-
ফরেক্স ট্রেডিং এ এনালাইসিস করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে এনালাইসিস করে ট্রেড করতে হবে । আপনি কোন ধরনের ট্রেড করবেন এটা নির্ভর করে টাইম ফ্রেম নির্বাচন করতে হবে । আপনি যদি স্কাল্পিং করে ট্রেড করেন তাহলে আপনাকে ৫ মিনিট ১৫ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ৩০ মিনিট ১ ঘণ্টা এবং ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । এছাড়া আপনি যদি আরও বেশি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ১ দিন এবং সাপ্তাহিক টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে ।
-
আমি মনে করি,যার যার সুবিধা মতে সবাই ট্রেড করে সবাই এক চার্ট এ ট্রেড করে না সব ট্রেডাররা তাদের সুবিধা অনুযায়ী চার্ট দেখে ট্রেড করে। তবে আমিw1 d1 h4 দেখে ট্রেড করে থাকি।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
আপনারা যারা টাইমফ্রেম ভিত্তিক সফলতা ব্যক্তিগত সফলতা বলছেন । সেটা ঠিক না। যারা স্ক্যাপ্লিং করে সফলতা অর্জন করেছে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশী জানে। তারা ছোট টাইমফ্রেমে ট্রেড করে ঠিকই কিন্তু সাথে কোরিলেশন অর্থাৎ সমন্বয়ের জন্য বড় টাইমফ্রেম ৪ঘন্টা ও ডেইলি চার্ট ফলো করে। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি আপনি যদি বড় টাইমফ্রেম ফলো না করে শুধু ছোট টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন তাহলে ঘটনা ঘটবে এটাই যে, ২০ টি ট্রেডে যে লাভ করবেন তা ১টি বা ২টি ট্রেডের লসে সব শেষ হয়ে যাবে। ডেমোতে যাচাই করেই দেখুন।
-
প্রত্যেক ট্রেডার আলাদা আলাদা টাইম ফ্রেম ব্যাবহার করে থাকে সকলেই এক টাইম ফ্রেম এ ট্রেড করে সুবিধা করতে পারে না।আওয়ারলি,ডেইলি, উইকলি, মন্থলি টাইম ফ্রেম এর মধ্যে একেকজন একেক্টা ফ্রেম অনুসরন করে ট্রেড করে, আবার শ্ররট টাইমে কেউ ৫- ১০ মিনিটএর টাইম্ফ্রেম অনুসরন করেও ট্রেড করে।
-
আমার মতে ডেইলি এবং ১ ঘণ্টার টাইম ফ্রেম অনুসরন করা ভালো।
-
আমরা মেটা ট্রেডার প্লাট ফরামে বিভিন্ন টাইম্ফ্রেম দেখে থাকি। আমরা আমাদের সুবিধা অনযায়ী আমাদের ট্রেডিং সিস্টেম অনুযায়ী ট্রেড করে থাকি। তবে এখানে সবচেয়ে ডেইলী চার্ট অনেক ভাল কাজ করে। কিন্তু অন্য টাইম্ফ্রেম গুলো তেমন ভাল কাজ করে না।
-
পারেক্স মার্কেটে ট্রেড কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটি হল শর্ট টাইম ট্রে অন্যটি হল লং টাইম ট্রেড, শর্ট টাইম ট্রেডের জন্য মুলত ট্রেডারেরা ১ মিনিট ৫ মিনিট, ১৫ মিনিট ১ ঘন্টর টাইম ফ্রেম ইউজ করে। আর লং টাইম ট্রেডের জন্য ট্রেডারেরা ১ দিন, ১সাপ্তাহ, ১মাস এর টাইম ফ্রেম ইউস করে থাকে ট্রাডারেরা তাদের সুবিধামত টাইম ফ্রেম বেচে নেয়। আমি ১ ডে টাইম ফ্রেমই পচন্দ করি।
-
ডেইলি চার্টে সবাই ট্রেড করতে পারে না। আপনি যদি ডেইলি চার্টে ট্রেড করতে চান তাহলে আপনাকে ফরেক্স নিউজ গুলো সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। সাধারনত যারা লং ট্রেড করে থাকে তারাই ডেইলি চার্ট ফলো করে থাকে। এর জন্য আপনাকে ফান্ডামেন্টাল নিউজগুলো বেশি পর্যবেক্ষন করতে হবে এবং এ সম্পর্কে ব্যাপক ধারনা রাখতে হবে।
-
আমি আগে সময় পাইতাম না তখন ডেইলি চার্ট টেড করতাম । ডেইলি চার্ট টেড করলে অনেক ভাল সিগনাল পাওয়া যাই ভাল লাভ ও হয় । যারা জব করে বা অনেক ডলার ইনভেস্ত করার মত টাকা আছে তারা ডেইলি চার্ট এ টেড করে । আমার মনে হই যাদের হাতে অনেক সময় আছে তাদের তাদের ৪ গন্তা বা ১ দন্তা চাট এ টেড করা উচিত ।