-
আসলে আপনি কত ভলিউমে ট্রেড করবেন তা নির্ভর করে আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর উপর। প্রতিটি ট্রেডেই আপনার উচিত ১০০০ পিপ বেকআপ রাখা। ধৈর্য্য ধরে আপনাকে ট্রেড করতে হবে। একটি ট্রেড ওপেন করার পর সেই ট্রেডে লাভ নিয়ে ট্রেডটি বন্ধ করে তারপরে আবার নতুন করে ট্রেড করা উচিত। একসাথে একের অধিক ট্রেড করা ঠিক নয়।
-
আপনি যত কম ডলার দিয়ে ট্রেড শুরু করবেন তত কম ভলুয়াম দিয়ে ট্রেড কর উচিত। এখন যদি আপনি 200 ডলার দিয়ে যদি ট্রেড শুরু করেন তাহলে আমার মতে 0.03 থেকে 0.05 লট দিয়ে ট্রেড করা উচিত তা নাহলে আপনি লস খেয়ে যেতে পারেন। সব সময় বুঝে শুনে ট্রেড বসাতে হবে।
-
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহএল আপনাকে ১০০ ডলার এর একাউন্ট এ ০।০১ সেন্ট দিয়ে ট্রেড করলে বলব। আর যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি ০।০৫ সেন্ট দিয়ে ট্রেড করতে পারনে। কিন্তু এটা আগে আপনাকে ঠিক করে রাখতে হবে।
-
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ সর্বোচ্চ 0.২০ লট এ ট্রেড এন্ট্রি নিলে ভালো হয় এবং প্রতিটি ট্রেড এ ২০ পিপস স্টপ লস ও ৬০ পিপস টেক প্রফিট সেট করলে আপনি ২০০ ডলার এর একাউন্ট এ ২০০ টা ট্রেড করতে পারবেন ।
-
বেশীরভাগ নতুন ট্রেডাররা এটা জানে না যে তারা কত লট সাইজ ব্যবহার করবে। না জানার কারনে তারা প্রথমে বড় লট মারে। যে কারনে হঠাত করে তাদের একাউন্ট জিরো হয়ে যায়। ফরেক্স এ সব কিছু জেনে বুঝে ট্রেড করতে হবে তা না হলে লাভের চেয়ে লস বেশী হবে।
-
আমি সব সময় ছোটো লটে ট্রেড করি আর অন্যকেও বলবো ছোট লটে ট্রেড করতে, বিশেষ করে যারা নতুন ট্রেডার আর ফোরামে যারা পোস্ট করে তারা বেশির ভাগই নতুন ট্রেডার তাদের জন্য অনুরোঢ থাকবে ছোটো লটে ট্রেড করে আগে ট্রেড গুলোতে সফল হবার চেস্টা করুন।আমি ০.০১-৫ লট পর্যন্ট ট্রেড দিয়ে থাকি।
-
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ সর্বোচ্চ 0.২০ লট এ ট্রেড এন্ট্রি নিলে ভালো হয় এবং প্রতিটি ট্রেড এ ২০ পিপস স্টপ লস ও ৬০ পিপস টেক প্রফিট সেট করলে আপনি ২০০ ডলার এর একাউন্ট এ ২০০ টা ট্রেড করতে পারবেন । তবে ট্রেডার দের ভিন্নতায় এবং অভিজ্ঞতার ভিন্নতায় ট্রেড লট কম বেশি হতে পারে ।অভিজ্ঞ ট্রেডার রা বেশি ডিপজ়িট থাকলে বড় লটে ট্রেড কোরতে পারেন।
-
আমার মতে ১০০ ডলার ব্যালেন্স নিয়ে ০.০১ লটে ট্রেড করা যেতে পারে। তাহলে একাউন্ট শূন্য হবার সম্ভাবনা কম।
-
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ ০.২০ লট এ ট্রেড করা ভাল কারন এতে আপনি ১০০ টি ট্রেড করতে পারবেন আর এতে ২০ পিপস স্টপ লস দিতে হবে আর ৬০ পিপস টেক প্রফিট দিতে হবে। আর এই ভাবে আপনি বুঝে বুঝে ট্রেড করতে করতে পারলে ফরেক্স মার্কেটে ভাল লাভ করা যায়। ভাল ট্রেড জানলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায়।
-
ফরেক্স মার্কেটে যত ভলিউম কম ধরা যাবে ততই ভালো । আমরা লিভারেজ কমিয়ে দিলে অবশ্যই নিরাপদে কিছুটা থাকা যায় । অতএব আমরা সব সময় ০.০১ লিভারেজ ব্যবহার করলেই ভালো । কারণ লিভারেজ ব্যবহারের উপর নির্ভর করে এ্যাকাউন্ট । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত আদায় করার চেষ্টা করব ।