ফরেক্সে রোলওভার বলতে আমরা যেটা বুঝি সেটা হল,লংটাইম ট্রেড ওপেন রাখা । যেমন এক দিনের বেশি ট্রেড ওপেন রাখা । আর এই ওপেন রাখার কারনে ফরেক্স আপনাকে অনেক সময় বোনাস দিয়ে থাকে । এই বোনাসকেই মুলত রোলওভার বলে ।
Printable View
ফরেক্সে রোলওভার বলতে আমরা যেটা বুঝি সেটা হল,লংটাইম ট্রেড ওপেন রাখা । যেমন এক দিনের বেশি ট্রেড ওপেন রাখা । আর এই ওপেন রাখার কারনে ফরেক্স আপনাকে অনেক সময় বোনাস দিয়ে থাকে । এই বোনাসকেই মুলত রোলওভার বলে ।
আমরা যেসব কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি সেগুলোর কারেন্সিতে সামান্য কিছু লভ্যাংশ যোগ হয় বা কেটে যায়।আমাদের রানিং ট্রেডগুলো যদি আমরা একদিনের বেশি রাখি তাহলে এই ধরনের লভ্যাংশ দিতে পারে আবার কেটেও নিতে পারে।এর নাম রোল ওভার।টার্মিনালের নিচের ট্রেডিং Row গুলোতে এটা লক্ষ রাখতে হয়।এইটা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং নিউজের মাধ্যমে ট্রেডারদের জানিয়ে দেয়া হয়।
ট্রেড করার সময় ফরেক্সে এ আমরা রোল ওভার পেয়ে থাকে। প্রতিদিনের হিসাব অনুযায়ী বোকাররা একটি ফিক্সচারস কাটেন নাইট ট্রেড এর উপর ভিত্তি করে। তবে এটা প্রত্যেকটা ট্রেড এর ক্ষেত্রে পরিবর্তনশীল এবং নিউজ এর মাধ্যমে প্রতিনিয়ত এটা জানানো হয়।
ফরেক্সে আমরা যে সব কারেন্সীতে ট্রেড করি এবং ট্রেডের মেয়াদকাল যদি এক দিনের বেশি হয় তাহলে ফরেক্সের ঐকারেন্সী থেকে আপনাকে কিছু বোনাস দেয় অথবা বোনাস কেটে নেয় , এসব ক্ষেত্রকে মুলত রোলওভার বলে । আর রোলওভারের গুরুত্ব অনেক বেশি ।
আপনি যদি ট্রেড পরের দিন পর্যন্ত খোলা রাখেন তাহলে ব্রোকার আপনার সেই ট্রেডের উপর হয় সুদ দিবে নয়ত সুদ কাটবে। এটা দিন শেষ হলেই ধার্য করা হয়।
সুদ হবার কারন, যেহেতু আপনি একটা কারেন্সি ধার নিয়ে অন্য একটা কারেন্সি কিনছেন সেটার উপর দিন শেষে সুদ ধার্য হচ্ছে। আপনি যেই কারেন্সি ধার নেন তার উপর সুদ দেন আর যেই কারেন্সি কিনেন তার উপর সুদ পান। আপনার ট্রেডে সুদ যোগ-বিয়োগ নির্ভর করে আপনি কোন কারেন্সি পেয়ার ট্রেড করছেন। আর একটা কথা, আপনার ব্রোকার সুদ ভিন্নভাবে গননা করতে পারে যেমন লিভারেজের উপর ভিওি করে।
আমাদের মধ্যে যারা মুসলমান, তাদের উদ্দেশ্যে একটা কথা - সুদ মুসলমানদের জন্য হারাম। তাই আপনি যদি সুদ না খেতে চান, তাহলে হয় ট্রেড দিন শেষ হবার আগে ক্লোজ করে দেন, নয়ত “Swap Free” একাউন্ট ব্যাবহার করুন।
এটি নির্ভর করবে আপনি কোন কারেন্সি পেয়ার এ ট্রেড করছেন সেটির ওপর । আপনি যে কারিন্সি পেয়ার এ ট্রেড করছেন সেটিতে কি সুদ দেয় বা সুদ কেটে নেয় সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন । তারপর সে অনুসারে আপনি আপনার ট্রেডিং পরিকল্পনা তৈরি করতে পারেন । আপনার ব্যালেন্স যদি বেশি হয় তখন আর এসব বিষয় নিয়ে ভাবতে হবে না ।
আপনি যে কারিন্সি পেয়ার এ ট্রেড করছেন সেটিতে কি সুদ দেয় বা সুদ কেটে নেয় সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন । ফরেক্স মার্কেটে রোল ওভার বলতে আমরা বুঝি কারেন্সিতে যদি কোন ট্রেড অপেনিং থাকে যদি এক দিনের বেশি হলে যদি সেই কারেন্সিতে ইন্টারেস্ট রেট দেয় ।
ফরেক্স মার্কেটে রোল অভার বলতে আমরা বুঝি কারেন্সিতে যদি কোন ট্রেড অপেনিং থাকে যদি এক দিনের বেশি হলে যদি সেই কারেন্সিতে ইন্টারেস্ট রেট দেয়। কারন অনেক সময় দীর্ঘদিন যখন ট্রেড ওপেন করা হবে আপনার লাভের ট্রেড গুলো থেকে সুদ কাটতে পারে। আবার এমনও হয় যে লসের ট্রেড থেকে সুদ প্রফিট আসতেছে।
রোলওভার কি ? এর গুরুত্ব কি?
রোলওভার বলতে মূলত কোন ট্রেড যদি একদিনের বেশি মেয়াদকালে ওপেন থাকে । লেনদেন শুধু দুটি কারেন্সীর মাধ্যমেই হয়না,বরং দুটি ভিন্ন ভিন্ন ইন্টারেষ্টের মধ্যে ও ঘটে থাকে । এই ইন্টারেষ্ট রেটে একজন ট্রেডারকে ইন্টারেষ্ট দেওয়া হয় বা ইন্টারেষ্ট নেওয়া হয় । তাহলে,একজন ট্রেডার কি বাই রোলওভারে না সেল রোলওভারে ইন্টারেষ্ট পাবে ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটের রোল ওভার রেট বলতে মূলত বোঝা যায় সূর্য গ্রহন বা কর্তন। এটাকে সোয়াপ ও বলা হয়ে থাকে। একাউন্ট করার সময় এটা নির্ধারণ করে দিতে হয় যে আপনি সোয়াপ একাউন্ট করবেন কিনা? তবে আমরা তো নতুন ট্রেডার অনেক কিছু শেখার বাকি, তাই আমাদের উচিত হবে সুদ মুক্ত ট্রেড করা। সোয়াপ একাউন্ট করলে আপনি যখন ট্রেড ওপেন করো এবং একটা একদিনের বেশী স্থায়ী হবে তখন আপনাকে একটা রেট দেয়া হয় বা কর্তন করা হয় এটাই হলো রোল ওভার রেট।