেই আবার লস করে ফেলি ।আমি এ মাসে আবার ফরামে পোস্ট করছি ।দেখি পরের মাসে লাভ করে উইথ ড্র দিতে পারি কিনা ।
আমি ফরেক্স মার্কেট থেকে প্রথম মাসে কিছু ডলার উত্তোলন করি।এর পর থেকে আমি আর টাকা উত্তোলন করতে পারছি না।কারণ আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে একের পর এক লস করে যাচ্ছি।আসা আছে আমি কিছু দিন এর মধ্যে আবার আমার ডলার তুলতে পারবো।সেই লক্ষে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে।তার পরেও আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারছি না।
ফরেক্স মার্কেট থেকে আমার আয়কৃত ডলার আমি মাত্র দুইবার উইথড্র দিয়েছি । তবে আমি কোন ঝামেলা পোহাই নি । তিন থেকে চার দিন সময় লাগছিল আমার এ্যাকাউন্টে টাকা জমা হতে । আমি ফরেক্স মার্কেট এ ভালো ভাবে ট্রেড করে আয় করতে পারি এবং ট্রেড করে সফল হতে পারি।
আমি পোষ্ট লিখছি নিজের চর্চার জন্য,নিজে শেখার জন্য এবং পোষ্ট বাবদ যত বোনাস আসে তা দিয়ে এই মুহুর্তে রিয়েল ট্রেডের অভিজ্ঞতা নিচ্ছি এবং প্রতিনিয়ত ট্রেডিং দক্ষতা অর্জন করার চেষ্টায় আছি৷তাই ট্রেডে যা প্রফিট হয়ে থাকে তা এখনই উইথড্রো করতে আমার খুব একটা আগ্রহ নাই৷ আরোও দক্ষতা অর্জন করি তারপরে নিয়মিত প্রফিট উইথড্রো করবো...৷