-
আমিও ফরেক্সে নতুন, ডেমোতে ট্রেড শুরু করেছি। তবে দিন যত যাচ্ছে তত সহজ মনে হচ্ছে। কারণ ফরেক্স সম্পকে না জেনে ট্রেড করলে এটি অনেক বেশি কঠিন মনে হবে। ফরেক্সে ট্রেড করে লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই অনেক বেশি জানার চেষ্ট করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। তার পর দিন দিন ফরেক্স বোঝাটা সহজ থেকে সহজ হবে ইনশা- আল্লাহ।
-
হ্যা এটা একদম সত্য কথা। আমরা যখন শুরুতে ফরেক্স এ আসি আমরা মনে করি ফরেক্স অনেক সহজ একটি বিষয়। বাই বা সেল করলেই হল। তাহলেই লাভ হবে। কিন্তু আ 5 বছর পরে বুঝতে পারছি যতটা সহজ মনে করে ফরেক্স এ আসা ফরেক্স আসলে ততটা সহজ নয়। এখানে প্রতিমুহুর্তে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আপনার একটু অসাবধানতায় আপনি আপনার ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন।
-
ভাই কি আর বল্ব যে আমি ফরেক্স মার্কেটে ৪ মাস ধরেছি।যত দিন যাচ্ছে আমার তত লস হচ্ছে।আমি ৪ মাসে প্রাই ৬০০ ডলার ইনভেসট করেছি।কিন্তু আমি খুব হতাশ হয়ে পড়েছি যে প্রতি মাসে আমি যদি এমন লস করি তাহলে তো আমি ফকির হয়ে যাব।আমি মার্কেটে অনেক পরিশ্রম করছি যাতে আমি সফল হতে পারি।
-
যতই দিন যাচ্ছে ফরেক্স তত কঠিন লাগে এর কারন হল আপনি যখন ডেমো ট্রেড করতেন তখন নিজের পকেটের টাকা লস করতেন না আর যখন রিয়েল ট্রেড করা শুরু করলেন তখনই এটি কঠিন মনে হল । তবে এটা হয় স্বাভাবিক আমা্রও হয়েছিল, কিন্তু আপনি যখন রিয়েল ট্রেডে এক বছর বা এরচেয়ে একটু বেশি দিবেন তখন ফরেক্স মার্কেট আর কঠিন লাগবেনা । আপনি যতই সঠিকভাবে সময় দিবেন আপনি ততই সফলতার দিকে এগিয়ে যাবেন।
-
যখন প্রথম ফরেক্স শিখা শুরু করলাম তখন ফরেক্স খুব সহজ মনে হয়েছিল। সাদা কেন্ডেল দেখলে বাই করতাম লাভ হয়ে যেত আর লাল হলে সেল কিন্তু এখন ফরেক্স এতো কঠিন হয়ে গেছে যে, আমি যে পাশেই ট্রেড ওপেন করি শুধু লস হয়। শুধু যে লসই হয় তা নয় লাভও হয় মাঝে মাঝে। এখন মনে হচ্ছে ফরেক্স এ প্রফিট করতে হলে অনেক কিছু শিখতে হবে।
-
আমি আপনার সাথে একমত ফরেক্স মাকেট যত দিন যায় তত কথিন মনে হচ্ছে | ফরেক্স মাকেট থেকে আয় করা আসলে অনেক কথিন আমি ফরেক্স করতে এসে অনেক লস করেছি ফরেক্স মাকেট আমাড় জন্য না আমার তাই মনে হয় | তারপর ও আশায় বাধি বুক ফরেক্স থেকে আয় করতে হবে তাই ফরেক্স করি |
-
ফরেক্স করতে হলে যেটি আপনার বেশি প্রয়োজন সেটি হলো অবিজ্ঞতা কারন আপনার এই সমন্ধ অভিজ্ঞতা না থাকলে আপনি ভাল প্রফিট অর্জন করতে পারবেন না। আর তার বাইরে আপনি এই বিষয় নিয়ে আপনাকে কঠোর প্ররিশ্রম করতে হবে। আর আপনাকে এই বিষয়ে ট্রড করতে হবে এবঙ লস হলে কিসের জন্য লস হলো এটি আপনাকে খুজে বের করতে হবে এবঙ সেটি ঠিক করতে হবে। তাহলেই আপনি ভালো একটি প্রফিট পেতে পারেন।
-
প্রাথমিক অবস্থায় ফরেক্স কঠিন মনে হলেও মূলত ফরেক্স খুব বেশি সহজ একটা ব্যবসায় । আসলে আসলে যে জিনিসটা আমরা পূর্বে কখনো করি নি সেটা প্রথমদিকে কঠিন মনে হবে এটাই স্বাভাবিক । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্সে যথার্থ পরিমাণে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমানে চেষ্টা ও পরিশ্রম অব্যহত রাখতে হবে । এটাই হলো সফলতার মূল মন্ত্র ।
-
আমার জানামতে যত দিন যায় ততই তো অভিজ্ঞতা বাড়তে তবে এর জন্য সবসময় মার্কেটের সাথে থাকতে হবে।যদি না থাকেন তাহলে আপনি কিছুই শিখতে এবং করতে পারবেন না। মার্কেট এ যত বেশি সময় দিবেন তত বেশী মার্কেট সম্বন্ধে অভিজ্ঞতা বাড়বে।
-
ফরেক্স খুব সোজা এরকম ধারনা ছিল যখন আমি নতুন ছিলাম । তখন ট্রেড করতাম অন্ধের মতো কোন ধরনের যাচাই বাছাই ছাড়া লাভও হতো আবার একাউন্ট জিরোও হতো। যখন শিখতে শুরু করলাম তখন হাত-পায়ে কে যেন বেড়ি পড়িয়ে দিলো এখন আর ইমোশনাল ট্রেড দিতে পারি না। অনেক নিয়মনীতির কারনে ফরেক্সকে অনেক কঠিন মতে হতে লাগল। বর্তমানে ৫ বছর পর ফরেক্স কিছুটা বুঝার কারনে ফরেক্স ব্যবসা স্বাভাবিক মনে হচ্ছে।