-
ফরেক্স মার্কেট আপনে স্টপ লস না ব্যবহার করে ট্রেড করতে পারবেন তবে ফরেক্স মার্কেট এর জন্য এটা অনেক বেশি রিস্ক হয়ে যায় মাঝেমাঝে অনেক বড় নিউজের জন্য মার্কেট অনেক বেশি মূভকরে তাই আমার মতে স্টপলস এবং টেকপ্রফিট সেট করে রাখলে আমাদের একাউন্ট সচল থাকে রিস্ক অনেক কমে যায়।তাই ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা আয় করতে হলে এবং এই মার্কেট থেকে একাউন্ট টিকে রাখতে হলে স্টপলস এর গুরুত্ব অনেক বেশি।
-
আপনি ১:১ অথবা ১:২ রেটিও ফলো করতে পারেন।এতে লসের পরিধি আশা করি কমে যাবে।এখানে আপনি টেক প্রফিট এবং স্টপ লস হিটের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।কারণ বেশির ভাগ ক্ষেত্রে মার্কেট বড় মুভমেন্ট করে আবার আগের অবস্থায় ফিরে আসে।
-
ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড করা উচিত না কারণ স্টপ লস ছাড়া ট্রেড করলে বড় ধরনের লস হওয়ার কারনে যে কোন সময়ে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যেতে পারে। তাছাড়া স্টপ লস ছাড়া ট্রেড করলে ফরেক্স অ্যাকাউন্ট রিস্ক এর মধ্যে পরে যায়। তাই স্টপ লস ছাড়া ট্রেড করা একদমই উচিত না।
-
এটা সত্যি যে ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লসের ব্যাবহার ট্রেডিংকে অনেক বেশি সহজ করে দিয়েছে আপনি ফরেক্সে ট্রেড ওপেনের পর মার্কেটে না থাকলেও স্টপ লস এই অপশনের মাধ্যমে আপনার ট্রেড বড় ধরনের লসের দিকে অগ্রসর হলেও খুব সহজে লসের হাত থেকে অ্যাকাউন্ট ব্যালেন্সকে রক্ষা করা যায়।
-
আমার যতটুকু মনে পড়ে কোথায় যেন পড়েছিলাম “স্টপলস ছাড়া ট্রেড আর ব্রেকা ছাড়া গাড়ি দুটোই সমান।” আসলে বাস্তবেও স্টপ লস ছাড়া ট্রেড করে দেখেছি একাউন্ট এর কি অবস্থা হয়। আমার ১২০০ ডলারের একাউন্ট দেড় মাস মনিটর করতে পারি নি, যখন প্লাটফর্ম ওপেন করে দেখি ০০ তখন মাথা নষ্ট হয়ে যাবার উপক্রম হয়ে গিয়েছিল। কিন্তু কি করব ভূল তো আমারই। তাই এখন আর এই ধরণের ভূল করি না।
-
স্টপলস ছাড়া ট্রেড করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি । কখনওই স্টপলস ছাড়া ট্রেড করা উচিত নয় । স্টপলস ছাড়া ট্রেড করলে আপনি হয়ত সাময়িকভাবে কিছু লাভবান হবেন কিন্তু এক সময় না একসময় আপনি অবশ্যই ধরা খাবেন তাতে কোন সন্দেহ নেই । তাই স্টপলস ছড়া ট্রেড করা ঠিক না ।
-
মুলধন ভাল থাকলে স্টপ লস ছাড়াই ট্রেড করা যায় । আমি স্টপ লস ব্যবহার করি না। এ জন্য আপনাকে এমন এক জায়গায় টে্রড ওপেন করতে হবে যেন মার্কেট বিপরীত হলেও ১০ /১৫ দিনের মধ্যে আবার সেখানে আসে। আর বিপরীত যদি হয়েই যায় তাহলে ৫০/১০০ পিপস অন্তর অন্তর ট্রেড নিতেই থাকুন।
-
স্টপ লস ব্যবহার করা ব্যাতিত পোস্ট দেওয়া ঠিক নয় । কেননা আমি মনে করি যে স্টপ লস আমাদের একাউন্ট বাঁচাতে সাহায্য করে । স্টপ লস অর্থই হল লসকে থামানো । যদি যথাযথভাবে স্টপ লস হিট করা হল তবে এর মাধ্যমে আমাদের ঝুঁকি ও ক্ষতি উভই কমে আসবে বলে মনে হয় । আর একাউন্ট জিরো হওয়া থেকে নিশ্চিতভাবেই বাঁচিয়ে দেয় স্টপ লস । এছাড়াও স্টপ লসের ব্যবহারে আমরা পরোক্ষভাবে উপকৃত হই ।
-
স্টপ লস ব্যবহার করা হয় ট্রেডের ঝুঁকি কমানোর জন্য। তবে স্টপ লস ছারাও ট্রেড করা সম্ভব সে জন্য আপনাকে ট্রেডে আরো দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। সব সময় মার্কেটে নজর রাখতে হবে। মার্কেট এনালাইসিসে দক্ষ হতে হবে। যারা নতুন এবং অনভিজ্ঞ তাদের জন্য স্টপ লস ব্যবহার করা জরুরী। কারন তা না করলে আপনার লসের পরিমাণ কমানো সম্ভব হবে না।
-
আমি মনে করি নতুন দের জন্য ষ্টপ লস বিষয়টা অনেকটা গুরুত্ব পূর্ন ।কারন নতুন অবস্হায় তারা ফরেক্স ট্রেডিং এর মাকেট এনালাইসিস বুঝে উঠতে পারে না ,তাই তাদের প্রথমে ফরেক্স ট্রেডিং এর বেসিক থেকে পড়াশুনা করতে হবে । যখন সে মার্কেট এনালাইসিস বুঝতে পারবে তখন সে ভালই বুঝতে পারবে ষ্টপ লস বিষয়টা কতটা গুরুত্ব পূর্ন ।