ট্রেড করার পুর্বে একটু এনালাইসিস করে নেওয়া ,বেশী ইমোশনাল হওয়া যাবে না, ধৈর্য্য ধারন করে ট্রেড করতে হবে । ট্রেড আপ হবে নাকি ডাউন হবে সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে।সবশেষে বেশী বেশী অ্যানালাইসিস করতে হবে।
Printable View
ট্রেড করার পুর্বে একটু এনালাইসিস করে নেওয়া ,বেশী ইমোশনাল হওয়া যাবে না, ধৈর্য্য ধারন করে ট্রেড করতে হবে । ট্রেড আপ হবে নাকি ডাউন হবে সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে।সবশেষে বেশী বেশী অ্যানালাইসিস করতে হবে।
আপনি অনেব ভালোবলেছেন বলে আমি মনে করি। কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় বেশকিছু বিষয় অবশ্যই মনে রাখতে হয় নাহলে বড় ধরনের লস হওয়ার সম্ভবনা থাকতো। এজণ্য আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো অবশ্যই মাথায় রেখে ট্রেড করার প্রয়োজন।এজন্য আমি উক্ত বিষয়গুলোতে সতর্কভাবে ট্রেড করার চেষ্টা করে থাকি।
আমি মনে করি অবশ্যই ফরেক্সে ট্রেড করার সময় কিছু বিষয় ট্রেডারকে মনে রাখতে হবে আর তা হল কোন ভাবেই মানিম্যানেজমেন্ট এবং মার্কেট অ্যানালাইসিস ছাড়া ধরেক্সে ট্রেড করার যাবে না,লোভ এবং আবেগকে সব সর্ম দূরে সরিয়ে রেখে তার পর ফরেক্সে ট্রেড করার সিদ।ধান্ত গ্রহন করতে হবে,কোন ট্রেড লস করলে লসের প্রকৃত কারন খুজে বের করতে হবে এবং তা থেকে নিজের ভূলকে শুধরে নিতে হবে।
অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷
ফরেক্স এ ট্রেড করার ব্যাপারে অনেক সর্তকতা অবল্মন করতে হবে । ফরেক্স এ কিছু মার্কেট আছে যিাতে ট্রেড করার সময় সর্তক থাকবেন ইউএসডি এর সাথে যত মার্কেট আছে সেগুলোয় ট্রেড করলে তাতে মাইনাস কম হয় ইউএসডি ছাড়া অন্য মার্কেটে ট্রেড করলে এর মাইনাস বেশি হবে । তাই অন্য মার্কেটেট্রেড না করাই ভাল আমার মতে।
ফরেক্স ট্রেডিং করার সময় কিছু কিছু জিনিস আছে যা অত্যন্ত সতর্কতার সাথে মেনে ট্রেডিং করতে হয়। যেমন: ট্রেড এন্ট্রি নেওয়ার আগে মার্কেট ভালমত এনালাইসিস করে এন্ট্রি নিতে হবে, মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে, একটি ভাল ট্রেডিং স্ট্র্যাটেজির ব্যবহার করে ট্রেড করতে হবে এবং টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে, ওভার ট্রেডিং করা যাবে না, মানিম্যানেজমেন্ট করে ট্রেড এন্ট্রি নিতে হবে, লোভ নিয়ন্ত্রন করতে হবে। ট্রেড করার সময় এ বিষয়গুলো মেনে ট্রেড এন্ট্রি করলে ভাল ফলাফল আসতে পারে।
ফরেক্স মার্কেটে সব বিষয়ে ট্রেড করা যায় না কারন কোন মার্কেট আছে যাতে ট্রেড করলে অনেক বেশি নেগেটিভ হয় । য়ার ফলে সেই মার্কেটে লাভ হওয়া খুবই কষ্টের ব্যাপার । তাই যে মার্কেটে ট্রেড করবেন সেই মার্কেট সম্পর্কে ভাল ভাবে এনালাইস করতে হবে তারপর সেই মাকের্টে ট্রেড করবেন । আর ইউএসডি মার্কেট সংযুক্ত মার্কেটে ট্রেড করবেন ।
আমি ও একমত আমার কথা হচ্ছে তাহলে ট্রেড করব কিভাবে। আমি দুটি বিষয় একটু বলতে চাই যা আমার বেলা ঘটে, তা হচ্ছে মার্কেট যখন থেমে থাকে মানে ঝিমায় ঠিক তখনই ভুলটা করে বসি মানে ধৈয্য, তারপর লোভ আছেই। সুতরাং বিষয়গুলি শেয়ার করলাম আপনাদের সাথে।
আমি বলবো ফরেক্সে ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করে ট্রেড করা জরুরি। তা না করলে যে কোন সময়ে বড় ধরনের লস হতে পারে। সব সময় চেষ্টা করা প্রয়োজন লোভ থেকে বিরত থাকা, এনালাইসিস ভালো করে করা, মানি ম্যনেজমেন্ট করা, স্ট্রাটিজি অনুসরন করা, নিজের প্রতি বেশি আত্নবিশ্বাসী না হওয়া। আমাদের উচিত সময় নিয়ে ধৈর্য ধারন করে ট্রেড করা।
আপনি খুব সন্দর করে সাজিয়েছেন ভাই। তারপরও আমি কিছু যোগ করতে চাই।ট্রেড ওপেন করার সময় ভাবুন কেন ট্রেড দিবেন। এনালাইসিস, যুক্তি আপনার ইনটিউশন ক্ষমতা সব পক্ষে আছে তো।লস মেনে নেয়ার মানসিকতা এবং লাভের প্রত্যাশা করা।একই ভুল বার বার করা থেকে বিরত থাকা। কারন ফরেক্স মার্কেটে ইতিহাস খুব দ্রুত ফিরে আসে।