-
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করার জন্য ডেমো ট্রেড করা খুবই গুরুত্বপূর্ণ। আমার জানামতে ফরেক্স এ যত বেশি ডেমো ট্রেড করা যায় তত বেশি ভালো ট্রেডিং শিখা যায়। আমি মনে করি ফরেক্স এ ভাল ট্রেডিং করার জন্য একজন ট্রেডআর কমপক্ষে ছয় থেকে আট মাস ডেমো ট্রেড করা উচিৎ। তাছাড়া ডেমো ট্রেড করার মাধ্যমে অনেক ভালো ভালো কৌশল শিখা যায়।
-
আমার এই ছোট অভিজ্ঞতা বলে যে ফরেক্স ট্রেডিং করার জন্য সর্ব নিন্ম হলেও ৬ মাস ডেমো একাইন্ট এ ট্রেডিং করে অধিক পরিমানে জ্ঞান অর্জন করা দরকার। বলা বাহুল্য যে ৯৫ শতাংস নতুন ট্রেডারগন তাদের একাওন্ট জিরো করে ফেল তাদের অনঅভিজ্ঞ ট্রেডিং এর জন্য। ফরেক্স খুব কঠিন না আবার খুব সোজা ও না মোট কথা আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং ট্রেডিং এ দক্ষতা বাড়াতে হবে।
-
আমি মনে করি ভাল করে ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করতে হলে অবশ্যই আপনাকে ডেমো ট্রেডিংয়ে সময় দিতে হবে তবে আপনি কতদিনের মধ্যে ট্রেডিং জ্ঞান লাভ করতে পুরোপুরি ভাবে সক্ষম হবেন এটি সঠিক ভাবে বলা সম্ভাব নয় এটি নির্ভর করছে আপনার পরিশ্রম,অনুশীলন,মেধা,অধ্যাবসয়ের ক্ষমতা ইত্যাদি বিষয়ের উপর।
-
আমরা যদি ডেমো ট্রেডিং না করি তাহলেতো নিজেদেরকে ফরেক্স নিয়ে দক্ষ করে তুলতে পারব না।আমরা যদি ভাল একটা ফরেক্স মার্কেট অ্যনালাইসিস করি তবে তা হবে শেখার মাধ্যমে।কারণ আমরা আমাদের ট্রেডিং দক্ষতা অর্জন করি ডেমো থেকে।আর আমি মনে করি এক বছর পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত ।
-
ভাল কোরে ট্রেডিং করতে হোলে আগে আপনাকে কমপক্ষে ৬ মাস ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে হবে। আমার ওপরে রাগ হোচ্ছে?? রাগ হওয়াটা সাভাবিক। কিন্তু আমরা কি করতে পারি বলুন!! ফরেক্স অ্রামনি একটা বিসয় যা ট্রেডারদের প্রতিদিন নতুন নতুন অজ্ঞতার মুখো মুখি ফেলে দেয়্ তাই যত প্যাকটিস করবেন ততো বেশি জানতে পারবেন।
-
ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে ভালো ট্রেড করতে হলে ৬ থেকে ৯ মাস ডেমো পারতিস করবেন তবে আপনি ফরেক্স থেকে ভাল ভাবে আয় করতে পারবেন | ফরেক্স থেকে আয় করতে হলে ডেমো পারতিস করতে হবে ফরেক্স মাকেটে ডেমো পারতিস ছারা আয় করা যায় না ধন্যবাদ|
-
ফরেক্স মার্কেট ডেমো একাউন্টে প্রাকটিস করার কোন নির্দিষ্ট কোন সময় সিমা নেই আপনি মার্কেট এ যত বেশি ডেমো একাউন্ট এ প্রাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন।আপনি যদি ফরেক্সে নতুন হন তাহলে ৬ মাসের বেশি ডেমো একাউন্ট এ প্রাকটিস করুন আর বাংলা ফোরামে এর সাথে যুক্ত থাকুন।
-
প্রথম অবস্থায় ৪-৫ মাস ডেমো করা উচিত। আপনি লাইভ ট্রেড এর পাশাপাশই ডেমো রাখলে খুব ভালো হয়। কারন আমরা ডেমো তে লস খেলে আমাদের সমস্যা নেই। আর লাইভ ট্রেড এ লস করলে আমাদের অনেক লস। আর তাছারা একবারে লসে পরে গেলে সেটা রিকভার করা মুশকিল।
-
আমি মনে করি ভাল করে টেড করতে হলে আপনাকে কম পক্ষে ৬ মাস ডেমো করা উচিত আপনি ৬ মাস ডেমো করে লাভ করতে পারলে আপনি রিয়েল টেড করা উচিত । অনেক টেড আর আছে যারা ৩ মাস ডেমো করে ভাল লাভ করতে পারে । তাই এটা নিরভর করে আপনার উপর কত দিন ডেমো করে আপনি ভাল লাভ করতে পারবেন ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার এখানে শিখার শেষ নেই। স্বাভিক ভাবে যারা নতুন ভাল ভাবে আগ্রহ সহকারে সময় দায়ি ফরেক্স মার্কেট বুঝতে চায় তাহলে তার জন্য মোটা মোটি রিয়েল ট্রেড করতে তিন মাস সময় যথেষ্ট, আর দক্ষ হতে হলে এক বছর সময় লাগবে। নিয়মিত সময়, শ্রম, মেধা না দিলে আরো বেশি সময় লাগবে।। এর পর ডেমোতে যদি সফল হওয়া যায় রিয়েল ট্রেড এর দিকে পা বাড়ানো।