ফরেক্স আমরা সরাসরি ট্রেড করতে পারিনা । আমরা মূলত ট্রেড করে থাকি কোন ব্রোকার এর মাধ্যমে । ফরেক্স এর বিবর্তনের সাথে সাথে অনেকগুলো ফরেক্স ব্রোকার এর জন্ম লাভ করেছে । আমি নিজেও ফরেক্স ব্রোকার বাছাই করতে প্রথমে হিমশিম খেয়েছিলাম । কিন্ত ফরেক্স অনেক ব্রোকার এর মধ্য আমি ইন্সটা ব্রোকারকে বাছাই করলোম কেননা তাদের মধ্য প্রচুর পরিমাণে পাবলিক রেপুটেশন রয়েছে ।