-
মার্কেটে এনালাইসিস না করে ট্রেড করলে ভাল ফল পাওয়া যাই না।মার্কেটে বিভিন্ন ট্রেডার গন বিভিন্ন স্ট্রেটেজি ব্যবহার করে থাকে।যেম্ন- মার্কেট এনালাইসিস,ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।উপযুক্ত ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করতে অক্ষম হলে আমরা খুব বেশি পরিমাণে সফলতার মুখ দেখতে পারব না।আম্রা যেহেতু প্রফিট অর্জন এর জন্য ফরেক্স এ ট্রেড করি তাই আমাদের একটা সঠিক স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করা উচিত।
-
আমি ব্যাক্তিগত ভাবে 'প্রাইস একশান' ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করে ট্রেড করি এবং অল্প হলেও নিয়মিত প্রফিট পাই৷লাল+নীল+সবুজ+হলুদ কোনোও প্রকার ইনডিকেটর ব্যাবহার করার প্রয়োজন বোধ করি না৷এজন্য ক্যান্ডেলস্টীক এনালাইসিস, ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো দেখে-বুঝে নিশ্চিত হয়ে ট্রেডে এন্ট্রী করি৷'প্রাইস একশান' স্ট্র্যাটেজী ব্যাবহার করে সঠিকভাবে এনালাইসিস করতে পারলে মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝা যায়-বুলিশ না বিয়ারিশ,যা প্রফিটেবল ট্রেড করার জন্য অপরিহার্য বিষয়৷তখন সহজেই নিশ্চিত হয়ে ট্রেডে এন্ট্রী করা যায়৷সারা বিশ্বের সকল অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ এই সর্বাধিক গ্রহণযোগ্য,সমাদৃত,বাস্তব সম্মত,সঠিক,কার্যকরী ও একমাত্র নিয়মিত প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজী হিসেবে এই 'প্রাইস একশান' স্ট্র্যাটেজীকেই ব্যাবহার করে থাকেন৷
-
আমি আমার বানানো ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি এই ট্রেডিং সিস্টেম বানাতে আমার অনেক সময় লাগছে এখন আমি আমার ট্রেডিং সিস্টেম এ নিয়মিত লাভ করি তাই আমি বলব আপনার সাথে যাই এমন ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করতে তা হলে আপনি অনেক ভাল করবেন আর আপনার ট্রেডিং সিস্টেম এর সব বুঝবেন তখন দেখবেন লাভ হবে অনেক বেশি ফরেক্স মার্কেট এ
-
আসলে আমি মনে করি প্রত্যেক ট্রেডার নিজেস্ব কিছু নিয়মে ট্রেড করে থাকে এই মার্কেটে। তাই আমি বলতে চাই আপনি অন্যের ট্রেডিং সিস্টেম ফলো না করে নিজেই নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন। তাহলে আপনি হয়তো ভাল লাভবান হতে পারবেন। কেননা আপনি বিভিন্ন সময় মার্কেট সম্পর্কে চিন্তা ভাবনা করে একটা কৌশল তৈরি করতে পারবেন আর ওটার উপর নির্ভর করে আপনি অবশ্যই কোন না কোন ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারবেন। কারণ আমিও এই রকম ভাবে ফরেক্স মার্কেট নিজের তৈরি একটি ট্রেডিং সিস্টেম তৈরি করেছি। আর ওটা দিয়ে ফরেক্স মার্কেট থেকে প্রায় অধিকাংশ সময় লাভ করতে পারছি।
-
আমি ট্রেডিং এর জন্য শুধু মাত্র সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল ব্যাবহার করি । এবং ট্রেড ওপেন করার পূর্বে আমি মার্কেট এর গড় গতিবিধি পর্যবেক্ষন করি । কারন মার্কেট এর গতি যেই দিকে থাকে , মার্কেট সেই দিকেই যায় । তাই যেকোনো সিস্টেম অনুসরন করার পূর্বে অবশ্যই মার্কেট এর গতির দিকে একটু খেয়াল রাখুন । এছাড়াও নিউজের উপরেও গুরুত্ব দিন । কেননা একটি শিওর ট্রেডিং সিস্টেম কে বিনষ্ট করতে একটি হাই ইমপেক্ট নিউজ যথেষ্ট ।
-
স্টটেজি ফলো করার কারন হচ্ছে ফরেক্স মার্কেটে আপনি যদি কোন কিছু ফলো না করে ট্রেড করেন তবে আমি মনেনকরি আপনি বেশি ভাল করে ট্রেড করতে পারবেন না তাই আপনি একটা ভাল স্টেজেটি ভাল করে করে তবেইবফরেক্স মার্কেটেট্রেড করতে পারেন তাহলেই লাভ করতে পারবেন।
-
আসুন আমরা সবাই আমরা আমাদের সফল ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করি। এতে আমদের ভুল এর পরিমান অনেক কমে যাবে। আর তাছারা ফরেক্স এ আমরা যদি লাভবান না হই এতে আমাদের লস। আমরা লাভ করলে এতে আমাদের অনেক কস্টের অর্জিত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম তা উত্তোলন করতে পারব।
-
ফরেক্সো যার ট্রেডিং স্টেটেজি যত ভালো সে তত সফল। একটি উপযুক্ত ট্রেডিং কৌশল সবাই তৈরী করতে চেষ্টা করে কিন্তু সবাই উপযুক্ত কৌশল অবলম্বন বা প্রয়োগ করতে পারে না। আমার নিজেরও একটি ব্যক্তিগত কৌশল রয়েছে যা প্রয়োগ করে আমি সবসময় ট্রেড করে থাকি। একটি উত্তম কৌশল তৈরি করতে পর্যাপ্ত ধৈর্য ও অনুশীলনের প্রয়োজন। আমি এখনও আমার স্টেটেজি প্রয়োগের ক্ষেত্রে এখনও যাচাই করছি। আশা করি সঠিকভাবে প্রয়োগ করে সফল হতে পারবো।
-
আমি সব সময় টেকনিক্যাল এ্যানালাইসিস করি । কারণ ফরেক্স মার্কেট এমন একটা স্থান যেখা্নে টেকনিক্যাল ছাড়া কোন স্থান জায়গা পাবে না । অতএব আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে তারপর ফরেক্স ব্যবসা শুর করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও ধৈর্য্য ধারণ করে তারপর ফরেক্স ব্যবসা শুরু করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আমি সাধারনত প্রাইস এ্যাকশান ট্রেডিং স্ট্রেটিজি ব্যবহার করি,আমি সাধারত সার্পোট জোন রেসিসটেন্স এবং ট্রেড লাইন থেকে এন্ট্রি নিয়ে থাকি,ট্রেডিং করতে হলে আপনাকে অব্যশই প্রাইস এ্যাকশান এর দিক খেয়াল রাখতে হবে,মনে রাকবেন ট্রেন্ড ফরেক্স এর ফ্রেন্ড,আপনি যদি সঠিক ট্রেন্ড নির্ণয় করতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য খুব সহজ বিষয়।