-
ফরেক্সের ব্যবসা ২৪ ঘন্টা খোলা থাকে এই ব্যবসা যেকোন সময় যেকেউ করতে পারে। ফরেক্স মার্কেটের ব্যবসায় ট্রেড করতে হলে বুঝতে হবে বাজার কখন দ্রুত চলে। কারন বাজার স্লো চললে ট্রেড করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি লাভ হয় না। তাই একটি নির্দিষ্ট সময়ে ট্রেড করতে হবে যখন বাজার দ্রুত থাকে। আমি ফরেক্স মার্কেটের ব্যবসা অবসর সময়ে করে থাকি। আমি ফরেক্স মার্কেটে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করি এর মধ্যে আমার যথেষ্ট প্রফিট আয় হয়। তাই আমার নির্দিষ্ট সময় আমি ট্রেড করি এবং সপ্তাহে ৪ দিন করি। কারন আমি লেখাপড়ার মাঝে ফরেক্সে ব্যবসা করে আয় করি।
-
ফরেক্স বাজারে ট্রেডার হওয়ার আগে আমার পরিচয় হলো আমি একজন চাকুরীজিবি আমি প্রাইভেট চাকুরি করি পাশাপাশি ফরেক্স বিজনেস করি।তাই আমি সারা দিন সময় দিতে পারি না।আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।কারন ট্রেডিং করে নিজেকে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন।আমি এখন রাতে ট্রেড করি কারন এই সময়টা আমি ট্রেড করার জন্য সময় পাই আর সকালে ট্রেড করি।
-
ফরেক্স বিজনেস দিন রাত ২৪ ঘন্টাই করা যায় তবে রাত ৩-৪ টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, আবার সপ্তাহে দুদিন যেমনঃ শনিবার ও রবিবার এ সময় বাদ দিয়ে অন্যান্য সময় ট্রেড পরিচালনা করতে পারেন। তবে একটি নিদ্দিষ্ট সময় যেমন রাতে আমি একটা চাকুরি করি এর ফাকে ট্রেড পরিচালনা করি। তবে দিনেও চেক করা ভালো।
-
আমি তাই মনে করি ফরেক্স ট্রেডিংয়ের জন্য আর আমারা যদি ভাল ক্করে আই বিসয়ে ছরছা করি তাহলে আমারা ভাল এবং নিয়মিত লাভ করতে পারব ফরেক্স বেবসা থেকে ।
-
ফরেক্স ট্রেডিংয়ের জন্য নিরদিরত সময়ের প্রয়োজন হয় না কারন এতি সব সময় করা জায় তাই আমরা যদি এতাকে পেসা হিসেবে নেই তাহলে আমরা এ থেকে অনেক উপক্রিত হতে পারি ।
-
ফরেক্স মার্কেটে যেকোনো সময় ট্রেড করা যায়।তবে সন্ধার সময় মার্কেট ভাল থাকে অপনি যদিসন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয়।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।
-
আপনি যদি চাকুরী কিংবা অন্য কিছুর পাশা পাশি ফরেক্স করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে | এমন সময় বেছে নিতে হবে যেটা আপনার ফেবার করবে | তারপর পরও যারা full time ফরেক্স করেন তাদেরও একটা নির্দিষ্ট টাইম বেছে ট্রেড করা ভালো | এমন সময় বেছে নিতে হবে যে সময় মার্কেটে মুভমেন বেশি থাকে | আর মুভমেন্ট বেশি থাকলে প্রফিট বেশি পাওয়া যায় |
-
ফরেক্স এ ব্যবসা করার জন্য সটীক সময় নির্ধারন করা খুব জরুরি,কারন মার্কেট সবসময় ভোলাটাইল থাকেনা ।আমার কাছে লন্ডন এবং নিউইয়র্ক সেশান খুব important ত্রাদিং করার জন্য কারন এই সময় ত্রাদিং করলে বেসিরভাগ ত্রাদিং এ উইন করা যাই।
-
মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে । তখন ট্রেড করলে ইনকাম করা যাই ভালো । আর অনেক এ আছেন যারা সুদু নিউজ ট্রেড করেন । তবে আমার মতে নিউজ ট্রেড খুব রিস্কি । তার পর ও আপনার খুশি ।
-
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই । কেননা এখন যে কোন কাজের আগে ট্রেড ওপেন করে লাভ লস এর সীমা নির্ধারণ করে দিলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।