এগুলো ফরেক্স এর এক একটা টার্ম । পিপস্ বলতে দশমিকের পড়ে চতুর্থ সংখ্যাটিকে বুঝায় আর পিপেটিস বলতে দশমিকের পরে পঞ্চম সংখ্যাটিকে বুঝায় । এরকম হাজার হাজার বিষয় রযেছে ফরেক্স । এগুলো শিখতে হবে । সহজ ভাবে যদি বলতে হয় তা হলে বলতে হবে পিপসের ক্ষুদ্রতম এককের নাম হল পিপেটিস। ইন্সটা ফরেক্স নামক যে ব্রোকার হাউজে আমরা ট্রেড করি সেখানে কেবল পিপসে ট্রেড করার সুযোগ রয়েছে তবে কিছু কিছু ব্রোকার রয়েছে যারা তাদের ট্রেডারদের পিপেটিসে ট্রেড করার সুযোগ করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় পিপস অপেক্ষা পিপেটিসে ট্রেড করাটা অনেক বেশি ঝুকিপূর্ন।