-
হ্যা আপনি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করতে পারলে আপনি লস না অনেক লাভ করতে পারবেন । তাই আমি মনে করি আপনি আপনি লস করতে না চাইলে আপনাকে আগে ফরেক্স ভাল জানতে হবে । আপনি ফরেক্স ভাল না জানতে পারলে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন না । আগে আপনাকে ফরেক্স ভাল করে শিখতে হবে ।
-
হা ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি অনেক অর্থ উপারজন করতে পারবেন বলে আমি মনে করি তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সেই রকম অভিজ্ঞতা অর্জন করতে হবে আগে। আর নাহলে আপনাকে অনেক লস গুন্তে হবে। তাই আগে জ্ঞান লাভ করা তার পর ফরেক্স মার্কেটে ট্রেড করা।
-
সব মানুস তো চাই সে লাভ করুক কিন্তু আপনি যদি ভালো অভিগুতা নিয়ে কন কাজ সুরু না করেন তাহলে তো আপনি লস দিবেন লাভ তো দূরে থাক । ফরেক্স ও কিন্তু এর বাইরে নয় এই খানে আপনি ভালো বাহবে কাজ আয়ত্ত করতে না পারলে লসস দিবেন। আর যদি কাজ জানেন লাভ করবেন ।
-
ফরেক্সে লস করার অনেক কারন রয়েছে। তবে বার বার লস করার একটাই কারন হতে পারে ফরেক্ মার্কেট সম্পর্কে জ্ঞানের অভা্ব। আমরা লস থেকে যদি কিছু শিখতে না পারি তাহলে লস করার কারন গুলো বুঝতে না পারি তাহলে আমাদের ফরেক্সে টিকে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের উচিত লস করার কারন গুলো খুজে বের করা।
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ট্রেড করলে লাভের পরিমান বেশী আশা করা যায় । আমার মতে কম ট্রেডে বেশী লাভের আশা করা ভাল । কারন আমরা জানি " অতি লোভে তাতি নষ্ট " । আপনি যদি দক্ষ ট্রেডের হন তাহলে কম ট্রেড করে বেশি লাভ করতে পারবেন। ফরেক্সের ট্রেড সম্পর্কে অনেক বেশি ধারনা থাকলে এখান থেকে খুব কম ট্রেড করে অনেক লাভ করতে পারে।আমরা যদি নিয়ম মেনে ট্রেড করি তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে ।
-
ভাল একটা বিষয় বলেছেন। লস ছাড়া এতটা লাভ কিভাবে সম্ভব আমার মাথায় আসছে না। আমি যতদূর জানি এখানে লাভ করা হল বাইস বার্সা। এখানে যেমন লাভ হও তেমনি লস ও হয়। এজন্য ফরেক্স কে বলা হয় দুমুখো তলোয়ার। এটা এদিকেও কাটে আবার অন্যদিকে ও কাটে।
-
কথাটা বাস্তবই সত্য । কোন ট্রেডার যদি লস না করে সে জীবনে উন্নতি আশা করতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে মুনাফার সাথে সাথে ক্ষতিও আছে । ফরেক্স এ লস থেকে বাজতে বা লস কমিয়ে আনতে হলে অবস্যই নিজের লোভ কে লাগাম দিতে হবে । কোনো এক বিশেষ মনীষী বলেছেন : নদীর গভীরতা মাপতে নিজের দুই পা দিয়ে তা মাপতে যেও না , ডুবে যেতে পর । তাই মদের ও কোনো বিশেষ ট্রেড এ নিজের সব অর্থ বিনিযোগ করা উচিত না । কারণ যা আমরা কল্পনা করসি তা কোনো করিনে না ও হতে পারে । এবং আমরা আমাদের সব কিস হারাতে পারি । তাই আমাদের নিজেদের লোভ কে নিয়ন্ত্রণ করে কম লাভের আসে কম ঝুকি নিয়ে ট্রেড করা উচিত এতে লসের পরিমান কমে আসবে আর লাভের মুখ দেখা যেতে পারে ।
-
লসের মূল কারন হচ্ছে আপনার আদক্ষতা ,আপনাকে আগে ফরেক্স এর গোড়া থেকে আনুশীলন ক্রে আস্তে হবে ,স্ক্ল নিয়ম কানুন ,মার্কেট এনালাইসিস,ভালো ভাবে ডেমো ট্রেড ক্রা ,টেকনিক্যাল সাইট টিক রাখা ,কনফিডেন্স লেভেল কে হাই করা ,এবং ম্ন দিয়ে কাজের প্রতি ম্নোযোগী হতে হবে।
-
ফরেক্স মার্কেটে শুধু লাভ হবে লস হবে না এটা হতে পারেনা,মাঝে মাঝে লস হবে এটাই ঠিক, তাই ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে কম বেশি প্রফিট হবে,তাই ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে।