-
ফরেক্স এ ধৈর্যের কোন বিকল্প নাই। ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য়ের সাথে করতে হবে। আপনি যদি ধৈর্য্য ধারন না করতে পারেন তাহলে আপনি কখনোই ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন না। প্রতিটি ট্রেড ওপেন করার পরেই আপনাকে প্রফিটের জন্য ধৈর্য্য ধরতে হবে। আপনি যদি এই ধৈর্য্য পরীক্ষায় সফল হতে পারেন তাহলে আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।
-
ফরেক্স মার্কেত তাড়া হুড়া করার জায়গা না,এখান থেকে প্রফিত করতে হলে আগে ধোইর্য্য নিয়ে ট্রেড শিখতে হবে,ডেমো ট্রেড করে ভিজ্ঞতা অর্জন করতে হবে ।নিজের লোভ কে নিয়ন্ত্রন রেখে ট্রেড করতে হবে।
-
ভাই আপনি ভাল কথা বলেছেন ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে ফরেক্স মাকেটে আমি ও মনে করি ধয্য ধারন করলে ফরেক্স থেকে আয় করা সম্ভব | ফরেক্স মাকেটে লস করলে আপনি যদি ধয্য ধারন না করেন তবে আপনি লস করতে পারেন | আপনি ফরেক্স মাকেটে যত ধয্য ধারন করবেন আপনি তত গেনি হতে পারবেন আর ফরেক্স থেকে লাভ করতে পারবেন |
-
পরিশ্রম সৌভাগের চাবিকাঠি। অনেকের মধ্যেই ফরেক্স সম্পর্কে অনেক দুশ্চিন্তা কাজ করে, কী শিখতে হবে, কিভাবে শিখব, কতটুকু শিখব এরকম অনেক প্রশ্ন উঁকি দেয় মনে।আমার মত অনুসারে, ফরেক্সে ডেমো প্রাক্টিস করার পাশাপাশি রিয়েল-এ একাউন্ট করা উচিত।আর ফরেক্স সম্পর্কে মুদ্রার গতিবিধি বিশ্লেষণ করা উচিত।
-
ফরেক্স মার্কেটে ধৈর্য্য বিকল্প কিছুই নেই। আপনি ভালোভাবে ফরেক্স শিখতে চাইলে আপনাকে ধৈর্য্য ধরে সময় নিয়ে অধ্যয়ন করতে হবে এবং দীর্ঘদিন ডেমো ট্রেডং করতে হবে। অর্থাৎ ভালোভাবে ফরেক্স শিখতে হলে ধৈর্য্য প্রয়োজন।আবার ভালোভাবে ট্রেডিং করতে গেলেও ধৈর্য্য ধরে ট্রেড করার বিকল্প কিছুই নেই।
-
ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে আর লাভ করতে হবে । আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল না জানলে আপনি ফরেক্স মার্কেট থেকে বেশি লাভ করতে পারবেন না তাই আপনি যদি নতুন টেড আর হন তা হলে ফরেক্স মার্কেট এ টেড ভাল করে সিখে তার পর টেড করুন দেখবেন আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন ।
-
প্রত্যকটা কাজ যখন আপনি সময় নিয়ে করবেন তখন দেখবেন কাজটা আপনার সঠিক ভাবে হবে হবে ।আর যখন আপনি তারাহুরা করে করবনে তখন সব কিছু অগোছালো মনে হবে ।সে রকম ফরেক্স যখন আপনি ধৈর্য্যের সাথে কাজ করবনে তখন এখান থেকে সহজে লাভ করতে পারবেন ।আর যদি ধৈর্য্য না ধরেন তাহলে ল্ভ করতে পারবেন না ।ফরেক্সে একটা ট্রেডে লস হলে ধৈর্য্য হারানো যাবে না মনে রাখতে হবে লসের পিছনেই লাভ থাকবে ।
-
হ্যা আপনি ভাল কথা বলেছেন ফরেক্স মাকেট থেকে আয় করতে হবে ধয্য ধারন করতে হবে | ফরেক্স মাকেটে ধয্য ধারন ছারা ফরেক্স থেকে আয় করা সম্ভব না | ফরেক্স মাকেটে শিখতে যেমন ধয্য লাগে তেমন ফরেক্স থেকে আয় করতে হলেও আপনাকে ধয্য ধারন করতে হবে ধন্যবাদ |
-
র্ধৈয্য এমন একটি জিনিস যা যে কোন কিছুতে সাফলতা দিকে এগিয়ে নিয়ে যায়। কথায় বলে সবুরে মেওলা ফলে। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা অনেকটা র্ধৈয্য ধরে ফরেক্স এ কাজ করছে তারা এই ফরেক্স থেকে অব্যশই আয় করতে পারবে এবং সাফলতা অর্জন করতে পারবে।
-
লোভের স্থলে যদি ধৈর্য্যকে রিপ্লেস করা হয় তবে ধৈর্য্যর জয় অবশ্যম্ভাবি । ফরেক্সে মার্কেটে আমরা যারা নতুন আসি তাদের জন্য ধৈর্য্য জিনিসটা অরো গুরুত্বপূর্ণ । ধৈর্য্য ধরে ফরেক্স এ কাজ করলে পরে তার ফল ভল হয় । অামরা বেশী করে ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।