-
ব্যবসা মানেই লাভ আর লস। ঠিক একই ভাবে ফরেক্স এ লাভ এবং লোকসান দুইটাই আছে। বুঝে শুনে ভাল ভাবে ট্রেড করলে লাভ হয়। আর সাধারণত বেশি লাভ করতে গেলে লস হয়। আপনি যদি কোন দেশের মুদ্রা কেনেন আর পরে যদি তার দাম বেড়ে যায় তাহলে আপনার লাভ হবে। আর মুদ্রার দাম যদি কমে যায় তাহলে আপনার লস হবে।দক্ষতা অর্জন করার মাধ্যমে ফরেক্স থেকে আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এ ডলার কিনা বেচার মাধ্যমে লাভ লস হয় ধরেন আপনি ফরেক্স মার্কেট এ ডলার কিনলেন কিনার কিছু সময় পর ডলার এর দাম বেড়ে গেল তখন আপনি ট্রেডটা বন্ধ করে দিলেন তখন আপনার লাভ হবে আবার আপনি ডলার কিনলেন তখন ডলার এর দাম কমে গেল তখন যদি আপনি ট্রেড বন্ধ করে দেন তা হলে আপনার লস হবে তাই আপনাকে ট্রেড করার আগে জানতে হবে আনাল্যসিস করে জানতে হবে ডলার এর দাম কমবে না বারবে
-
আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশের মুদ্রার মান ঊঠানামা করে। অর্থাত এক দেশের মুদ্রার তুলনায় অন্য দেশের মুদ্রার মান কমে আবার বাড়ে। আর এই ভাবে মুদ্রার ক্রয় বিক্রয় এর মাধ্যমে ফরেক্স এ লাভ বা লস হয়। আরো ভালোভাবে জানার জন্য আপনাকে অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যাতে আপনি আরো ভালোভাবে বিষয় টা বুজতে পারেন।
-
ফরেক্স মার্কেটে একটি দেশের মুদ্রার তুলনায় অন্য দেশের মুদ্রার মান কমে আবার বাড়ে। আর এই ভাবে মুদ্রার ক্রয় বিক্রয় এর মাধ্যমে ফরেক্স এ লাভ বা লস হয়।আর এসব প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটের মুভমেন্ট বা গতি আমাদের ট্রেডের ভাগ্য নির্ধারন করে দেয়। অর্থাৎ লাভ বা লস হয়। একজন দক্ষ ট্রেডার সবসময় মার্কেটের গতি বুঝে ট্রেড করে থাকে। আমি নিজেই স্টপলস ছাড়া ট্রেড করে থাকি। শুধু একটি বিষয়ে খেয়াল রাখলে আপনিও পারবেন। টাইমফ্রেম এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । ৪ঘন্টার টাইমফ্রেম চার্ট ও ডেইলি চার্টের সমন্বয়ে ট্রেড করুন। আপনি যে ধরনের ইন্ডিকেটর ব্যবহার করুন না কেন বিভিন্ন টাইমফ্রেমে ভিন্ন ভিন্ন সিগন্যাল প্রদর্শন করে থাকে।আপনি ট্রেড লাইন বা ট্রেড চ্যানেল আঁকুন সাপোর্ট এবং রেসিট্যান্স বের করুন না কেন ৪ ঘন্টার টাইমফ্রেমে দেখুন। তাহলেই মার্কেটের গতি বুঝা সহজ হবে। যখন কোন কারেন্সি পেয়ারের গতি সঠিক ভাবে বুঝতে না পারবেন বা সন্দেহ হবে তখন ঐ কারেন্সি পেয়ারে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন।
-
আমি মনে করি বুঝে শুনে ট্রেড করলেই লাভ হয় আর লোভ করলেই লসে পড়তে হয় । অতএব আমরা সব সময় আগে দক্ষতা অর্জন করব তারপর এই ফরেক্স ব্যবসা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত লোভ কম করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ করে তারপর ফরেক্স ট্রেড করার চেষ্টা করবো তাহলেই আমরা লাভবান হতে পারবো।
-
ফরেক্স আমি যদি বাই করি তাহলে মার্কেট উপরে উঠলে আমার লাভ হবে। আর যদি সেল করি তাহলে মার্কেট নিচে নামতে হবে। আমাদের বিপরিত দিকে ট্রেড যেতে পারে এটা স্বাভাবিক। আমরা এন্ট্রি নেওয়ার পর মার্কেট যদি মুভ হইয় তাহলে আমাদের প্রফিট বা লস হবে।
-
।ফরেক্স মার্কেটে আপনি কেনা বেচার ক্ষেত্রে আপনার লাভ লস হয়। কারন ডলার এর দাম সব সময় এক থাকে না সেটা আপ ডাউন হয় ।মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে eur/usd - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর eur/usd এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।একই নিয়মে লস ও হয়।
-
আসলে ফরেক্স মার্কেটে মানুষের লাভ/লস নির্ধারণ হয় তার আইডিয়ার মাধ্যমে । কারন একটা ভাল আইডিয়া মানুষকে ভাল প্রফিট দিতে পারে । কারন আপনি যখন একটা ট্রেডে যাবেন সেটা ধরেন যে বাই ট্রেড, এখন আপনার করনীয় কাজ হল আপনাকে আগে মার্কেটটা বেশ ভালকরে দেখে, পর্যবেক্ষণ করে, সবদিক বিচার বিবেচনা করে একটা মোটামুটি ধারনা বা আইডিয়া করলেন যে হ্যাঁ আমার ধারনা অনুযায়ী আসলেই মার্কেটা উপরে যাবে, এবং আশা করা যায় অনেক উপরে যাবে, তখন আপনি শিওর হওয়ার পর একটা বাই ট্রেড নিবেন, কেননা আপনার এখানে লাভ হবে । সুতরাং ফরেক্সে এভাবেই লাভ/লস হয়ে থাকে ।
-
ট্রেড করতে গেলে কিভাবে আসলো সেটা আমরা সবাই জানি আমি ঠিক সেভাবেই করেছি লাভ করছি আপনি যে কারণে 10 করেছেন আপনাকে শিখতে হবে সে কারণগুলো কি কি আপনাকে জানতে হবে সে কারণগুলো কেন হয়েছে যতক্ষণ না পর্যন্ত কারণগুলো করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন ট্রেডার বলে উপস্থিত হবেন না