-
আপনার সাথে আমি ও একমত ফরেক্স মার্কেট হচ্ছে অনলাইন ভিত্তিক মার্কেট এখানে শুধু ট্রেড করলে যে প্রফিট হবে এমন না এখানে যেরকম আয় করা যায় আবার অল্প ভুলে অনেক লস ও হতে পারে।তাই ট্রেডের পাশাপাশি আমাদের উচিত ফরেক্স মার্কেট আরো অনেক বেশি সময় দেওয়া যে যতবেশি সময় দিবে সেই ট্রেডার নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে।
-
ফরেক্স এমনি একট মার্কেট যেখানে শেখার কোন শেষ নেই । প্রতিদিনই মার্কেটে *আমরা নতুন নতুন ভূল করছি আর আমাদের উচিত হল এই সকল ভূল থেকে আমাদের শিক্ষা নেওয়া । আপনি যদি প্রতিদিন একটি করে নতুন অভিজ্ঞতা অর্জন করেন তাহলে দেখবেন একদিন আপনি ঠিকই একজন সফল ট্রেডার হয়ে গেছেন । ধন্যবাদ ।
-
হ্যা, ফরেক্স মার্কেট এ শুধু ট্রেড করেলেই হবে না। ট্রেড করার সাথে সাথে মার্কেট এনালাইসিস করতে হবে। ট্রেডটি লস হবে না লাভ হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যে দিন বেশী সময় পাওয়া যাবে সেদিন ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে। প্রতিদিন ফরেক্স নিয়ে কম বেশী স্টাডী করা উচিত।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য আগে ফরেক্স সম্পরকে জানতে হবে।। ফরেক্স ট্রেডিং শিখতে হবে।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো তে নতুন নতুন এনালাইসিস প্রাকটিস করতে হবে।। ফরেক্সের বিভিন্ন ক্যান্ডেল এবং ইন্ডিকেটর ভালভাবে এনালাইসিস করা শিখতে হবে।।।
-
ফরেক্স এমনি একট মার্কেট যেখানে শেখার কোন শেষ নেই । ফরেক্স করতে গেলে আপনি দেকবেন আপনার কাছে কন না কন নতুন জিনিষ সামনে পরছে | আমার ফরেক্স এর অভিগতা থেকে বলতে যে প্রতিদিন ফরেক্স এ থেকবে সে কিছু না কিছু অভিগতা অজন করবে | ফরেক্স মাকেট আপনি যত করবেন আপনি তত দক্ষতা অজন করতে পারবেন|
-
অবশ্যই নিত্য নতুন কিছু শিখার মাধ্যমে নিজের স্কিল ডেভলপ করতে হবে । কেননা যত বেশি আমরা শিখব তত বেশিই আমরা জ্ঞানী হব । আর জ্ঞানীরা কখনো ঠকে না । কেননা জ্ঞান মানুষের অন্তর আলোকিত করার পাশাপাশি অন্য অনেক কাজ করতে পারে । বিশেষ করে মনে রাখতে হবে যে আমরা যারা ট্রেডিং করি নিজের ট্রেডিং স্কিল এর জন্য অন্তত প্রতিদিন কৈশল শিখতে হবে ।
-
প্রতি দিন নয় প্রতি ক্ষনে ক্ষনে নতুন কিছু শিখছি আমি। শিক্ষার কোন শেষ নেই । ফরেক্স একটা মহা সমুদ্র কখন কোন নিয়ম কাজে লাগে তা বলা কঠিন। এখন এক নিয়মে ট্রেড করে লাভ করলাম তো পরে আবার ঐ নিয়ম আর কোন কাজে লাগছে না। শিখছি আর শিখছি।
-
ফরেক্স মার্কেট এমন একটি বাজার যা প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন করে অনেক কিছু শিখাচ্ছে। ফরেক্স মার্কেট এ যারা কাজ করছে এবং ফরেক্স মার্কেট থেকে আয় করছে তারা প্রতিনিয়তই নতুন নতুন অনেক কিছু শিখছে এবং অভিজ্ঞতা অর্জন করচ্ছে।
-
ফরেক্স ট্রেডে যত বেশী শিখবেন তত বেশী আপনি দক্ষ হবেন এবং ফরেক্স ট্রেডে লাভ করে ভাল আয় করতে পারবেন ।তাই ফরেক্সে আপনাকে শিখতে হবে প্রতি দিন । ফরেক্স সবাই করতে পারলেও ,সবাই লাভ করতে পারে না । তাই প্রথম থেকে শেখার প্রতি গুরুত্ব দিতে হবে আর লোভকে সংবরন করতে হবে ।
-
ফরেক্স মার্কেট ফরেক্স শিখার কোন শেষ নেই। ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত প্রতিদিনই কিছু না কিছু নতুন করে পদ্ধতি হচ্ছে যা কিনা তা শিখার জন্য অনেক দিন সময় দিতে হয়। যাই হোক ফরেক্স মার্কেট ভাল আয় করতে হলে ফরেক্স মার্কেট এ প্রতিদিন আমরা নতুন কিছু শিখবার জন্য চেষ্টা করব এবং ফরেক্স এ কাজ করব । তবেই আমরা ভাল আয় করতে পারব এবং আয় করতে পারব।