-
ভাই জন্মগত ভাবে কেউ কোন কিছু জানে না।যা কিছু জানতে হয় আমাদের এই পৃথিবীর থেকেই জানতে হবে।ফরেক্স ব্যবসা করার ক্ষেত্রে নতুনদেরও সুযোগ আছে।ফরেক্স কম্পানি গুলো ডেমো একাউন্ট দিয়েছে নতুন দের জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে বোঝার জন্য।তবে আমরা যদি মনযোগ সহকারে ফরেক্স ব্যবসা শিখতে চাই তাহলে অবশ্যই সাফল্য পাব।
-
আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এবং তেমন কোন ফরেক্স ট্রেডিং জ্ঞান না থাকে তা হলে আপনার ফরেক্সে রিয়াল ট্রেড করা উচিত হবে না এবং সেক্ষেত্রে ব্রোকার আপনাকে যত সুবিধাই প্রদান করুক না কেন তার সঠিক ব্যাবহার আপনার পক্ষে করা সম্ভাব হবে না। তাই আপনাকে বলব আগে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করুন তারপরই এখান থেকে আয়ের কথা ভাবুন।
-
জ্ঞান ও অধ্যবসায় মেনে চলে ফরেক্সে বিজনেসের মাধ্যমে সফল আয় করা সম্ভব । নতুনদের থেবে ফরেক্স ব্রোকাররা বেশি লাভ করে তাই তাদের উচিত সতর্কতার সাথে ট্রেড করা । ফরেক্স ফোরাম এ প্রতি পোস্ট এর জন্য ২০ সেন্ট করে বোনাস দিয়া হয় । অবশ্যই এই অফার অাপনারা গ্রহণ করার চেষ্টা করবেন ।
-
ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । তবে আমি জানি ফরেক্স ব্যবসা নতুন ট্রেডাদের জন্য কিছু সুবিধা দেয় কারন সে সুবিধা হল নতুন ট্রেডাদের জন্য ফরেক্স কিছু নো ডিপোজিট বোনাস দিয়ে থাকে । কারন নতুন ট্রেডাররা তো বেশি বেশি লস করে থাকে তাই আমি মনে করি এই নো ডিপোজিট বোনাস দিয়ে সাহায্য করে নতুনদের ।
-
ফরেক্স মার্কেট ভালো আয় করতে হলে অনেক অবিজ্ঞতার প্রয়োজন নতুন ট্রেডাররা শুরুতে আয়ের চেয়ে বেশি লস করে বসে তাই নতুনদের জন্য আগে ফরেক্স মার্কেট এ ভালোভাবে শিখা প্রয়োজন আর ফরেক্স শিখতে হলে ডেমো প্রাকটিস করা প্রয়োজন যতবেশি ডেমো প্রাকটিস করবেন আপনে ততবেশি অবিজ্ঞতা লাভ করবেন ফরেক্স সম্পর্কে।
-
ফরেক্স নতুন ট্রেডার দের কোন স্পেশাল সুবিধা দেয় বা। তবে নতুন একাউন্ট খুললে কিছু বোনাস পেতে পারে। আর ফরেক্স ওয়েবসাঈট গুলোতে তাদের সিগ্নাল সার্ভস দিয়ে থাকে যা দেখে একজন নতুন ট্রেডার ট্রেড নিতে পারে।
-
যারা একদম নতুন ফরেক্স মার্কেটে এসেছেন তাদের বলছি,ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷সফলতার জন্য প্রয়োজন হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷
-
ব্রোকার রা নতুন একাউন্ট হোল্ডাদের জন্য মাঝে মাঝে নো ডিপোজিট বোনাস এর ব্যবস্থা করে থাকে। কারন এটা করলে নতুন ট্রেডাররা একাউন্ট করতে আগ্রহ। এবং সেই সাথে কোণ ইনভেস্ট ছাড়া ট্রেড করতে পারা যায় বিধায় নতুনরা একাউন্ট করে থাকে।
-
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞানঅর্জন করতে হবে । যে যত বেশি ফরেক্স সম্পর্কে জানবে সে তত ভালো ফরেক্স ট্রেডিং করতে পারবে । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভালো লাভবান হতে হলে নতুন ট্রেডারদেরকে সর্বপ্রথম যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে তা হলো ডেমোতে সবসময় নিজের জন্য ভালো একটা প্লাটফ্রমক তৈরী করা ।
-
ভাই কোন ব্যবসাতে এর থেকে বেশি সুবিধা পাওয়া যায় না, বা অাছে কিনা আমার জানা নেই । তবে যদি থাকত তাহলে হয়তবা আমি সেই ব্যবসাই করতাম । কারন নতুন বলেন আর পুরাতন যাই বলেননা কেন, ফরেক্স আমাদের যে সুবিধা দিয়েছে সেটা অন্য কথাও নেই বা কেউ দিবেন না । এখানে আপনি ডেমো ট্রেড করতে পারছেন, নিজের টাকা না থাকলেও ফোরামের বোনাসের টাকা দিয়ে ট্রেড করার সুবিধা রয়েছে, তাছাড়াও এখানে সর্বোচ্চ লিভারেজ ব্যবহারের সুযোগ পাচ্ছেন । সুতরাং এগুলো যথেষ্ট সুবিধা তাই নয় কি ?