-
ফরেক্সের মূল বিষয় হচ্ছে ভালোভাবে ট্রেডিং করা জানতে হবে। তাহলেই যেকোন পরিস্থিতেও ট্রেড করা যায়। দিন বলেন আর রাতই বলেন ফরেক্স মার্কেট সবসময়ই কমবেশি মুভ করে থাকে। তবে সচরাচর রাত্রে বা দুপুরের দিকে মার্কেটের মুভমেন্ট বেশি থাকে।মূলত মুভমেন্ট যেমনই হোক না কেন দক্ষ তার সাথে ট্রেডের বিকল্প কিছুই নেই।
-
মার্কেটে মোভমেন্ট ভাল না থাকলে ট্রেড করে কোন মজা পাওয়া যায় না। তাই বিভিন্ন সেসনে ট্রেড করে আমরা ভাল আয় করতে পারি। এক দিনের মধ্যে ফরেক্স মার্কেটে অনেকগুলো সেসন থাকে। তাই আমরা আমাদের সুবিধা মত যে কোন সেসনে কাজ করে আয় করতে পারি।
-
সাধারণত ফরেক্স মার্কেটকে তিনটি সেশনে ভাগ করা হয়ে থাকে । একেক সেশনের মার্কেটের ভেলোডিটি একেক রকমের হয়ে থাকে । আপনাকে প্রথমে জানতে হবে যে মার্কেট আসলে বাংলাদেশের কোন টাইমিং এ কোন সেশনে পড়ে সেটা । আমার মতে আমাদের জন্য নিউইয়র্ক সেশন অথাৎ বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পযর্ন্ত সময়টা খুবই ভাল বলে আমি মনে করি ।
-
ফরেক্সে দিন রাত সব সময় ট্রেড করা যায়। তবে এমন কিছু সময় আছে যখন ট্রেড করা ভাল। এর জন্য আমি বলবো ফরেক্সে ট্রেড করার জন্য ভাল সিময় হলো সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০ টা এবং দুপুর ১ থেকে ৩ টা এই সময়ে ফরেক্স বাজার বেশ ভাল রকম উঠানামা করে।
-
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমি মনে করি ফরেক্স এ দিনে ট্রেড করা থেকে রাতে ট্রেড করা ভাল। কারণ রাতে মার্কেট এর মভেমেন্ত ভাল থাকে তাই ঐ সময়ে ট্রেড করে ভাল প্রফিত করা যেতে পারে। তবে কেও যদি দিনে ট্রেড করতে চায় তাহলে দুপুর ২ টার পর থেকে ট্রেড করতে পারে।
-
আসলে ফরেক্স চব্বিশ ঘন্টার মার্কেট টানা তিনদিন এখানে কাজ করা যায় । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কোন ধরনের টাইমের প্রয়োজন হয় না । কারণ এখানে যে কেউ তার ইচ্ছামত সময়ে ট্রেড করতে পারবে । অার ক্ষেত্র বিশেষে সময়ের বিশেষ প্রয়োজন হয়ে থাকে । আর আমি মনে করি যে নিউজ যখন গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশ হয় সেগুলো ট্রেড মার্কেটকে গভীরভাবে প্রভাবিত করতে পারে । তাই এক্ষে সচেতন দৃষ্টি দিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আমাদের অনেক সুযোগ রয়েছে কারন ফরেক্স সাপ্তাহে পাঁচ দিন যে কোন সময় ট্রেড করা যায়। যারা ফরেক্স করেন তারা ফরেক্স করার পাশাপাশি অন্য ব্যাবসা করার সুযোগ রয়েছে। তবে আমার কাছে দিনে একটার পরে ট্রেড করলে করা যায়।
-
দিনের চেয়ে রাতেই ফরেক্স মার্কেটে ট্রডে করে সফলতা অর্জন করতে হবে । কারণ রাতে মার্কেটে যেকোন একদিকে মুুভমেন্ট করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যের সাথে ট্রেড করতে হবে তাহলেই সফলকাম হতে পারা যায় ।
-
আমরা জানি রবিবার রাত ৩ টা থেকে শুক্র বার রাত ৩ টা পর্যন্ত ফরেক্স মার্কেট খোলা থাকে। ফরেক্স মার্কেটে ৪ টা সিজন আছে । এই সিজন গুলোর মধ্যে যখন Tokyo , London, New York এর মার্কেট ওপেন থাকে তখন মার্কেট ভাল মুভ করে । আপনি ফরেক্স ফেকটরি তে এই সিজন গুলো দেখতে পাবেন। বেলা ১২.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত এবং সন্ধা ৬.০০ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টাই খলা থাকে তাই সবসময় ট্রেড করা যায়। নির্দিস্ট করে বলা যায় না যে কোন সময় ট্রেড করার জন্য উপযুক্ত। যে কোন সময় মার্কেটে বড় মুভমেন্ট হতে পারে। তাই একজন ট্রেডার হিসেবে যখনই ট্রেড করেন মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করাই উত্তম মনে করি। তাই ট্রেড করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিন।