আমার আগে জানা ছিল না যে, বোনাস এর ডলার দিয়ে কতদিন ট্রেড করা যায়। এই পোস্ট এর জন্য আমি জানতে পারলাম। আমি আগে মনে করেছিলাম ফোরাম এর ডলার দিয়ে ৯০ দিন ট্রেড করা যাবে। কিন্তু আজ জানলাম যে, আমারটি ভুল ছিল। অনেক ভাল লাগছে যে অনেকদিন ট্রেড করা যাবে।
Printable View
আমার আগে জানা ছিল না যে, বোনাস এর ডলার দিয়ে কতদিন ট্রেড করা যায়। এই পোস্ট এর জন্য আমি জানতে পারলাম। আমি আগে মনে করেছিলাম ফোরাম এর ডলার দিয়ে ৯০ দিন ট্রেড করা যাবে। কিন্তু আজ জানলাম যে, আমারটি ভুল ছিল। অনেক ভাল লাগছে যে অনেকদিন ট্রেড করা যাবে।
বাংলাদেশ ফরেক্স ফোরাম কে ধন্যবাদ জানাতে চাই তাদের এই ব্যবস্থার জন্য । আমরা আমাদের পোস্ট এর মাধ্যমে যে বোনাস পাই তা দিয়ে আমরা আমাদের আসল একাউন্ট এ বিনিযোগ করতে পারি যা মুনাফা অর্জন করি তা আমরা তুলে ফেলতে পারি এটা সত্য অনেক ভালো ও অনন্য ব্যবস্থা । আমরা বাংলাদেশ ফরেক্স ফোরাম এ পোস্টিং এর মাধ্যমে যা মুনাফা পাই তা আমরা সবসময় এ আমাদের মূলধন হিসাবে ব্যবহার করতে পারব যদি না আমাদের একাউন্ট জিরো হয়ে যায় । তাই আমাদের সাবধান থাকা উচিত বিপদজনক ট্রেড থেকে যেন আমাদের একাউন্ট জিরো না হয় ।
বোনাস এর টাকা দিয়ে আপনি ততদিন ট্রেড করতে পারবেন , যতদিন না আপনার ব্যাল্যান্স শুন্য হয়। ফোরাম এর টাকা দিয়ে আপনি ট্রেড করে প্রফিট উইথড্র করতে পারবেন এবং যতদিন আপনার একাউন্ট এ ব্যালেন্স থাকবে , আপনি ট্রেড করতে পারবেন । কিন্তু লস খেয়ে টাকা শেষ হয়ে গেলে আর ট্রেড করা যাবে না ।
আপনি যতদিন ফোরাম মানিকে চালাতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত ব্যবাহর করতে পারবেন । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি বিশেষ করে নতুনদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যিই এই ফোরামে আসতে হয় এবং এই ফোরাম আমাদের জন্য অনেক বেশি পরিমাণে লাভজনক । তাই আমি মনে করি যে ফোরাম থেকে যে পোস্টিং বোনাস নেওয়া হয় তা দিয়ে আমাদের উচিত হবে যথার্থ ব্যবহার করে ট্রেডিং শিখা ।
ফোরাম হতে বোনাস দেওয়া হয় প্রাথমিক ভাবে ট্রেড করার জন্য এবং রিয়েল ট্রেড করা শিখার জন্য। ফোরামের বোনাস দিয়ে যতদিন খুশি ট্রেড করতে পারেন। তবে বোনাস ব্যলেন্স জিরো হয়ে গেলে আর ট্রেড করতে পারবেন না। ট্রেড করে যদি আপনি লাভ করতে পারেন তাহলে পরবর্তীতে লাভের অংশ উত্তোলন করতে পারবেন।
ফোরাম আমাদের দেশে তথা সারা বিশ্বে ফরেক্স ট্রেডার তৈরি করার জন্য নিজেদের অর্থ আমাদেরকে বোনাসের মাধ্যমে দিয়ে থাকে। আমরা এই বোনাস দিয়ে নিজেদের ভাগ্য বদলে নিতে পারি। এজন্যে আমাদের প্রচুর গবেষণা ও অনুশীলনের প্রয়োজন রয়েছে। ফরেক্স আমাদের জন্যে একটি বিশাল সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে বেকার সমাজের জন্যে। তারা বোনাস মানি দিয়ে অনায়াসে প্রফিট করে স্বাবলম্বি হতে পারে। এটা তাদের সৌভাগ্য। বোনাস যতদিন আমরা ধরে রাখতে পারব ততদিনই আমরা মার্কেটে টিকে থাকব।
ফরেক্স ফোরাম পোস্টিং করে অনেক ডলার আনা যায়। এই বোনাস মাস শেষে আপনার একাউন্টে সরাসরি চলে যায়। আপনি যত দিন আপনার ব্যলেন্স কে টিকিয়ে রাখতে পারেন তত দিন সেই ব্যলেন্স থাকবে। আপনি যদি জীরো করে ফেলেন তাহলে আবার পুন্অরায় আপনি পোস্টিং করে বোনাস নিতে পারেন।
ফোরাম পোস্টের বোনাস দিয়ে আপনি যদি দিন খুশি তত দিন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। কারন ফ্রেক্স ফোরামের এমন কোন নিয়ম নেই যেখানে আপনি ফরেক্স ফোরাম দিয়ে কত দিন ট্রেড করতে পারবেন। যত দিনা না আপনি একাউন্ট জিরু করবেন ততদিন আপনি ট্রেড করতে পারবেন।
আসলেই ফরেক্স ফোরাম দিয়েভফরেক্স মার্কেটে ট্রেড করটা আমাদের জন্য একটা ভগ্যের ব্যপার। আমরা যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারি তবে আমি মনে করি ফরেক্স থেকে লাভ করে আমরা অনেক টাকা পয়সা অর্জন করতে পারব আর অনেক ইনকাম করতে পারব বলে মনে করি। কারন বোনাস দিয়ে কতদিন আপনি ট্রেড করতে পারবেন সেটা আপনার ট্রেডের ঊপর ডেপেন্ড করে। তাই বলছি আপনি যদি ট্রেড করে টিকে থাকতে না প্রেন তাহলে আপনি বেশি দিন ট্রেড করতে পারেন।
ফোরাম পোষ্টের বোনাস দিয়ে অনেক দিন পর্জন্ত ট্রেড করা যায় , অর্থাৎ যত দিন পর্জন্ত একাউন্ট জিরো না হয় । ফোরেমে বেশি বেশি পোষ্ট করা ভালো এতে করে বেশি পোষ্টিং বোনাস পাওয়া যায় । আর বেশি বোনাস পোষ্ট হলে বেশি ডলার দিয়ে ট্রেড করা যায় । এতে ট্রেড করে ভালো লাভ করা যায় । আমরা সবাই ফরেক্স এ কাজ করি কিছু টাকা আয় করার জন্য । তাই ফোরামে যত বেশি পোষ্ট করা যাবে ততোই ভাল হবে আমাদের জন্য । আমরা যেভাবে কাজ করবো সেই মতোই লাভ পাবো ফোরাম পোষ্টিং থেকে ।