ফরেক্স মার্কেটের কোন একটি কারেন্সি পেয়ারের মার্কেট প্রাইস এর গতিবিধি হল ট্রেন্ড।
ট্রেন্ড মূলত তিন ধরনের হয়ে থাকে,আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে যখন মার্কেট আপট্রেন্ডে থাকে তখন আমরা সেল করে থাকি আর যখন ডাউনট্রেন্ড থাকে তখন বাই করে থাকি আর যখন মার্কেট সাইড ওয়ে তে থাকে বা কোন মুভমেন্ট করে না তখন আমরা ট্রেড করা থেকে বিরত থাকি। কারেন্সি পেয়ারের ক্যান্ডেলস্টিক চার্ট এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ পয়েন্ট গুলো লাইন টেনে যোগ করা হয়। এই পয়েন্টগুলোর সর্বনিম্ন পয়েন্ট হলো সাপোর্ট লেবেল এবং সর্বোচ্চ পয়েন্ট গুলো হলো রেজিস্ট্যান্স লেবেল। এগুলো বিবেচনা করে এনালাইসিস করতে হয় এবং ট্রেডে এন্ট্রি পয়েন্ট নির্ণয় করতে হয়। ধন্যবাদ।